![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটো কালে অনেক ছড়া লিখেছি। এবার সেই পরিশ্রম করে সময় নিয়ে একখান কবিতা লিখে বুলেটের বেগে স্যারের কাছে গিয়ে বললাম “স্যার এবারের কবিতা টা দেখেন”। স্যার সম্পর্কে আমার আত্মীয় হয়, তাই সম্পর্কগত স্বচ্ছন্দ টা একটু বেশি।
স্যার মনোযোগ দিয়ে কবিতা টা পড়ে; রীতিমত পর্যবেক্ষন (লাইন মাত্রা গুনে) বললেন, কবিতার নাম দে “হ-য-ব-র-ল”
আমি মনে মনে ভাবলাম- বেটা টাকলা, কবিতা লিখমু আমি আর নাম দিমু তর কথায়। আর ওই নামে যে কীর্তি আছে তা আর স্যার কে বলার প্রয়োজন মনে করলাম না, কারণ সেটা তিনি অবশ্যই জানেন।
আমি শুধু চুপ করে রইলাম।
স্যার বলেলেন, জিজ্ঞাস করবি না কেনো এই নাম দিতে বললাম?
আমি বললাম, জিজ্ঞাসা না করলেও যে আপনি যে বলবেন তা আর নতুন কি? তাই বাক্য ও আপনার সময় খরচ করা অহেতুক।
মনে মনে বললাম- বাক্য খরচ করার কথার সাথে তার সময় খরচের কথাটা বলেছিলাম যেনো বেটাই মন খারাপ না করে…
বললো কি কবিতা লিখেছিস এটা! কোনো দুই লাইনের মাত্রার মিল নাই, শুধু লাইনের শেষের শব্দ মেলালেই কবিতা হয়ে যায়না। লাইনের সংখ্যা পর্যন্ত কোনো ক্যাটাগরির মধ্য পড়ে না।
উত্তর দিলাম (হালকা ব্যাপার উড়ে দেওয়ার সুরে)- আরে ধুর আমি কি কবি নাকি? আমার কি বই বের হবে নাকি- যে আমি এতো বিষয় ধরে কবিতা লখবো।
মনে মনে বললাম, আরে বেটা কবিতার ছন্দের কিছু বুঝলে কি আমি কেরামতি খাটাতাম না?
আসলে ব্যাপার টাও তাই। ছোট বেলা হতে শুধু বাংলা পাঠ্যবই এ মুখস্থ-ই করে আসলাম যে, এই কবিতা “অক্ষরবৃত্ত, এই কবিতা মাত্রাবৃত্ত ব্লা ব্লা ব্লা ছন্দে রচিত, আর এই কবিতা হলো সনেট”
কোনো দিন আঙ্গুল ধরে বুঝে দেওয়া হলনা যে এই এই বৈশিষ্ঠ থাকলে সেটা সনেট হয়, এভাবে মাত্রাবৃত্ত ছন্দের কবিতা লিখতে হয়।
সেক্সপিওর সনেট লিখেছেন শুনেছি কিন্তু তার স্বরূপ কোনো দিন দেখলাম না।
না, সেক্সপিয়ারের সনেট খুজে দেখে নেওয়ার দায়িত্ব আমার না; তুমি স্কুলে ভর্তি হওয়ার সময় থেকে একাদশ শ্রেনী পর্যন্ত বাংলা সাহিত্য আমার জন্য বাধ্যতামূলক করেছো (আমি তো ক্লাস ওয়ান দিয়ে লেখাপড়া শুরু করেছি, কিন্তু আজকালের স্কুল যে কোন ক্লাসে শুরু তা আমার জানা নাই- নার্সারি, প্রি-নার্সারি আরো কতো ফেরকা। তাই শুরুর ক্লাসের নাম লিখলামনা- জানিনা হেতু।)। বাধ্যতামূলক করেছো তুমি তাই সেক্সপিয়ারের সনেট কি সেটা আমাকে জানানোর দায়িত্ব তোমার।
না- এখানে তুমি অর্থের দোহায় দিতে পারবেনা যে, বিজ্ঞান ল্যাবের যন্ত্রপাতির দাম বেশি তাই দিতে পারলাম না।
বাংলা সাহিত্যের প্রতি তুমি আমার আগ্রহ জাগালে, বাংলা কবিতা রচনা করার আগ্রহ জাগালে- কিন্তু সেটা কেমন তা দেখালে না; আর আগ্রহ নিয়ে কবিতা লিখলেই বলো উমুক নিয়মে এটা হয়নি, তুমুক নিয়মে এটা হয়নি, এটা-সেটা আরো কত কি! আরে নিয়ম টা তো শেখাও আগে।
হ্যা ঠিক বলেছো, “দেশের সবাই কবি হবে না।” আর সবার কবি হওয়ার প্রয়োজন নাই। আমি বলি- তাহলে সবার বাংলা সাহিত্য পড়ার দরকার কি?
তাই কথা একটা বাংলার প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে (এমন কি বে-সরকারী কিন্ডার গার্ডের স্কুলেও) একটা স্বয়ংসম্পূর্ন লাইব্রেরি চাই।
শুধু লাইব্রেরি না- একটি পুর্নাঙ্গ লাইব্রেরি।
আমার কবিতার কথা থাক…
-অপঠিত দৈনিকী
২| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪০
niamul_hasan বলেছেন: দুঃখিত। বানান ভুল করা আমার ছাত্রগত (জন্মগত এর সমারর্থক ঃপ) অভ্যাস। তাছাড়া লেখাটা নিজের বানানো জাভাস্ক্রিপ্ট কিবোর্ড দিয়ে লিখেছি তো। তাই দুই ভুলের সমন্বয়ে মহা ভ্রান্তির সৃষ্টি হয়েছে।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিখাতো ভালই হয়েছে , কিন্তু বানান এমন হল কেন ?