নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিভৃতা। ভালোবাসি পড়তে। একটু আধটু লেখালেখির অপচেষ্টা চলে মাঝেমাঝে।

নিভৃতা

সামুতে আট বছর আগে কোনভাবে যুক্ত হলেও আমার ব্লগিং জীবন আসলে শুরু জানুয়ারি, ২০২০ থেকে।

নিভৃতা › বিস্তারিত পোস্টঃ

আমার তোলা কিছু অছবি

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৮



ফটোগ্রাফির অ আ ক খ কিছুই জানি না। তবু ছবি তুলতে মন চায় মাঝে মাঝে। মন যা চায় তা করতে বাঁধা না থাকলে, করতে দোষ কী! তাই আমিও ছবি তুলি। ভাঙা মোবাইলখানা দিয়েই তুলি। তারপর নিজের তোলা ছবিগুলো মুগ্ধ হয়ে দেখি। বাহ! বেশ হয়েছে তো! নিজেই নিজেকে বাহবা দেই। হা হা হা। পাগল আর কাকে বলে? যাই হোক। সবাই ছবি ব্লগে ছবি পোস্ট করছে। আমি কী দোষ করলাম। আমিও দেবো। হোক না পাগলামী। হোক না যা তা ছবি। তবু আমার তোলা কিছু অছবিও থাক এই ব্লগে।

১• প্রথম ছবিটা টমেটো ফুল।

২• গোলাপের পাপড়িতে এক ফোঁটা বৃষ্টির জল।



৩• নীল আকাশে সাদা মেঘের ভেলা।


৪• আমার ছোট্ট বাগানে প্রথম ফুটেছিল এই বাসন্তী গোলাপ।



৫• প্রিয় শিউল


৬• ছেলেদের নিয়ে সাপের খেলা দেখছিলাম একদিন। সেদিন সাপটা শীতল চোখে এভাবেই তাকিয়েছিল ক্যামেরার দিকে।

৭• সে তো নয় শরৎরাণী কাশফুল,
অথবা বসন্তের মন মাতানো শিমুল,
মাতাল করা সুবাস ভরা রজনিগন্ধা ফুল,
নয় সে মোহিনী শিউলি কিংবা বকুল।
তারে নিয়ে কেউ
গাঁথে না মালা হয়ে ব্যাকুল।
কত না অনাদরে ছিঁড়ে ফেলা সে ফুল।
কত না পায়ে দলিত মথিত সে ফুল।
তবু কত সুখেতে বাতাসে দোলে দুল,
বড় অবহেলে সে যে ঘাসফুল।


৮• ঝুমকো জবার কলি।


৯• মরিচ ফুল

১০• বৃষ্টিভেজা দোলনচাঁপা

১১• ছন্দে ছন্দে দুলি আনন্দেে, আমি বনফুল গো।

১২• বৃষ্টিভেজা অর্কিড

১৩• বাদল দিনের প্রথম কদম ফুল

১৪• এই ফুলটা দিয়ে ছোটবেলা রান্নাবাটি খেলার সময় ডাল রান্না করতাম।

১৫• বিল্লু মহারাজ

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কলম ছেড়ে ক্যামেরা !!
তবে উভয় মাধ্যমেই আপনি
প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
ভয়ানক সাপটির প্রতি আপনার
ক্যামেরা তাক করতে ভয় হয়নি।
আমিতো ছবি দেখই ভয় পাচ্ছি!!
আপনার চোখ কি ওর মতই শীতল !!

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৭

নিভৃতা বলেছেন: হা হা হা। আমি একটু সাহসী মহিলা। এই যেমন, তেলাপোকা দেখলে ভয়ে অজ্ঞান হই না। মাকড়সা দেখলে লাফাই না। এমন কি বিছেকেও ঝাড়ুপিঠা করি। তবে সাপ ভয় পাই না, এটা বললে বেশি বলা হবে। ভীষণ ভয় পাই সাপ। ছবিটাও তুলেছি ভয়ে ভয়ে। তবে ওটার বিষদাঁত ছিল না। তাই সাহস করে ভয়কে জয় করে ফেললাম।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অছবি হতে যাবে কেনো
মাশাআল্লাহ অনেক সুন্দর তুলেছেন আপি
ভালো লাগায় ভরপুর

আপনি অল রাউন্ডার
ভালোবাসা রইলো অযস্র

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৮

নিভৃতা বলেছেন: অলরাউন্ডার তো দূরের কথা। আমি কোন রাউন্ডারই না।
প্রশংসার জন্য অনেক ধন্যবাদ আপুমনি। ভালোবাসা অফুরান।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: ছবি গুলো খুব সুন্দর হয়েছে।
সাপের ছবিটা দেখে ভয় পেয়েছি। এই সাপে বিষ আছে?

