নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য কাজ করব।চিন্তা-চেতনায়, সম্পর্কে ও ভালবাসায়,বন্ধুত্ব ও মানবতার স্বাধীনতার জন্য নিয়ম করে কাজ করে যাবো।স্বাধীনতা খুব দরকার।
২) নতুন বছরের প্রথম দিন থেকেই নিয়ম করে প্রত্যহ সকাল বেলা ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করব।
৩) প্রতিদিন কোন না কোন বইয়ের কিছু অংশ পড়ে ঘুমাতে যাবো।
৪) পৃথিবীর সর্বকালের শ্রেষ্ট ১০০০ বইয়ের তালিকা করব এবং সে বইগুলো সংগ্রহ করার চেষ্টা অব্যাহত রাখবো।
৫) নিয়ম করে প্রতিদিন ইন্টারনেট থেকে নিজের প্রিয় ই-বুক গুলো ডাউনলোড করব এবং সেগুলো পড়তে থাকবো।কোনটি প্রিন্ট দিয়ে বাধাই করতে মন চাইলে সে কাজটি নিয়মিতভাবে করে যাবো।
৬) অফিসের কাজগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য ফরোয়ার্ড ডাইরী ব্যবহার করব।
৭) অফিসের সামগ্রিক কাজের উপর ভিত্তি করে সুদুরপ্রসারী পরিকল্পনা করব এবং সে পরিকল্পনা বাস্তবায়নের জন্য মাসিক এবং সাপ্তাহিক প্লান অনুযায়ী এগিয়ে যাবো।
৮) নিজের ক্যারিয়ারের জন্য পূর্বের বছরের তুলনায় এ বছরে উর্ধ্বতন কতৃপক্ষের সাথে যোগাযোগের সম্পর্ক অব্যাহত রাখবো।
৯) বাংলা ভাষা শুদ্ধ-সুন্দর-সহজ-সরল ভাবে ব্যবহারের দক্ষতাকে আরও বৃদ্ধি করতে সচেষ্ঠ থাকবো।
১০) ইংরেজী ভাষা ব্যবহারের দক্ষতাকে আন্তর্জাতিক মানের পর্যায়ে নিয়ে যেতে সচেষ্ঠ থাকবো।
১১) এ বছরের মাঝামাঝি সময়ে আইএলটিএস পরিক্ষায় বোসবো। সে জন্য বছরের প্রথম থেকেই প্রিপারেশন নিতে উদ্যোগী হবো।
১২) আরও একটি মাস্টার্স ডিগ্রী নেওয়ার জন্য বাইরের দেশের কোন ভাল বিশ্ববিদ্যালয়ের স্কলারশীপ সংগ্রহ করার চেষ্টা অব্যাহত রাখবো।
১৩) বছর শুরুর প্রথম সপ্তাহের মধ্যেই নিজের রিজিউমটি আপডেট করতে হবে।
১৪) পরিবারের বড় সন্তান হিসেবে পরিবারের সকল সদস্যের প্রতি দায়িত্ব সুষ্ঠু সুন্দরভাবে পালন করার চেষ্টা অব্যাহত রাখবো।
১৫) গত বছরে পরিকল্পনা অনুযায়ী চাকুরী স্থায়ীকরনের সকল যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছি।বছরের শুরুতেই চাকুরী স্থায়ীকরনের জন্য আবেদন করার কাজ গুলো সম্পন্ন করতে হবে।
১৬) নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই এসিআর ফরম পূরণ করে পাঠাতে হবে।
১৭) এ বছরে আরও একটি নতুন ভাষা শিখতে উদ্যোগী হবো। টার্গেট থাকবে হিন্দি ভাষা শেখার। এ বছরের মধ্যেই হিন্দি ভাষা যাতে বলতে ও লিখতে পারি সেই পর্যায়ে নিয়ে যাওয়া।
১৮) এই নতুন বছরে আমার নতুন হবি হবে অনলাইনের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যায়ের বিভিন্ন সর্ট কোর্স সম্পন্ন করে সার্টিফিকেট সংগ্রহ করা।এ বছরে কমপক্ষে ১০টি অনলাইন সার্টিফিকেট কোর্স সম্পন্ন করব।
১৯) বছরের প্রথম মাসের মধ্যেই আন্তজার্তিক পাসপোর্ট করার প্রয়োজনীয় সকল উদ্যোগ নিবো।
২০) পরিবারের সবাইকে নিয়ে এ বছরের মাঝামাঝি সময়ে কক্সবাজারে অথবা ইন্ডিয়াতে বেড়াতে যাবো।
