![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অধ্রের চেয়ে বেশী ভাঙ্গার চেয়ে ভালো, ছিন্নের তরে অন্যের কারও। আমি শুন্য দিয়ে পুর্ণ হয়েছি, চুর্ন হেও ধন্য রয়েছি। পন্যতেই নগন্য আমার তুল্য মুল্য স্বল্প। আমি মৃতত টিনের ডানা ভাঙ্গা কুল, বন্য তরুর ভিন্ন চেরা ফুল। আমি বাকা চোখের রুক্ষ আকা হাসি। দুর হতে কেউ আর বলো না ভালবাসি। তাহসান।
এমনি করে সবাই যাবে যেতে হবে,
যেতে হবে।
দেহের মাপের মাটির ঘরে শুতে হবে,
কেউ যাবে না তখন সাথে যারাই ছিল দিনে রাতে,
চোখের আলোর ঝাড় বাতিটা নিভিয়ে দেবে,
নিভিয়ে দেবে।
যে যার কাজে ব্যাস্ত হবে দুদিন পরে,
এই পৃথিবীর শোকের দায়ু দ্বন্দ করে।
কি লাভ মিছে সংঙ্গর্সে সুখ দু:খের পরিপার্শে।
একদিন ঠিক পাপ পূর্ণের বিচার হবে,
বিচার হব।
ধনীর বাড়ির কাঙ্গাল ভোজের আয়োজনে,
মুখর হবে লোক দেখানোর প্রয়োজনে।
পিদিম আলোয় ভরবে কুঠির,
আশ্বিবাদের ধইবে বুধির।
ক্রমান্নয়ে বুকের মাঝে সৃত্মী হবে,
সৃত্মী হবে।
এমনি করে সবাই যাবে,
যেতে হবে।
হয়তো কারো পরবে মনে একলা একা,
ধল পহরের আলোয় যেন একলা দেখা।
পরবে মনে চার বেহালা,
পালকি দোলে চার কলেমায়।
ধীর গতিতে নির্জনেতে এগিয়ে যাবে।
এমনি করে সবাই যাবে যেতে হবে,
দেহের মাপের মাটির ঘরে শুতে হবে।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪১
এন এইচ আর বলেছেন: আমার কাছে নেই তবে পেলে আপনাকে জানিয়ে আসবো।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪০
সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: পালকি দোলে চার কলেমায়।
ধীর গতিতে নির্জনেতে এগিয়ে যাবে।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪২
এন এইচ আর বলেছেন: সবাই যাবে যেতে হবে।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২১
নীল-দর্পণ বলেছেন: এটাকি সাইমুম শিল্পী গোষ্ঠীর গান। নাহলে কার?
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫
এন এইচ আর বলেছেন: চকেট ভাইয়ার কাছ থেকে জেনে গেছ কার গান।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫৫
অনন্ত দিগন্ত বলেছেন: ফিডব্যাকের বঙ্গাব্দ ১৪০০ এ্যালবামের গান না ? ...
জটিল একটা কালেকশন ভাই ... শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬
এন এইচ আর বলেছেন: সেই ১৪০০ সাল থেকেই প্রিয়র তালিকায় বঙ্গাব্দ ১৪০০ এ্যালবাম এর জায়গা অনেক উপরে।
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৩
তামিম ইরফান বলেছেন: কেমন আছেন?
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩২
এন এইচ আর বলেছেন: সত্যি বললে বলবো জানি না কেমন আছি।
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৮
মেহবুবা বলেছেন: অনেক ধন্যবাদ এই পোষ্টের জন্য ।
১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫১
এন এইচ আর বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়া এবং গানটা শোনার জন্য।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪০
হুমায়রা হারুন বলেছেন: খুব সুন্দর।
আরেকটি গান কি দিতে পারবেন? হ্যাপীকে নিয়ে লেখা গানটা ফিডব্যাকের। টাইটেল ছিল পালকী।