নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

************************************************************ ************

সকল প্রসংশা আল্লাহর জন্য।আমার চলমান মেইল এড্রেস ঃ [email protected] ,

মেঘলা আকাশ ও বিষন্ন মন

আমি ভালো আছি।

মেঘলা আকাশ ও বিষন্ন মন › বিস্তারিত পোস্টঃ

বেনসন সিগারেটের দাম ৭ টাকা, তাই এটাকে বিদায় দিয়ে গোল্ডলিফে ঢুকলাম। B-)B-)

১৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩৫

ডিজিটাল সরকারের সময়ে কোনো কিছুতেই শান্তি নাই। একের পর এক ট্যাক্স আরোপ করে সব জিনিসের দাম আকাশ ছোয়া পর্যায়ে নিয়ে গেছে। বাজেটে সিগারেটের উপরে সম্পুরক শুল্ক আরোপ করার পরে সব সিগারেটের দাম ৫০% থেকে ১০০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। দেশের অনান্য ধুমপায়ী নাগরিকের মতন আমিও একজন ধুমপায়ী। আমার সিলেক্টেড ব্রান্ড ছিলো বেসসন। আমি যখন প্রথম ধুম্পান করি তখন এটার দাম ছিলো ৩ টাকা। এর পরে ট্যাক্স বাড়ানোর পরে ৪ টাকা। এর পরে আবারো ট্যাক্স বাড়ানোর পরে ৬ টাকা হয়েছিলো। এই বছর বাড়ানোর ফলে দাম দাড়ালো ৭ টাকা। আমি মনে করি এটা এখন অনেক এক্সপেনসিভ। তাই এই ব্রান্ডের সাথে আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না।











এখন কস্ট মিনিমাইজেশনের জন্য আমাকে অন্য ব্রান্ডে সুইচ করতে হলো। এখন আমার নিউ ব্র্যান্ড হলো গোল্ডলিফ। এর খুচরা মূল্য ৪ টাকা।







প্রিয় ব্লগারেরা আপনাদের মধ্যে যারা ধুমপায়ী আছেন-আপনাদের নিজের ব্র্যান্ড কোনটা? আপনারা নতুন কোনো ব্র্যান্ডে সুইচ করেছেন কি? আপনাদের কথাও শেয়ার করতে পারেন এই পোষ্টে।

মন্তব্য ১১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১১৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪১

মদন বলেছেন: এবাবে প্রকাশ্যে ধুমপানের কথা বলা, আলোচনা করা ইত্যাদি মনে হয় না রুচীসম্মত বিষয়।
আপনার গুরুজন,সন্তান,অসুস্থ ব্যক্তি হতে দূরে ধুমপান করুন।
সম্ভব হলে ধুমপান বাদ দিন। আগামি প্রজন্মকে সুস্থ ভাবে গড়ে তুলুন।

১৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪৪

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর উপদেশের জন্য।

আমার দূর সম্পর্কের চাচাতো ভাই খুব ভালো মানুষ ছিলেন, সিগারেট বিন্দু মাত্র ছুয়ে দেখেননি। কিন্তু তিনি হার্ট এটাকে মারা গেছেন। আর তার পিতা চেইন স্মোকার- কিন্তু দিব্যি সুস্থ আছেন। এই রকম হাজারো এক্সাম্পল দিতে পারবো।

২| ১৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪২

চশমখোর বলেছেন: এখনও বেনসনের সাথে আছি।

আমি এখনও ৬.৫০ পয়সা করে খাই।

একটু আগেও কিনে আনলাম।

১৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪৬

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: ৬.৫ টাকায় খুচরা কি এখন বিক্রি করে?

