![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি করবো বুঝতে পারছিনা।
খবরটা পড়ে হাসবো না কি রেগে চিল্লাবো।পাকিদের মনে রাখা উচিৎ এটা ১৯৭১ না , এখন ২০১৩ সাল, তখন ছিলাম ৭ কোটি, আর এখন ১৬ কোটি, একবারতো সারেন্ডার করে পালিয়ে বাঁচ্লি, এবার আর রেহাই নাই।
যাক রাগ সংবরন করে খবরটা শেয়ার করি।
পাকিদের নাকি খায়েশ হয়েছে আবার বাংলাদেশ আক্রমন করার। এজন্য জামায়াতে ইসলামী অফ পাকিস্তান তাদের দেশের সরকারকে উদাত্ত আহ্বান জানিয়েছে।
খবরটা এইরকম ঃ
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেয়ায় বাংলাদেশ আক্রমণের জন্য নিজেদের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তানের রাজনৈতিক দল জামায়াত-ই-ইসলামী। ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে এক বিবৃতির মাধ্যমে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন পাকিস্তানের এই দলটি।
একটি ফেসবুক পোস্টে তারা বলেছে, পাকিস্তান সরকার কাদের মোল্লার এই ফাঁসি সম্পর্কে বাংলাদেশের কাছে ব্যাখ্যা চাইবে। এ ফাঁসিতে পাকিস্তানের সেনাবাহিনী নিষ্ঠুর নিরবতা পালন করার জন্যও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তারা।
কাদের মোল্লাকে শহীদ হিসেবেও আখ্যা দিয়েছে দলটি। তারা বলেছে, “আমরা আরেকজন শহীদ পেলাম।” প্রসঙ্গত বৃহস্পতিবার রাত ১০টা এক মিনিটে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়। এ ফাঁসিকে তারা তাদের নিজস্ব মূল্যবোধ ও বিশ্বাসের কঠিনতম পরীক্ষা হিসেবেও আখ্যা দিয়েছে।
তারা ফেসবুক পেজের কাভার পিকচারে এমন একটি ছবি দিয়েছে যাতে ঢাকা পরাজয় ফুটে ওঠেছে। প্রোফাইল পিকচারে দেয়া হয়েছে কাদের মোল্লার ছবি। রাত আটটা ৫০ মিনিটে কাদের মোল্লার স্ত্রীকে উদ্ধৃতি দিয়ে ফেসবুকে আরেকটি পোস্ট করে দলটি। এতে বলা হয়, “আমি জামায়াত নেতার স্ত্রী হতে পেরে গর্বিত।”
এর আগে জামায়াত নেতা গোলাম আজমকে ৯০ বছরের কারাভোগ দেয়ায় পাকিস্তান জামায়াত জানায়, তাদের দলের বাংলাদেশ শাখার প্রধানকে শাস্তি দেয়া হয়েছে।
ছবিঃ পাকি জামায়াতের ফেসবুক পেইজ।
সূত্র: ঢাকা ট্রিবিউন।
১৩ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২২
নিয়ানডার্থাল বলেছেন: এবার ডগী ষ্টাইলে চলবে। তেল মাখিয়ে বসে আছি।
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
কাফের বলেছেন: আমাদের রাস্তা ঘাটের নেড়ী কুত্তা গুলার চোদন খাইয়া তো বেহুশ হয়ে যাবে!
১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮
নিয়ানডার্থাল বলেছেন:
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০২
হেডস্যার বলেছেন:
হিহ হিহ হিহ !!
তো আর দেরী কেন....পিঠে ছালা বাইন্ধা আইসা পড়, দেখি কার কত হিম্মত।
১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩
নিয়ানডার্থাল বলেছেন: সেটাই
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আইয়ে, ইশক ফরমাইয়ে...
আপকো যাবসে হামনে দেখা হ্যায়,
তাবসে দিল ইয়ে দিওয়ানা, ক্যাহতা হ্যায়,
আইয়ে, ইশক ফরমাইয়ে...
পাকিস্তান জামায়াতে ইসলাম আর পাকিস্তান জামায়াতে ইসলামের বাংলাদেশ শাখার সব মানুষের প্রতি বাংলাদেশের মানুষেরা পাল্টা ইশক ফর্মাতে চাচ্ছে এইসব দেখে।
১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮
নিয়ানডার্থাল বলেছেন:
৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪
নীলতিমি বলেছেন: এই ধারণা পোষণকারী প্র্রত্যেকের পশ্চাদ্দেশের জন্য আমার উপহার!
১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭
নিয়ানডার্থাল বলেছেন: আমরা সবাই মধ্যমা রেডি করে বসে আছি আপনার মতন।
৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০
বেঈমান আমি. বলেছেন: হাহাহহাহাহা ছাগুদের মত তারাও দেখি পাগল হয়ে গেছে
১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৬
নিয়ানডার্থাল বলেছেন: এক্কেরে হাগল
বেঈমান ভাইরে অনেক্দিন পরে দেখ্তেছি যে, আছেন কেমন ?
৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯
ফারুক3655 বলেছেন: তো আর দেরী কেন....পিঠে ছালা বাইন্ধা আইসা পড়, দেখি কার কত হিম্মত
১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৫
নিয়ানডার্থাল বলেছেন: ছালা পরে আসলেও মাইর একটাও মাটিত পড়তো ন
৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
মুদ্দাকির বলেছেন:
আগে হাইসা নিলাম, আক্রমন করতে দেন, এই বার পাকিস্তানের নাম হইব, পশ্চিম বাংলাদেশ , কি কন ????
১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৪
নিয়ানডার্থাল বলেছেন:
ভালোই বলেছেন ।
৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১
বেঈমান আমি. বলেছেন: কাদিরার ফাঁসিতে মন ফুরফুরা একদম
১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৬
দখিনা বাতাস বলেছেন: মুদ্দাকির বলেছেন: আগে হাইসা নিলাম, আক্রমন করতে দেন, এই বার পাকিস্তানের নাম হইব, পশ্চিম বাংলাদেশ , কি কন ???? সেইরাম কমেন্ট করছেন ভাই।
১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০১
নিয়ানডার্থাল বলেছেন:
১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪১
কলাবাগান১ বলেছেন: কালই তো বাংলাদেশ আমেরিকা থেকে একটা যুদ্ধজাহাজ পেল। আরেকটা সাবমেরিন আসলে পাকিস্হান ইন্ডিয়া উভয়ই সেটা আর পছন্দ করবে না। কিন্তু আওয়ামী সরকার সেই পথেই হাটছে
১২| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৩
মহামহোপাধ্যায় বলেছেন: প্লেন বোঝাই কইরা কাঁঠাল পাতা পাঠায় দিমু
আর '৭১ এর স্মৃতি ভুইলা যদি চইলাই আসে !! এবার ৩০৩ রাইফেল লাগবনা !! বাঁশঝাড়ের বাঁশগুলো আছে না !!
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২০
হাসান মাহবুব বলেছেন: একবার
দন খায়া শখ মিটে নাই!