২১) এ বছরের মধ্যেই ছোট ভাই মিলনের বিয়ের দায়িত্বটি পালন করতে হবে। এ জন্য বছরের প্রথম থেকেই পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে।
২২) ছোট ভাইকে কানাডা পাঠানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে।
২৩) নিয়ম করে আত্নীয় সজনকে ফোন করব।তাদের খোজ-খবর রাখবো।
২৪) এই বছরের মধ্যে অবশ্যই আমাকে একটুকরো জায়গা কিনতে হবে।সেজন্য বছরের শুরু থেকেই সঞ্চয় করতে হবে।
২৫) ফেব্রুয়ারী মাসে ছেলের জন্মদিনটি সকল আত্নীয়-সজন, বন্ধু-বান্ধবকে নিয়ে উৎযাপন করতে হবে।
২৬) নিয়মিতভাবে শরীরে যত্ন নিতে হবে।এজন্য সাপ্তাহিক একটি এক্সারসাইজের রুটিন করতে হবে এবং সে অনুযায়ী এক্সারসাইজ অব্যাহতে রাখবো।
২৭) নিয়মিতভাবে আমাকে মেডিটেশন চর্চা অব্যাহত রাখতে হবে।
২৮) প্রত্যেক মানুষের জীবনে ভয় আছে।অনিশ্চয়তার ভয়।নিজের সেই ভয়গুলো খুঁজে বের করে সেগুলো দুর করার চেষ্টা অব্যাহত রাখবো।
২৯) এ বছরের শুরুতেই আমাকে একটি ‘জীবন বই’ খুলতে হবে।যে বইতে থাকবে আমার জীবনের স্বপ্নের কথা, আমার লক্ষ্যের কথা এবং সেগুলো বাস্তবায়নের পরিকল্পনার কথা। সফলতার কথা এবং ব্যর্থতার কথা ।
৩০) জীবন বই খোলার পাশাপাশি আমাকে একটি চাকুরীর বই খুলতে হবে। যে বইতে আমার চাকুরী জীবনের শুরু থেকে সকল রকম তথ্য থাকবে এবং প্রয়োজনীয় সকল ডকুমেন্ট সংযুক্ত থাকবে।
৩১) ভবিষ্যতের নিয়ামুলের কাছে চিঠি লিখব।এক বছর পরে কেমন নিয়ামুলকে দেখতে চাই, সেই চিঠিতে সেই বিষয়গুলো উল্লেখ থাকবে।
৩২) বছরের শুরু থেকেই নিয়ম করে নিজের ভাবনা, অনুভুতি, পরিকল্পনার কথা ব্লগে লেখার অভ্যাস করতে হবে।
৩৩) আগামী বছরের বই মেলার আগে আমাকে একটি বইয়ের পান্ডুলিপি শেষ করতে হবে।
৩৪) ২০১৪ সালে আমি ৪টি ডকুমেন্টারী ফিল্ম তৈরি করবো।এজন্য যে ধরনের প্রিপারেশন নেওয়া প্রয়োজন সেগুলো শুরু থেকেই নিতে হবে।
৩৫) এ বছরে আমাকে ন্যূনতম তিনটি ফিল্মের স্ক্রিপ্ট লিখতে হবে।
৩৬) যে কোন দুইটি বিষয়ে আমার দক্ষতাকে অর্জন করতে হবে। সেটা হতে পারে ব্লগে লেখা ও ইংরেজী ভাষার পারদর্শিতা।
৩৭) পেন্সিল স্কেচ শেখার আমার অনেক দিনের শথ।পেন্সিল স্কেচ সেখার জন্য বছরের প্রথমেই একটি স্কেচ খাতা তৈরি করবো এবং নিয়মিতভাবে পেন্সিল স্কেচ প্রাকটিস করে যাবো।
৩৮) আমি ডাকবাংলোর যে রুমটিতে থাকি সে রুমটিকে এ বছরের শুরুতেই একটি ইন্সপ্রিসেনাল রুম হিসেবে তৈরি করার উদ্যোগ নিব।এজন্য যা-যা করনীয় দ্রুত করে ফেলবো।
৩৯) জীবনের বোরিংনেস কাটানোর জন্য আমাকে এমন একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখানে গেলে আমি কমফোর্ট ফিল করি।জীবনের একঘুয়েমিতা কাটানোর জন্য সেখানে সময় অতিবাহিত করব।
৪০) যে একজনকে চ্যালেন্জ হিসেবে নিয়ে তার থেকে যাতে দ্রুত এগিয়ে যেতে পারি সে উদ্যোগী হবো।
৪১) আমার ব্লাইন্ড স্পটগুলো খুঁজে বের করতে হবে।ব্লাইন্ড স্পট খুঁজে বের করে সেগুলো ওভারকাম করার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে।
৪২) সবকাজের ফিডব্যাক নিয়মিতভাবে মনিটরিং করতে হবে।