যাই হোক। এটা এখন অনেক এক্সপেনসিভ মনে হচ্ছে।

আপনি ডেইলি কয়টা খান? পেকেট বা কার্টন কিনলে অবশ্য একটু কম পড়ে।

৩| ১৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪৫

ভুলো মন বলেছেন: মদন বলেছেন: এবাবে প্রকাশ্যে ধুমপানের কথা বলা, আলোচনা করা ইত্যাদি মনে হয় না রুচীসম্মত বিষয়।
আপনার গুরুজন,সন্তান,অসুস্থ ব্যক্তি হতে দূরে ধুমপান করুন।
সম্ভব হলে ধুমপান বাদ দিন। আগামি প্রজন্মকে সুস্থ ভাবে গড়ে তুলুন।

১৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪৭

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: আগে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে তুলুন-কঠোর ভাবে। তাইলে আমি সিগারেট খাওয়া ছেড়ে দিবো।

সিগারেট খাইলে মরতে অনেক টাইম লাগবো। কিন্তু সড়ক দুর্ঘটনা হইলে ১ সেকেন্ড ও লাগবো না।

৪| ১৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪৯

আহমেদ আরিফ বলেছেন: বেনসন থেকে গোল্ড লিফে এত খুশি গোল্ড লিফ থেকে আবুল বিড়িতে গিয়ে না জানি কত খুশি হন ;)







মালব্রো

১৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫৩

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: চিন্তা করছিলাম নেভী খাওয়া ধরমু। কিন্তু স্বাদ ভালো লাগে না।

৫| ১৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫৭

টাক্কা বলেছেন: সিগারেট খাইলে মরতে অনেক টাইম লাগবো। কিন্তু সড়ক দুর্ঘটনা হইলে ১ সেকেন্ড ও লাগবো না।

যেভাবে বললেন সিগারেটে মরতে অনেক টাইম লাগবে এবং ঐ টাইমটা আপনি রাজা বাদশার মত আরামে কাটাতে পারবেন? শেষ বয়সে ৭০টা রোগ ধরা পড়ার পর দেশ বিদেশে হাসপাতালে ছোটাছুটি, সাথে নিজের ছেলেমেয়েকে হাজারও কষ্ট দিয়ে যাওয়া, বছর খানেক চিকিৎসা চালানোর মত অর্থ ধ্বংস করা । বৃদ্ধ বয়সে শ্বাস কষ্টের ভয়াবহতা কি কখনো অনুভব করতে চাইলে যেকোন হাসপাতালে গিয়ে যারা কাশির চিকিৎসার জন্য এসেছে তাদের পাশে ৫ মিনিট বসলেই বুঝবেন কি কষ্ট।

এরচেয়ে সড়ক দুর্ঘটনায় মরা তো অনেক শান্তির তাই না?

১৯ শে জুন, ২০১১ রাত ৮:০১

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: আচ্ছা ঠিক আছে।

আপনি ধূমপায়ী দের থেকে নিরাপদ দুরত্ত্বে অবস্থান করুন।

ধন্যবাদ।

৬| ১৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫৭

আহমেদ আরিফ বলেছেন: শীত কালে নেভী খাইয়া মজা আছে।


ট্রাই স্টার ফিল্টার :)

১৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫৯

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: এটা আপনার জন্য।

৭| ১৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫৭

অমাবশ্যার চামচিকা বলেছেন: বাজারে এখন নকল বেনসনের ছড়াছড়ি। পুরো পেকেট কেনার আগে একটা অবশ্যই চেক করে দেখবেন। আমি এখন পেকেট হিসেবে কিনি। ১ পেকেট ১২৫ টাকা।

১৯ শে জুন, ২০১১ রাত ৮:০০

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: কোন জিনিসটা দেখলে আসল নকল বোঝা যায়?

৮| ১৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫৮

অচেনা রাজ্যের রাজা বলেছেন: মনে মনে চিন্তা করি বেন্সন খাইতে এবার লাগবে টেকার খনি!!

১৯ শে জুন, ২০১১ রাত ৮:০৬

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: টেকার খনি?

