নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবী এখন ক্রমে হতেছে নিঝুম

নিবারণ

আমি পরিচয়ে পরিচিত, পরিচয়হীনতায় অপরিচিত

নিবারণ › বিস্তারিত পোস্টঃ

নাটক সিনেমার চিত্রনাট্যকার ও গল্পকারকে কেনো গুরুত্ব দেয়া হয় না?

০২ রা মার্চ, ২০২৪ রাত ২:২০

আমার পরিচিত অনেক জন নাটকের স্ক্রিপ্ট লেখে কিংবা তাদের গল্প থেকে নাটক বানানো হয়।

তাদের বেশিরভাগকেই দেখলাম আফসোস করতে তাদের প্রোপার ক্রেডিট দেয়া হয় না, পোস্টারে তাদের নাম থাকে না।

নাটক বা সিনেমার মূল প্রাণ হচ্ছে তার গল্প, সংলাপ ও স্ক্রিপ্ট। তাহলে লেখকের ক্রেডিট দিতে অসুবিধা কোথায়?

অভিনেতা অভিনেত্রিদের শুনি পরিচালকের স্তুতি করতে কিন্তু ভালো কাজের জন্য যে ভালো গল্প লিখেছে তাদের ব্যাপারে বলতে শুনিনা।

এমনকি অনেককে শুনেছি যথাযথ সম্মানী সময়মত পাচ্ছে না বা ঘুরাচ্ছে।

এসব কি ভালো গল্পকারদের এই সেক্টরে যাওয়ার ক্ষেত্রে অন্তরায় হবে না? বউ শ্বাশুরি, জামাই শ্বশুর টাইপ নাটকের ভীরে ভালো কাজ পেতে হলে ভালো লেখকদের ভালো সম্মান করা উচিত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.