নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিভৃতা। ভালোবাসি পড়তে। একটু আধটু লেখালেখির অপচেষ্টা চলে মাঝেমাঝে।

নিভৃতা

সামুতে আট বছর আগে কোনভাবে যুক্ত হলেও আমার ব্লগিং জীবন আসলে শুরু জানুয়ারি, ২০২০ থেকে।

নিভৃতা › বিস্তারিত পোস্টঃ

কবিতা: ইট ভাঙানী ছেলে

৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৪






আমি ইট ভাঙানী ছেলে,
থাকি ফুটপাথে আর রেলে।
দিন চলে ইট ভেঙে,
ইটের রঙে রেঙে।

নাই যে রঙিন জামা
তবু আমি রঙিন,
ইটের বাদ্য বাজাই
ঠুক ঠুক ধিন ধিন।

কষ্ট আমায় গ্রাস করে না।
ব্যথায় আমার ব্যথা লাগে না।
নাই তো কোন স্বপন।
তবু হাসি ভরা দু'নয়ন।

আমার নাই যে কোন সাধ।
অল্পতেই পাই স্বর্গের আস্বাদ।

আমি পাতার বাঁশি বাজাই।
আমি গাছের শাখায় দোল খাই।
ভেলার রাইডে চড়ি।
ভেলাই আমার জলতরী।
আমার বৃষ্টিতেই ঝমঝম।
লাগে না ফ্যান্টাসি কিংডম।

আমি নেচে গেয়ে বেড়াই।
যেথা খুশি সেথা যাই।
আমার চেয়ে সুখি
কেউ আছে কি ভাই?

(কবিতা লিখতে জানি না। তবু লিখেছিলাম একটা কোনমতে এই ইট ভাঙানী ছেলেটাকে দেখে। রচনাকাল: ০৭-০২-২০১৯। ছবি: আমার তোলা)

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বিস্ময়াবহ আপনিতো বিস্ময়ে ভরা।

সুন্দর ছড়া হয়েছে।

৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৬

নিভৃতা বলেছেন: কী যে বলেন! এটা ছড়া বা কবিতা কিছুই হয়নি। শুধু অনুভূতির সামান্য প্রকাশ হয়েছে।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

২| ৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: যে ছেলের স্কুলে পড়ার কথা সে ইট ভাঙছে।
অথচ দেশ উন্নয়নের মহাসড়কে। কি ভাবে কি??

৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৮

নিভৃতা বলেছেন: এরই নাম উন্নয়ন। শুধু চেয়ে চেয়ে দেখি। কিছুই করতে পারি না।

আপনার কাছে কিছু জানতে চেয়েছিলাম আগের পোস্টে। কিছু বললেন না তো।

৩| ৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৫

এম ডি মুসা বলেছেন: সুন্দর হয়েছে কবিতা

৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৯

নিভৃতা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৭

নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক লেখনী ।

৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৯

নিভৃতা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৫| ৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫১

(লাইলাবানু) বলেছেন: বাস্তব তুলে ধরেছেন।

৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩০

নিভৃতা বলেছেন: মন্তব্যেের জন্য ধন্যবাদ। শুভ কামনা রইল।

৬| ৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০১

আহমেদ জী এস বলেছেন: নিভৃতা,




কবিতা তেমন খারাপ হয়নি। সাহিত্য শুধু গল্প-কবিতাই নয়, সাহিত্য একটা জীবনবোধও বটে। তেমনিই জীবনের কিছু সত্য রঙে রাঙানো কবিতা।

ইটভাঙানী ছেলেটাকে দেখে যে মানবিক স্পন্দন আপনার মাঝে স্পন্দিত হয়েছে তেমনি স্পন্দন নিয়ে আমার এ লেখাটি হয়তো আপনার কবিতার সম্পুরক হতে পারে ---- জীবন যেখানে যেমন................ ১

৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

নিভৃতা বলেছেন: আপনার পোস্টটি দেখলাম বাকরুদ্ধ হয়ে। এদের জন্য কিছুই করতে পারি না। মন বড় কাঁদে। দোয়া করবেন সামান্য হলেও যেন কিছু একটা করে যেতে পারি এইসব অসহায় মানুষগুলোর জন্য।

৭| ৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


আপনি ছড়া লিখেছেন, যারা এই বাচ্ছাকে স্কুলে রাখার কথা, ওরা নিজের বাচ্চাকে স্কুলে দি্যে অফিসে আড্ডা মারছে।

৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

নিভৃতা বলেছেন: ইচ্ছে আছে, সামর্থ্য নাই ভাই। তবু চেষ্টা করি মাঝেমধ্যে কিছু একটা করার। এই রকম অন্তত একটা বাচ্চাকে পড়াচ্ছি ক্লাস সিক্স থেকে। এখন সে অনার্স পড়ছে।
দোয়া করবেন আল্লাহ যেন তৌফিক দেন এদের জন্য সামান্য হলেও কিছু একটা করে যাওয়ার।

৮| ৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৪

ব্লগার_প্রান্ত বলেছেন: ছেলেটার হাসিটা খুব সুন্দর..।
ওর ভবিষ্যতটা ভালো হোক।

৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

নিভৃতা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো হোক ওর ভবিষ্যত।

৯| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:০২

নিভৃতা বলেছেন: অনেক ধন্যবাদ আপুমনি।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এরই নাম উন্নয়ন। শুধু চেয়ে চেয়ে দেখি। কিছুই করতে পারি না।
আপনার কাছে কিছু জানতে চেয়েছিলাম আগের পোস্টে। কিছু বললেন না তো।

উন্নয়ন !!
আসলে খালি কলস বাজে বেশি।
আজ মানুষ রাস্তায় ঘুমায়। বেকার এর অভাব নেই।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৩

নিভৃতা বলেছেন: এখনও উত্তর পাই নাই।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৯

রুমী ইয়াসমীন বলেছেন: অনেক সুন্দর কবিতা।
কবিতার মাঝে এইভাবে সবার বাস্তব জীবনকথা কর্মের কথা উঠে আসুক ভেসে উঠুক। ইট ভাঙ্গানি ছেলেটার জীবন হাসি খুশি ও সুন্দর কাটুক এই শুভকামনা রইলো আর কবি আপুর জন্যেও অনেক শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৪

নিভৃতা বলেছেন: আপনার জন্যও অনেক অনেক শুভকামনা।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.