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫০

নিভৃতা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
ওরে বাবা! বিষ থাকলে কি আর এত কাছে গিয়ে ছবি তুলি!

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৩

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন । ভালো লাগলো ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০১

নিভৃতা বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৩

জগতারন বলেছেন:
৭ নম্বরের ছুবিটি খুউব সুন্দর আর কবিতাটাও খুউব আবেগময়।
প্রিয় কবির প্রতি অভিন্দন জানাইতেছি।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৩

নিভৃতা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৩

আহমেদ জী এস বলেছেন: নিভৃতা,




নীল আকাশে সাদা মেঘেদের ভেলার মতোই মুগ্ধতা ছড়ানো ছবি পোস্ট। বৃষ্টিভেজা দোলনচাঁপার মতোই স্নিগ্ধ।

আপনার কবিতাটিতে আনাদরে-অবহেলায় পড়ে থাকা "ঘাসফুল" এর কথাটি দেখে আমার নিজের লেখা "ঘাসফুল" নামের সচিত্র পোস্টটির কথা মনে পড়লো - [link|https://www.somewhereinblog.net/blog/GSA1953happy/30217976|ঘাসফুল [ সচিত্র লেখা ব্লগ ]]

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৬

আহমেদ জী এস বলেছেন: নিভৃতা,




ঠিকমতো হয়নি বলে আগের লিংকটি আবার দিলুম -

[link|https://www.somewhereinblog.net/blog/GSA1953happy/30217976|ঘাসফুল [ সচিত্র লেখা ব্লগ ]]

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৯

নিভৃতা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার এক একটা কমেন্ট দারুণ অনুপ্রেরণা।
আপনার পোস্টটি পড়লাম এবং ভীষণভাবে আশ্চর্য হলাম। আমি কবিতায় যে অনুভূতিটা ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারিনি, কী আশ্চর্যভাবে আপনি আপনার লেখায় তা তুলে ধরেছেন। অসাধারণ আপনার লেখার হাত। এক রাশ মুগ্ধতা!

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আকাশের ছবি খুব সুন্দর হয়েছে। আপনি তো ওলরাউণ্ডার!

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:০৩

নিভৃতা বলেছেন: না, ভাই, আমি আসলে কিছুই না।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শুভ কামনা রইল।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন:

চমৎকার ছবি ব্লগ।

পোস্টে দ্বিতীয় লাইক।

শুভেচ্ছা নিয়েন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৯

নিভৃতা বলেছেন: অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৩

মিরোরডডল বলেছেন: ছবি ব্লগ ভালো লাগে । সবগুলো ছবিই সুন্দর কিন্তু শিউলি ফুল আমার ভীষণ প্রিয় ।
সাহসের প্রশংসা করতেই হয় । সাপের ছবি তোলা !!!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৮

নিভৃতা বলেছেন: শিউলি আমারও ভীষণ প্রিয়। তাই তো পুরো একটা গাছই বাসায় লাগিয়েছি। প্রতি শরতে শিউলিতে ছেয়ে যায় গাছতলা।

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৭

ভ্রমরের ডানা বলেছেন: অত্যন্ত ভাল লাগার কিছু ফুল সেই সাথে চমৎকার ফটোগ্রাফি!

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৯

নিভৃতা বলেছেন: অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন। শুভ কামনা রইল।

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫৭

মিরোরডডল বলেছেন: you know what? you are the luckiest person ever.
আপনার বাসায় শিউলি গাছ আছে আর প্রতি শরতে আপনি সেটা উপভোগ করছেন ।
অসাধারণ !!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২০

নিভৃতা বলেছেন: সত্যিই তাই। শরত যেন শিউলি ছাড়া পূর্ণতা পায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.