নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ জীবন সহজ হোক, সরল হোক,সুন্দর হোক...

নিয়ামুলবাসার

সহজ ভাবনাই সরল জীবন..

নিয়ামুলবাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা-‘ ঠিক মানবতার জয় হবে একদিন”

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯



কঠিন দুঃসময় পার করছি মা,

তুমিতো না ফেরার দেশে গিয়ে

বহাল তবিয়তে আছো!

এদিকে আমার প্রাণ ওষ্ঠাগতো,

কি যে হচ্ছে এসব, কিছুই বুঝতে পারছি না।

কিছু লোক বলছে, ধর্ম মানে জানোতো?

ধর্ম মানে হলো...............................।

এইভাবে ধর্ম পালন করতে হয়।

ঠিক এইভাবে.................................।

কিছু লোক বলছে, সভ্যতা মানে জানোতো?

সভ্যতা মানে হলো এই......................।

সভ্যতাকে এই ভাবে এগিয়ে নিতে হয়!



খুব ঝামেলই পরে গেছি মা,

তুমি ধর্ম মানে যেভাবে শিখিয়েছিলে....

‘তুমি যে বলতে-মানবতায় হলো আসল’

ওদের সাথেতো ঠিক মেলে না,মা!

তুমি যে বলতে-বিবেক জাগ্রত রেখে,

নিজেকে এগিয়ে নাও’ তাহলে তুমিও সভ্যতার

অংশ হবে।

কিন্তু ওরাতো বলে ভিন্ন কথা।



কি যে করি মা, কিছুই বুঝতে পারছি না,

খুব ঝামেলার মধ্যে আছি,

সবকিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে,



তবে ভয় পাই না মা, তুমি যে শিক্ষা দিয়েছো....

সে তো ভোলার নয়....



দেখবে ঠিক মানবতার জয় হবে একদিন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.