নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রাবণ বৃষ্টিতে ভিজেছে মন
ঘর ছেড়ে চলো ভিজি দুজন,
তোমার জন্য আকুল হৃদয়
এ প্রেম ছাড়া আর কি হয়,
দেখো বন্ধু আমি তোমার অপেক্ষায়।
এক মহব্বতের প্রেমিকা খুঁজে ফেরে তোমায়,
কেউ দেবে কি ভুলিয়ে শুধু ভালোবাসায়।
ছমছম চলে পাগল পবন
লাগে মজা ভেজা চুলে
ভেজা চুলে, পিচ্ছিল পায়ে,
দেখো এই বর্ষায় আমরা বাহিরে।
শ্রাবণ বৃষ্টিতে ভিজেছে মন
ঘর ছেড়ে চলো ভিজি দুজন,
তোমার জন্য আকুল হৃদয়
এ প্রেম ছাড়া আর কি হয়,
দেখো বন্ধু আমি তোমার অপেক্ষায়।
এক প্রেমিকা এখানে দেখো কিভাবে অস্থির হয়,
রাস্তা পার হতে কিভাবে পরে দু'বার চিন্তায়।
সত্যি বলতে কি বন্ধু আমার
আমাদের দুজনার একই হৃদয়
একই হৃদয়,
এই প্রথমবার বাহিরে আমরা বৃষ্টি ভেজায়।
২৪ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:১৫
নিয়ামুলবাসার বলেছেন: ধন্যবাদ মন্তব্য করে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আমি আসলে গান হিসেবে চিন্তা করে লিখেছি। যদি কখনও কোন সুরকার এই গানে সুর দেয় তাহলে আমার নিজের খুব ভালো লাগবে। আপনার জন্য শুভ কামনা রইল।
২| ২৪ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৪
সাইফুলসাইফসাই বলেছেন: সু্ন্দর
২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:১০
নিয়ামুলবাসার বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। ধন্যবাদ মন্তব্য করে অনুপ্রেরণা দেওয়ার জন্য।
৩| ২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৩৬
রাজীব নুর বলেছেন: অনুবাদ সুন্দর হয়েছে।
২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৪১
নিয়ামুলবাসার বলেছেন: ধন্যবাদ মন্তব্য করে অনুপ্রেরণা দেওয়ার জন্য।
৪| ২৪ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:০১
মোহাম্মদ গোফরান বলেছেন: গানটাও বেশ রোমান্টিক ও মিষ্টি।
২৭ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪৬
নিয়ামুলবাসার বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।