৪৩) সুদুঢ়প্রসারী বেশ কয়েকটি লক্ষ্য আমাকে ঠিক করতে হবে।জীবনে কি চাই, কেন চাই এবং সেগুলো অর্জনের পথ খুঁজে বের করার উদ্যোগ গ্রহণ করতে হবে।
৪৪) ২০১৪ সালে নেগেটিভ মানুষকে যতখানি পারি এভয়েড করব।
৪৫) পজেটিভ মানসিকতার মানুষদের সাথে বন্ধুত্ব বাড়াতে চেষ্টা করবো।
৪৬) পুরনো বন্ধুদের সাথে নিয়মিত দেখা করার চেষ্টা অব্যাহত রাখবো এবং তাদের সাথে নিয়মিতভাবে ফোনে যোগাযোগ করব।
৪৭) বিভিন্ন বিষয়ে পারদর্শী এমন কিছু লোকের সাথে বন্ধুত্ব গড়ে তুলব এবং নিয়মিতভাবে বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে শেয়ার করব।
৪৮) এ বছরে চাকুরীর পাশাপাশি আমাকে একটি অলটারনেটিভ বিসনেস করার উদ্যোগ নিতে হবে এবং সে অনুযায়ী বছরের শুরু থেকেই পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে হবে।
৪৯) আমাকে সবকাজ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সাপ্তাহিক এবং মাসিক চ্যালেন্জ নিতে হবে এবং সে চ্যালেন্জ অনুযায়ী সব ক্ষেত্রে সফল হওয়ার চেষ্টা করতে হবে।
৫০) মানুষ হিসেবে কে কে আমাকে ঘৃনা করে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং কে কে আমাকে পছন্দ করে, তাদের ব্যাপারে যত্নবান হতে হবে।
৫১) নিজের উন্নতি সংক্রান্ত বিভিন্ন আর্টিক্যাল নিয়মিতভাবে পড়ার অভ্যাস করতে হবে।
৫২) নিজের সামগ্রিক উন্নতির ক্ষেত্রে সবসময় চেষ্টা অব্যাহত রাখতে হবে।
৫৩) মানুষের প্রতি দয়ালু মানসিকতার অভ্যাসের চর্চা অব্যাহত রাখতে হবে।
৫৪) বড় পর্দায় সিনেমা দেখার জন্য আমাকে একটি প্রোজেক্টর ও ভাল সাউন্ড সিস্টেম কিনতে হবে।
৫৫) বাসার জন্য বড় পর্দার একটি এলইডি টিভি কিনতে হবে।
৫৬) বাসার মেরামত ও উন্নয়নের কাজ সম্পন্ন করতে হবে।
৫৭) বই রাখার জন্য একটি বড় বুকসেলভ কিনতে হবে।
৫৮) আমার মা সন্মধ্যে একটি বই লিখব।
৫৯) আমার বাবা সন্মধ্যে একটি বই লিখব।
৬০) আমার ফটোগ্রাভি শেখার খুব শখ। এ বছরে শখটি পূরন করব। আমাকে মোটামুটি মানের একটা ক্যামেরা কিনতে হবে।
৬১) যে যে জায়গায় আমি বড় হয়েছি, সময় অতিবাহিত করেছি সে সকল জায়গার ছবি তুলতে হবে এবং সে ছবি দিয়ে একটা অ্যালবাম করতে হবে।
৬২) আমার আত্নীয় স্বজনের সবার ছবি তুলে একটি অ্যালবাম তৈরি করতে হবে।
৬৩) রক্ত সম্পর্কিত সবাইকে নিয়ে আমাকে একটি ডকুমেন্টরি ফিল্ম তৈরি করতে হবে।
৬৪) মৃত্যুর আগে কমপক্ষে আমাকে পৃথিবীর ১০০১ টি দর্শনীয় স্থান ঘুরতে হবে।
৬৫) আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান দেখব।
৬৬) এ বছরে আমার খারাপ অভ্যাসগুলো দূর করতে সচেষ্ঠ থাকবো।
৬৮) এ বছর থেকে ধুমপানের বদঅভ্যাস ছেড়ে দেওয়ার চেষ্টা করব।
৬৯) নিজেকে ব্রানড হিসেবে প্রতিষ্ঠা করব।
৭০) পোষাক-পরিচ্ছদে একটি নিজস্ব স্টাইল তৈরি করব।
৭১) নিজের পছন্দের খাবারগুলো নিজে-নিজেই রান্না করতে শিখবো।রান্না শিখে সেগুলো রান্না করে অন্যদের খাওয়াবো।
৭২) অর্থনৈতিক স্বাবলম্বি হওয়ার চেষ্টা অব্যাহত রাখবো।
( টু বি কনটিনিউ)
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫০