বুঝলাম না।

৯| ১৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫৮

চশমখোর বলেছেন: ভাই আমি সিগারেট খুচরা কিনি না কখনও। কিনলে একসাথে ৮/১০ টা।

১৯ শে জুন, ২০১১ রাত ৮:১০

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: আমি মাঝে মাঝে কিনি একসাথে ৮-১০ টা।

কারন বাসায় খেতে পারিনা। বাবা-মা ইচ্ছা মতন ডলা দিবে। আবার অফিসেও রাখতে পারি না, সারাক্ষন বস দের সাথে কাজে বিজি থাকি। সে জন্য অফিস আর বাসার মাঝা মাঝি সময়ে সিগারেটের সদ্বব্যহার করি। সে জন্য যেই টাইম পাই, একটা বা দুইটা কিনি।

তবে আড্ডায় বসলে অনেক গুলাই কিনি।

আপাতত আপনার জন্য এটা। খেয়ে দেখেন কেমন লাগে।



১০| ১৯ শে জুন, ২০১১ রাত ৮:০১

আমি শুভ্র বলেছেন: আসেন ভাই বুক মেলাই আমিও gold leaf এর ফ্যান। যদি সিগারেট ভালোবাসেন তাহলে নিচের পোস্টটা পড়ে দেখতে পারেন

Click This Link

১৯ শে জুন, ২০১১ রাত ৮:১৫

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: আমার পোষ্টে আসার জন্যেও আপনাকে এক পেকেট গোল্ডলিফ দিয়ে আপ্যায়ন করলাম।

১১| ১৯ শে জুন, ২০১১ রাত ৮:০১

আহমেদ আরিফ বলেছেন: সিগারেট বিরোধীরা :(( :(( :(( :(( :(( :((

১৯ শে জুন, ২০১১ রাত ৮:১৬

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: ধুমপান বিরোধীরা আমাদের বিরোধীতা করবেই। কিন্তু আমরা কি থেমে যাবো? আমাদের কি সুখটান দেয়ার অধিকার নেই?

:) :) :) :)

১২| ১৯ শে জুন, ২০১১ রাত ৮:০৪

@নয়াপাগল@ বলেছেন: আমাদের এলাকায় ১৩০ টাকা বক্স।
আচ্ছা ভাই, একটা কথা বলুন তো সিগারেট না থেলে চলেনা???

১৯ শে জুন, ২০১১ রাত ৮:১৯

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: কি করমু ভাই কন।

সিগারেট না খাইলে মেজাজটা কেমন জানি উসকো খুশকো মনে হয়ে। মনে হয় কি কাজ যেন বাদ আছে। কোনো কিছুতেই স্বাভাবিক মনযোগ দিতে পারি না। :( :(

১৩| ১৯ শে জুন, ২০১১ রাত ৮:০৫

আহমেদ আরিফ বলেছেন: চশমখোর বলেছেন: ভাই আমি সিগারেট খুচরা কিনি না কখনও। কিনলে একসাথে ৮/১০ টা।


চশমখোর আপনি কি বিড়ি চিনতাই করে খান ;)


@মেঘলা,সাদাটা B-)

১৯ শে জুন, ২০১১ রাত ৮:২০

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: যেইটা আপনার পছন্দ হয়।

পেকেট তো দিয়াই রাখছি। :) :)

১৪| ১৯ শে জুন, ২০১১ রাত ৮:১০

নীল-দর্পণ বলেছেন: প্রথমে মোর তার পরে কালা পাথ্থর সবশেষে বেনসন দিয়া ফিনিশিং দেওয়া খায়েশ আছে B-)

১৯ শে জুন, ২০১১ রাত ৮:২৪

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: পোষ্ট টা দেখলাম। আপনি তো ধুমপায়ী নন। ধুমপানের ইচ্ছা প্রকাশ করেছেন মাত্র।

যা হোক।

আপনার জন্য এইটা।

১৫| ১৯ শে জুন, ২০১১ রাত ৮:১২

চশমখোর বলেছেন: @আরিফ ভাই>>> ছিনতাই করমু কেন? টেকা দিয়া কিনা খাই।

১৬| ১৯ শে জুন, ২০১১ রাত ৮:১২

আর.হক বলেছেন: কী দরকার আছে। ছেড়ে দেন, ভাল থাকবেন আমার বিশ্বাস।

১৯ শে জুন, ২০১১ রাত ৮:২৫

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: ধন্যবাদ আপনার উপদেশের জন্য। চেষ্টা করবো।

