নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ জীবন সহজ হোক, সরল হোক,সুন্দর হোক...

নিয়ামুলবাসার

সহজ ভাবনাই সরল জীবন..

নিয়ামুলবাসার › বিস্তারিত পোস্টঃ

জয়দেব

২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৩

(১)
মুসলমান বাবা। সন্তানের নাম রেখেছে জয়দেব!! তা আবার জয়দেবের আগে-পরে কিছু নেই! শুধু জয়দেব! এটা কোন কথা হলো? গত ১৮ বছর এই নাম নিয়ে জয়দেবকে কম যন্ত্রনা সহ্য করতে হয়নি।
(২)
হেমন্ত ঋতুর পড়ন্ত বিকেলে জয়দেবপুর রেল স্টেশনে বসে আজ কেন যেন মনে হচ্ছে, তাঁর নামটাতো খারাপ না। অকারনেই নাম নিয়ে এতদিন অন্যের মন্তব্যকে গুরুত্ব দিয়েছে।
(২)
গত বছর জয়দেবের মা মারা যাওয়ার পর তাঁর বাবার নিকট প্রথম জেনেছে তাঁর এই অদ্ভূত নাম রাখার রহস্য। ১৮ বছর আগে বারন্ত বর্ষাকালের কোন এক দিন তাঁর মাকে নিয়ে ডাক্তার দেখাতে ঢাকা যাওয়ার পথে, জয়দেবপুর রেলস্টেশনের ২ নং প্লাটফর্মে হাজার-হাজার মানুষের সম্মুখে কিছু দরিদ্র ভাসমান মহিলার সহযোগিতায় জয়দেবের জন্ম হয়েছিল।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নামের ব্ড়াই করো নাকো,
নাম দিয়ে কি হয়।
নামের মাঝে পাবে নাকো,
সবার পরিচয়।

২| ২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৮

নিয়ামুলবাসার বলেছেন: দারুন লিখেছেন.....কবিতার ছন্দে.....ধন্যবাদ আপনাকে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.