নিয়ামুলবাসার বলেছেন: ২১) এ বছরের মধ্যেই ছোট ভাই মিলনের বিয়ের দায়িত্বটি পালন করতে হবে। পরিকল্পনা অনুযায়ী ১৪ ফেব্রুয়ারী আমার দায়িত্বটি পালন করতে সক্ষম হয়েছি। সবার সহযোগিতায় মিলনের বিবাহের কাজ সম্পন্ন করতে পেরেছি।
০৬)অফিসের কাজগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য ফরোয়ার্ড ডাইরী ব্যবহার করব। সে অনুযায়ী ফরোয়ার্ড ডায়েরী ব্যবহার শুরু করেছি।
২৫) ফেব্রুয়ারী মাসে ছেলের জন্মদিনটি সকল আত্নীয়-সজন, বন্ধু-বান্ধবকে নিয়ে উৎযাপন করতে হবে। পরিকল্পনা অনুযায়ী পরিবারের সবাইকে নিয়ে নাফিউলের জন্মদিন পালন করতে পেরেছি।
১৫) গত বছরে পরিকল্পনা অনুযায়ী চাকুরী স্থায়ীকরনের সকল যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছি।বছরের শুরুতেই চাকুরী স্থায়ীকরনের জন্য আবেদন করার কাজ গুলো সম্পন্ন করতে হবে। চাকুরী স্থায়ীকরনের সকল কাগজপত্র তৈরি করেছি । আগামীকালকে পাঠিয়ে দিব।
৫৬) বাসার মেরামত ও উন্নয়নের কাজ সম্পন্ন করতে হবে। পরিকল্পনা অনুযায়ী ফরিদপুরের বাসার রান্নঘরটি নতুন করে তৈরি করতে সক্ষম হয়েছি।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০০
নিয়ামুলবাসার বলেছেন: ১) গত ১৩/০২/২০১৪ খ্রিঃ তারিখ হতে ১৭/০২/২০১৪ খ্রিঃ তারিখ পর্যন্ত সমবায় অধিদপ্তরে সিনিয়ার কর্মকর্তাদের সাথে অ্যাডভান্স কোর্স অন ম্যানেজমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সটি সাফল্যের সাথে সম্পন্ন করতে সক্ষম হয়েছি।
২) বিদেশী প্রশিক্ষনের আওতায় মন্ত্রণালয় থেকে একটি কোর্সে মনোনয়ন পেয়েছি। এজন্য এএআরডিও ফরম পূরন করে পাঠিয়েছি। ফাইনাল মনোনয়ন পেলে কোর্সটির জন্য ভারতের নয়াদিল্লিতে ২২ দিন থাকার সুযোগ পাবো। দেখা যাক কি হয়।
৩) আমার অফিসের পাশে দেবেন্দ্র কলেজের ছাত্র-শিক্ষক-কর্মচারীদের নিয়ে একটি সমবায় সমিতি গঠন করার পরিকল্পনা গ্রহন করেছি। পরিকল্পনাটি বাস্তবায়ন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে হবে।
৪) আগামী ২৭ ফেব্রুয়ারী মানিকগঞ্জ সদর উপজেলার উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে আমাকে একটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার করা হয়েছে। উক্ত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে হবে।
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৮
নিয়ামুলবাসার বলেছেন: নতুন বছরের শুরুতে এরকম একটি ব্লগ লিখতে পেরে ব্যক্তিগতভাবে আমি আনন্দিত। কারন যখনই লেখাটি পড়ি, তখনই নিজের পরিকল্পনার কথা মাথায় ঢুকে যায়। নিজের প্রতিদিনের কাজের তালিকায় অনেক অনেক নতুন বিষয় যোগ হয়। নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নিজের জীবনের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য... পরিকল্পনাগেুলো বাস্তবায়নের শক্তি যোগায় লেখাটি। আপনাদের কেমন লাগল লেখাটি পড়ে. মন্তব্য করলে খুশি হবো। নতুন আরও কি যোগ করা যেতে পারে সে বিষযেও মন্তব্য করতে পারেন....সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।