![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজাকারদের আন্ডাবাচ্চা
ইহারা একাত্তরের গণহত্যাকারী,ধর্ষনকারী, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধীতাকারী, বাংলাদেশ নামক রাস্ট্রের জন্মবিরোধী,বাংলাদেশের পতাকার অবমাননাকারী,বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কটাক্ষকারী, স্বাধীন বাংলাদেশের আলো বাতাস উপভোগ করে এখনো অখন্ড পাকিস্তানের দিবাস্বপ্নে বিভোর,আন্তর্জাতিক মানদন্ডে যুদ্ধপরাধী-রাজাকার-আলবদর দের আন্ডা-বাচ্চা।
ইহারা যদি আপনার অজান্তে আপনার বা আপনার বন্ধু-বান্ধবের অথবা আত্মীয় পরিমন্ডলের চৌহদ্দী তে আনাগোনা করে - তাহলে ইহাদের বর্জন করুন,করতে আহবান করুন।
আজ বাংলাদেশের জন্মদিনের শুভক্ষনে শপথ নিন।
"... আমাদের বুকে রৌদ্র লিখেছে নিহতদের নাম,
গণহত্যার বিচার করবো, প্রতিজ্ঞা করলাম ।। "
২৭ শে মার্চ, ২০১৪ রাত ৩:৫৪
নিয়ানডার্থাল বলেছেন: তবে তাই হোক।
ছবির মুখ দেখে দেখে শুরু করেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৪ রাত ১১:০২
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: তো প্রধানমন্ত্রির ঘর থেকে খোজা শুরু হোক।