নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটা কোম্পানির কাছে এক লাখ টাকা পাইতাম। তারা সে টাকা মাইরা দিছে, বলতাছে কোম্পানি দেউলিয়া, ট্যাকা নাই, দিবার পারব না। পরে ট্যাকা পাইব এমন আরেকজনের কাছ থেইকা শুনলাম, সে না-কি ২০ লাখ ট্যাকা পাওনা ঐ কোম্পানির এক চেয়ারম্যানের কাছে। জিগাইলাম, ক্যামনে নিবেন ট্যাকা?
জবাব দিলো, সেটিং দিছে, তুইলা আইনা মাইর ধোর দিয়া ট্যাকা আদায় হবে।
আমি ভাবলাম, ২০ লাখ ট্যাকা যেহেতু তাইলে ঠিকাছে। আমার এক লাখের লাইগা, মারামারি ভালো দেখাইব না।
একই রকম এক ঘটনা ঘটছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে। এক ছাত্র নেতার আত্মীয়ের কাছ থেকে ৩৫ লাখ টাকা ধার নিছিলো আবদুল জলিল নামে এক লোক অথবা ঐ আত্মীয় আবদুল জলিলের কাছে কোনোভাবে পাওনা আছিলো ঐ ট্যাকা। ট্যাকা টাইম মত না দেয়াতে, ঐ ছাত্র নেতা হলে আটকাইয়া তিন দিন ধইরা মাইর ধোর করছে।
থানায় কেস হওনের পর, পুলিশ ঐ ছাত্র নেতাগো ধইরা নিয়া গেছে।
অপরাধ করছে, শাস্তি পাইব। তয় আমার কথা হইলো, আবদুল জলিল ট্যাকা না দিয়াও তো অপরাধ করছে। তার কী ব্যবস্থা?
©somewhere in net ltd.