নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তি মেলে না কিছুতেই,
আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে যাওয়া ছাড়া।
দেহ ও মনে,
মাকড়সার জালের মতো;
যতোবার ছাড়াতে যাই,
তার থেকেও বেশিবার জড়িয়ে পড়ি...
স্বপ্ন ও ভালবাসায়,
আনন্দ ও বেদনায়,
বন্ধুত্ব ও সম্পর্কে...
মুক্তি খুব দরকার...
মুক্তি মেলে না,
মুক্তি মেলে না কিছুতেই...
মুক্তি ছাড়া কিছু হয়?
নাকি, মুক্তি ছাড়া জীবনের মূল্য বোঝা যায়?
©somewhere in net ltd.