নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ত্যাল কিনতে দোকানে যাওনের পর, দোকানদাররে কইলাম, "ভাইজান, দাম তো আবার বাড়াইয়া দিছেন। ত্যাল খাওয়া কি বাদ দিয়া দিমু নাকি?"
দোকানদার আমারে কইলো, "ত্যালের দাম আবার বাড়ব। দাম তো আর আমরা বাড়াই না, আমরা খালি বেচি।"
ডেমরায় র্যাব অভিজান চালাইছে। বিপুল পরিমাণ তেল, চাল সহ আরও ম্যালা ম্যালা জিনিস মজুত করা অবস্থায় পাইছে। হেতেরা সুযোগ বুইঝা বাজারে ছাড়ব। বেশি দামে বেচব। সব শালারা চোর।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১২
নিবারণ বলেছেন: দ্যাশের অর্থনীতিবিদগো এগুলা নিয়া ভাবন উচিত। কই থেইকা দাম বাইড়া যায়, তাই তো বুঝবার পারি না। কারনে বাড়লে মাইনা নওন যায়। হুদাই যে বাইড়া যায় সেইটাই তো ঝামেলা।
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৫৬
সোনাগাজী বলেছেন:
খাদ্যের দাম মোটামুটি একটি সীমার মাঝে রাখা কি সম্ভব?