নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি গাছ আল্লাহর রহমতে হতে পারে আপনার জীবনের রক্ষাকবচ

নাঈম রেজা

বৃক্ষ আমার ভালবাসা, আমি বৃক্ষকে ভালবাসি, একটি বৃক্ষ আমার কাছে আমার প্রাণ, হাজার হাজার গাছ লাগাতে চাই, দিনে একটি গাছ লাগালে মাসে 30 টি, এক বছরে 365 টি, সারা জীবনে কত গাছ লাগানো সম্ভাব! পরিবেশ বাচানোর জন্য এই গাছ ই যতেষ্ঠ্য।

নাঈম রেজা › বিস্তারিত পোস্টঃ

মানুষ মানুষকে কতটা ভালবাসলে জীবনের মায়া ত্যাগ করতে পারে। শেখ শাহাজাহান আলী

০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৯

মানুষ মানুষকে কতটা ভালবাসলে জীবনের মায়া ত্যাগ করতে পারে। শেখ শাহাজাহান আলী কাছে তার চাক্ষুষ প্রমান। যশোর শহরের অনেক লোক দেখেছেন তিনি সারা শহর রিক্সা চালান আর তার মুখে থাকে তার স্ব রচিত গান । যা তিনি শেখ মুজিবেুর রহমানকে নিয়ে লিখেছেন। 45 বছর ধরে রিক্সা চালাচ্ছেন ভাগ্যের কি করুণ দূর্দশা ভাগ্য পরিবর্তন হয়নি। অসহায় অবস্থা এখন আর রিক্সা চারানোর শক্তি নেই। কিন্তু বুক ভরা ভালবাসা আর মনপুরা আশা নিয়ে এখনও বেচে আছে এই ভালবাসার মানুষটি। ব্যাক্তি হিসাবে কি তার জীবনের শেষ ইচ্ছা পূরণ হবে না।তার মুখে বলা কিছু দুঃখের কথা শুনলাম

আজ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলব। আমি শেখ শাহাজাহান আলী, পিতা- মৃত শেখ ইনছার উদ্দিন, গোপালগঞ্জ জেলার কাটিদাঁড়ি গ্রামে, জন্ম গ্রহণ করি, বর্তমানে যশোর জেলার রেলগেট এলাকায় বসবাস করছি। আমি ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্ব-রচিত গান গেয়েছি। যা তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে সোনানোর জন্য কয়েক বার ঢাকা গিয়েছি। কিন্তু চোখের জলে ভেসেছে বুক! পাইনি গন্তব্যস্থল। অনেক লোকে আমাকে আশার আলো †দখিয়েছে তারা আমাকে প্রধান মন্ত্রীর সাথে সাক্ষাৎ করিয়ে দিবে। কিন্তু তার বাস্তবতা আজও মেলেনি। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বঙ্গবন্ধুর ভালবাসা হৃদয়ে পুষে যাচ্ছি। ভালবাসা কখনও প্রতারনা করে না। তাই আশা করি সমাজে এমন লোক আছে যিনি আমাকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাবে। আর আমার জীবনের শেষ ইচ্ছা স্ব-রচিত গান প্রধানমন্ত্রীকে শোনার সুযোগ করে দিবে, এই শেষ ইচ্ছা পূরণ করার জন্য আমি হৃদয়বান ভাই-বোনের সহযোগিতা চাই।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.