নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ জীবন সহজ হোক, সরল হোক,সুন্দর হোক...

নিয়ামুলবাসার

সহজ ভাবনাই সরল জীবন..

নিয়ামুলবাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা...

০৯ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৪


মুক্তির পথ


এক-একটা দিন যায়, আর ভাবি… এর নাম জীবন ?
এই জীবনের জন্য এতকিছু, এত আয়োজন…
এত কষ্ট, ত্যাগ-স্বীকার, মানুষে-মানুষে এত পরিচয়…
স্বপ্ন, চাওয়া-পাওয়া, আনন্দ-বেদনার এ জীবন…
তবে কেন সব অপ্রয়োজনীয়, অহেতুক মনে হয়…

শুধু সংশয় জাগে, এ জীবনের হবেতো বিজয়…?

যদিও জানি, জয়-পরাজয় শেষ কথা নয়,
তারও থেকে জটিল, বিপুল ও বিপন্ন বিস্ময়,
আছে, থাকবে এবং থেকে যায়…

তবে কি নেই কোন উপায়, জ্বলে-জ্বলে অঙ্গার হবো শুধু…?

যেদিন বুঝতে শিখেছি, এ জীবন এক বিপুল বিস্ময়…
সেদিন বুঝেছি, মুক্তির খোঁজেই হবে মানবের বিজয়।

মুক্তির চেয়ে মূল্যবান আর কিছু নাই,
তাই মুক্তিকেই মানুষের শেষ শ্রেয় আশ্রয় মনে হয়।

মরেও মুক্তির স্বাদ পাওয়া যায়,
তবু মৃত্যুই মুক্তির শেষ কথা নয়,
শুনেছি, জীবন ঘাটে যদি জীবনের নোঙ্গর ফেলা যায়…
বেঁচে থেকেও মুক্তির স্বাদ পাওয়া যায়…

জীবন ঘাট কতদূর…? কেমন করে সে ঘাটে নোঙ্গর ফেলা যায়…?
কেউ কি আছে, আমাকে এই প্রশ্নের উত্তর শিখিয়ে দিয়ে যায়…
জানি-জানি, কেউ নাই, কেউ কোনদিন পারে নাই…
আমার মুক্তির পথ কেবল আমাকেই খুঁজে নিতে হয়।

সকল মানব যেদিন খুঁজে পাবে মুক্তিরও পথ…
কেবল সেদিন মানব পাবে, জীবনেরও স্বাদ…



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.