নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের চেয়ে বড় কিছু নাই,নয় কিছু মহীয়ান...

নিয়ানডার্থাল

নিয়ানডার্থাল › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের ফার্স্ট প্রেসিডেন্ট বানায় দে।

২৮ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৯



ডিমের মজা কুসুমে তার। খোসায় না।

ঘোষক-এ আর পোশায় নারে, পোশায় না।

এখন থিকা নতুন জিনিস জানায় দে

বাংলাদেশের ফার্স্ট প্রেসিডেন্ট বানায় দে।

নতুন পয়েন্ট আব্বাজানের সিভি-তে

প্রচার পাবে ফেসবুকে আর টিভিতে।

ভাবতে হবে ঈগল এবার টিয়াকে

নতুন রূপে আবির্ভূত জিয়াকে...



ডিমের মজা কুসুমে তার। খোসায় না।

ঘোষক-এ আর পোশায় নারে, পোশায় না...



ছড়া:- লুৎফর রহমান রিটন

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৮

রেজা সিদ্দিক বলেছেন: দারুন

২৮ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৬

নিয়ানডার্থাল বলেছেন: আসলেই দারুন !
অনেক ধন্যবাদ ।

২| ২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১১

মুদ্‌দাকির বলেছেন: "জিয়া বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট" ব্যাপারটা হাস্যকর এবং অত্যন্ত মোটা মাথা থেকে বের হওয়া উক্তি !!!!! যারা এই রূপ মনে করেন তাদের চিকিৎসা দরকার !!!

২৮ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৮

নিয়ানডার্থাল বলেছেন: আসলেই মাথামোটা মানুষের চিকন করার চিকিত্সা দরকার।

৩| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১:৪৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: প্রথম দেখলাম তেঁতুল তত্ত্ব, তারপর দেখলাম চুল তত্ত্ব, তারও পরে দেখলাম থুথু তত্ত্ব। তবে কী এটা প্রেসিডেন্ট তত্ত্ব?
আগে জানতাম ভাঙা ছুটকেস থেকে শুধু কোকো ১, কোকো ২ .......... এগুলোই শুধু বের হত। এখন দেখছি নো-বেইল পাওয়ার মতো তত্ত্বও বের হচ্ছে!
একজন লন্ডনে আছে। আরেকজনকে পাবনা পাঠিয়ে দেয়ার সময় হয়ে এসেছে মনে হচ্ছে।

ছড়া খুব ভালো হয়েছে। অভিনন্দন লুৎফর রহমান লিটন। শেয়ার করার জন্য ধন্যবাদ নিয়ানডার্থাল।

২০ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৭

নিয়ানডার্থাল বলেছেন: আপনাকেও অযুত নিযুত ধন্যবাদ পড়ার জন্য।
ভালো থাকবেন।

৪| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ২:২৯

সীমানা ছাড়িয়ে বলেছেন: কিসের মুজিব আর কিসের জিয়া, প্রথম প্রেসিডেন্ট তো আমি নিজেই =p~ =p~ =p~

২০ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৮

নিয়ানডার্থাল বলেছেন: তাইলে আমিও রাজা হমু।

৫| ২৯ শে মার্চ, ২০১৪ ভোর ৬:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার ছড়া। ধন্যবাদ।

৬| ২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৮

এ কে এম রেজাউল করিম বলেছেন: এ পাগোলের বুলি।

৭| ২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৩

দখিনা বাতাস বলেছেন: ছড়া মজার হইছে +++++++++্

৮| ২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩৬

বাকপ্রবাস বলেছেন: :#) :#) :#)

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৩

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৩

নিয়ানডার্থাল বলেছেন: রিসার্চ কাজের জন্য এই ব্লগে আসতেই পারিনা।
সময় পেলে অবশ্যই নতুন পোস্ট দেবো।
ধন্যবাদ বিজন দা।

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৯

জাহিদ হাসান বলেছেন: Mujib first president of your country, we know.

Alexandro Do Rosa
Belmopan,Belize

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.