নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার একশ আকাশ বিশাল নেশায়
খুন হলো ঠিক গলির মুখে,
যেমন তেমন নিঝুম পথের দিশায়
চুপ হলো যেন বলির সুখে।
ডাকের পরে ডাক এসেছে
পিছন ফিরে চাওয়ার,
বাঁকের পরে বাঁক ফিরেছে
মিথ্যে কিছু পাওয়ার।
মিথ্যে বলো, সত্যি মানো,
আমিই ছিলাম গলির রাজা,
এই নিদারুণ কষ্ট জানো?
গলির মুখেই পেলাম সাজা।
©somewhere in net ltd.