নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবী এখন ক্রমে হতেছে নিঝুম

নিবারণ

আমি পরিচয়ে পরিচিত, পরিচয়হীনতায় অপরিচিত

নিবারণ › বিস্তারিত পোস্টঃ

সুন্নতে খৎনায় শিশু মৃত্যু, আপনার মতামত কী?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩৫

ইদানিংকালে খৎনা করতে গিয়া বাচ্চা কাচ্চা মইরা যাওনের ঘটনায়, আমার জানামতে নিচের মতামত গুলা মানুষের মধ্যে দেখা যাইতেছে। আপনি কোনডার লগে একমত?

১। একদল বলতাছে, ট্যাকা দিয়া প্রাইভেট বা হাসপাতালে খৎনা করার কী দরকার? হাজামরাই তো মাশাল্লাহ এত বছর কাম সারছে।

২। একদল বলতাছে, হাসপাতালের সিনিয়র ডাক্তাররা ড্যাম কেয়ার, কাউরে গুণে ফুনে না। কারও রিপোর্ট চেক মেক করে টরে না। পুচ কইরা কাজ সাইরা যায় গা।

৩। একদল বলতাছে, সব অটো পাশ ডাক্তর, এগোরে দিয়া কিছু হইব না। এগোর কাজ মানুষ মারা।

৪। একদল ডাক্তার বলতাছে, রুগী অজ্ঞান করার আগে খালি পেটে থাকন লাগে। কিন্তু রুগীরে খাওয়াই আইনা মিছা কথা কয় রুগীর আত্মীয় তাই এই অবস্থা।

৫। একদল ডাক্তার বলতাছে, আগে অজ্ঞান করলে মানুষ মরত না, অহন মরে কারণ মিডফোর্ডসহ ম্যালা জায়গাথন ভেজাল ভুজালে ভরা মেডিসিন আইতাছে হাসপাতালে।

৬। একদল ধর্ম প্রাণ তথ্য দিছে, খৎনা করা না-কি ইহুদি রীতি। নবীর আমলে খৎনা আছিলো না, যারা নও মুসলিম হইছিল কেউ খৎনা করছে এমন কিছু নাই। খৎনা করার কথা কোরানেও নাই।

৭। আরেকজন ধর্ম প্রাণ কইতাছে, এগুলা সব ষড়যন্ত্র। মুসলিমরা যাতে খৎনা না করে, মুসলমান যাতে হইতে না পারে, তাই ভয় ঢুকানোর জইন্যে এই ষড়যন্ত্র, কোনো এক চক্র করবার লাগছে। মানুষ মাইরা ভয় দেখাইতাছে।

৮। কিছু ভিন্ন ধর্মের লোক অবশ্যি খৎনার উপকারিতার কথা কইছে, তারা খৎনা কইরা ফ্যালাইছে যাতে ইনফেকশন না হয়।

আপনি কোন পক্ষে? কোন মতামত শক্তিশালী মনে হয়।

পোস্ট লিখতে লিখতে এই গানখান শুনছিলাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.