নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের চেয়ে বড় কিছু নাই,নয় কিছু মহীয়ান...

নিয়ানডার্থাল

নিয়ানডার্থাল › বিস্তারিত পোস্টঃ

মেজর জিয়া নয়, গৃহবধু বেগম জিয়াই ছিলেন বাংলার প্রথম মুক্তিযোদ্ধা

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৮





আজ ২৪ শে মার্চ। ১৯৭১ সালের এই দিনে চট্টগ্রামের ৮ম ইষ্ট বেঙ্গল রেজিমেন্টে ঘটেছিলো এক অনন্য সাধারন ঘটনা। যে ঘটনার মূল্যায়ন হয়নি আজো। লেখা হয়নি স্বাধীনতা যুদ্ধের দলিলে।



ঐ দিন বিকেল চারটার সময় অস্ত্রাগারের পাহারায় হাবিলদার কাদের ও সিপাহী নুরুল হক। পূর্বপাকিস্তানের অন্যান্য সেনানিবাসের বাঙ্গালি ইউনিটের অস্ত্র পশ্চিমা ইউনিটে জমা করার কায়দায় ১৭ বেলুচ থেকে সৈনিকরা আসে এই অস্ত্রাগারের অস্ত্র নিয়ে যেতে। আর তখন আদেশ আনার জন্য হাবিলদার কাদেরদের নির্দেশে সিপাহী নুরুল হক ছুটে যায় সেকেন্ড ইন কমান্ড মেজর জিয়ার বাসায়। সেখানে জিয়া ছিলেন না। বেগম জিয়া জানতে চান - কি হয়েছে। ঘটনা শোনার পরে খালেদা জিয়া পরিস্কার নির্দেশ দেন, “মেজর জিয়ার হুকুম ছাড়া একটা সুইও ষোলশহর থেকে বাইরে যাবে না!” নূরুল হক ছুটে চলেন এবং কাদেরকে এই খবর জানান। ততক্ষণে বেলুচের সৈন্যরা ৭৬ ও ৭৭ আর আর রাইফেল তাদের গাড়িতে তুলে ফেলে। কিন্তু বেগম জিয়ার নির্দেশ পালন করতে গিয়ে হাবিলদার কাদের যখন বেলুচের গাড়িতে গুলি করার উদ্যোগ নেয়, তখন বেলুচের সৈন্যরা সব অস্ত্র রেখে যায়। অথচ ঐ অস্ত্র সরানোর জন্য কমান্ডান্ট জানজুয়ার হুকুম ছিল। কমান্ডিং অফিসারের হুকুমও খালেদা জিয়ার নির্দেশের কাছে অগ্রাহ্য হয়ে যায়।





আর এর ফলে রক্ষা পায় ৮ম ইস্ট বেঙ্গলের ১১০০ সৈন্য এবং মেজর জিয়া। খালেদা জিয়ার ঐ তাৎক্ষনিক সিদ্ধান্ত না হলে পুরো ৮ম বেঙ্গল অস্ত্রহীন হয়ে পরত, এমনকি মেজর জিয়ার পক্ষে স্বাধীনতা ঘোষনা করা, মুক্তিযুদ্ধ পরিচালনা, বাংলাদেশ স্বাধীন হওয়া সবকিছু বানচাল হয়ে যেতো।



বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এই ঘটনাটি একটি মাইল ফলক। এবং কমান্ডার না হয়েও কমান্ডারের ভুমিকা নিয়েছিলেন গৃহবধু খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা হিসাবে তাই সালাম জানাতে হয় বেগম খালেদা জিয়াকে।

[পরবর্তীতে ৩৯৩৫৮৭৭ হাবিলদার নূরুল হক (অবঃ) তার দীর্ঘ সাক্ষাৎকারে স্বাধীনতা যুদ্ধের উষালগ্নের সে দিনগুলি এবং পরবর্তীকালের যুদ্ধের স্মৃতিচারন করছিলেন।]



সূত্রঃ জিয়া লাইব্রেরি ডট কম



মূখবন্ধঃ- ফেসবুকের নিউজ ফীডের কল্যানে আজ একটি সাইটে গিয়ে দেখ্লাম এই নতুন ইতিহাসটি। জিয়া লাইব্রেরি নামক এই সাইটে ফিচারটি পড়ার পর ভাবলাম এখানে শেয়ার করি।এতে কেউ আবার আমাকে কোনো দলের প্রতি অনুরাগ বা বিরাগভাজন ভাববেননা। আপনাদের যার যার মতামত কমেন্টে ব্যক্ত করতেই পারেন। কিন্তু অসুস্থ উপায়ে ব্যক্তিগত আক্রমন চলবেনা।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৭

সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: ভাল লাগলো

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৮

নিয়ানডার্থাল বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য ।

২| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫০

আহমেদ রশীদ বলেছেন: জানজুয়াই তো সব খাইছে

২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭

নিয়ানডার্থাল বলেছেন: আমারো তাই মনে হয়।

৩| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪

তালপাতারসেপাই বলেছেন: বিদেশী পত্রিকায় লেখার মত এটিও বানোয়াট কথা। ইতিহাস কে নষ্টকরার চেষ্টা।

৪| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

চলতি নিয়ম বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২২

নিয়ানডার্থাল বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~
ব্যপার কী ভাই, খুব খুশী হলেন ?

৫| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০১

নিজাম বলেছেন: সেই কথা মনে করে এখন যদি ম্যাডাম রাজাকারদের সঙ্গে চলাফেরাটা বন্ধ করে দিত!!!

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৩

নিয়ানডার্থাল বলেছেন: সহমত

৬| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

পথহারা নাবিক বলেছেন: বীরাঙ্গনা বেজী তোমায় সালাম!! =p~ =p~

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৮

নিয়ানডার্থাল বলেছেন: হাঃ হাঃ হাঃ প গে...।
বে (বেগম) জি (জিয়া) =বেজি :#) :#) :#)

৭| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

শফিক আলম বলেছেন: ঐ ঘটনার পরই কি খালেদা জিয়াকে মেজর জিয়া ঢাকায় পাঠিয়ে দিয়েছিলেন? যতদুর জানি, crackdown-এর সময় খালেদা জিয়া ঢাকা ক্যান্টনমেন্টে ছিলেন। যদি চট্টগ্রামেই থাকতেন তা'হলে ২৫শে মার্চের পর বেগম জিয়ার তো মেজর জিয়ার সঙ্গেই থাকার কথা! :( :(

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

নিয়ানডার্থাল বলেছেন: আরে রাখেন না। নতুন ইতিহাস তো । তেমন হোমোয়ার্ক করা হয়ে ওঠেনি। এরর এন্ড ট্রায়াল এর ভেতর আছে।

৮| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

দিশার বলেছেন: :D ওরে কেও আমারে ধর . হাসতে হাসতে মরে গেলাম। :#)

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

নিয়ানডার্থাল বলেছেন: প্লীজ ভাই, ধরার আগেই মইরেন না। আগে আইসা লই, ধরি , তারপর না হয় মরলেন নইলে নিদেন পক্ষে অজ্ঞান হৈয়েন।
:D :#) :D :#) :D :#)

৯| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১০

গান পাগলা বলেছেন: ধন্যবাদ, নতুন কিছু জানলাম।

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১২

নিয়ানডার্থাল বলেছেন: দেখেন.. আরো অনেক কিছু জানতে পারবেন।
আপনাকেও ধন্যবাদ পোস্টে আসার জন্য।

১০| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০২

আশমএরশাদ বলেছেন: ২৫ শে মার্চ খালেদা জিয়া কোথায় ছিল? ঢাকাতেই ছিল জনাব।

খালেদা জিয়াকে এই ইতিহাস বললে কনফার্ম যে তিনি গোয়েবলেসকে জীবিত হবার আদেশ দিবেন।

জানজুয়া সম্পর্কে তেমন জানিনা তবে মাঝে মাঝে শুনি জানজুয়ার মৃত্যুতে নাকি প্রধানমন্ত্রীর পেডে শোক সংবাদ জানানো হয়েছিল খালেদা জিয়ার পক্ষ থেকে।


২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১০

নিয়ানডার্থাল বলেছেন: খালেদা জিয়াতো অবশ্যই জানেন এ সম্পর্কে।
পোস্ট টা আবার পড়েন, ওখানে লেখা আছে জিয়া লাইব্রেরি ডট কম এ নিবন্ধটি প্রকাশিত হয়েছে। আর এটি হলো জিয়াউর রহমান ফাইন্ডেশন এন্ড ট্রাস্ট এর একটি প্রকল্প।

১১| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২১

মুদ্‌দাকির বলেছেন: নুতন ইতিহাস ???? B:-) B:-) B:-) B:-) B:-)

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০০

নিয়ানডার্থাল বলেছেন: নতুন ইতিহাসই বটে !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.