১৭| ১৯ শে জুন, ২০১১ রাত ৮:১৪

একাকি রাতে বলেছেন: আমিও গোল্ডলিফ। আসেন বুকে বুক মিলাই

১৯ শে জুন, ২০১১ রাত ৮:২৬

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: ধন্যবাদ। এই নেন আপনার জন্য।

১৮| ১৯ শে জুন, ২০১১ রাত ৮:১৭

আহমেদ আরিফ বলেছেন: @চশমখোর মজা লইলাম ভাই ।মাইন্ডাইলে সরি :(( :(( :(( :((

১৯| ১৯ শে জুন, ২০১১ রাত ৮:১৭

খালি ব্যান খাই বলেছেন: আবুল বিড়ি খাই
চ্রম মজা
B-)) B-)) B-)) B:-/ :-P ;) ;) ;) ;)

১৯ শে জুন, ২০১১ রাত ৮:২৭

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: আকিজ বিড়ি ঢাকাতে পাওয়া যায়। কিন্তু আবুল বিড়ি দেখি নাই।

অঃটঃ বিড়ি খাইতে কেমন? টেষ্ট লইতে মনচায়।

২০| ১৯ শে জুন, ২০১১ রাত ৮:২১

খালি ব্যান খাই বলেছেন: পোস্ট দেইখ্যা নেশা ধইরা গেল

ধরাইলাম একখান ;)

২১| ১৯ শে জুন, ২০১১ রাত ৮:২৪

কালচার মিডিয়া বলেছেন: djarum black
1-2 pack lage protidin

১৯ শে জুন, ২০১১ রাত ৮:৩২

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: এই নেন আপনার জন্য এটা।

২২| ১৯ শে জুন, ২০১১ রাত ৮:২৪

আহমেদ আরিফ বলেছেন: লেখক,দরকার হলে গনাহারে ব্লক করেন।তবুও আমাদের বিড়ির পোষ্টে কোনরকম ষড়যন্ত্র মেনে নেওয়া হবেনা X( X( X( X(

২৩| ১৯ শে জুন, ২০১১ রাত ৮:২৪

চশমখোর বলেছেন: @আরিফ ভাই>>> ভাই আমি ডুন্ট মাইন্ড ফ্যামিলির ছাওয়াল। আমি মাইন্ড খাই না। :P :P :P

২৪| ১৯ শে জুন, ২০১১ রাত ৮:৩২

চতুষ্কোণ বলেছেন: ১০ টাকা হৈলেও এইটাই খাইতে হবে। উপায় নাই। :(

১৯ শে জুন, ২০১১ রাত ৮:৩৪

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: ১০ টাকা হইলেও খাইতে হবে?

এতো ঠেকায় পড়লেন কি কেমনে?

আপাতত এটা একটু টেষ্ট করে দেখেন।



২৫| ১৯ শে জুন, ২০১১ রাত ৮:৩২

আহমেদ আরিফ বলেছেন: চশমখোর লন একটা আকিজ বিড়ি :)


@খালি ব্যান খায়,হু শীতকালে গভীর রাইতে আকিজ অথবা আবুল বিড়ি খাওনের মজাই আলাদ B-) B-) B-) B-)

২৬| ১৯ শে জুন, ২০১১ রাত ৮:৩৮

আহমেদ আরিফ বলেছেন: লেখক বলেছেন: আকিজ বিড়ি ঢাকাতে পাওয়া যায়। কিন্তু আবুল বিড়ি দেখি নাই।

অঃটঃ বিড়ি খাইতে কেমন? টেষ্ট লইতে মনচায়



@মেঘলা,আমার যখন সিগারেটে তৃপ্তি পায়না। তখন একটা আবুল/আকিজ বিড়ি নিয়ে দেয় টান।একটা টানলেই সব শেষ।

আগে মাঝে মাঝে ২৯খেলতাম।২৯খেলতে বসলে বিড়ি খাইলে খেলা জমে ভাল B-) B-) B-)

১৯ শে জুন, ২০১১ রাত ৮:৪২

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: জটিল কইছেন।

হাসতে হাসতে শেষ। =p~ =p~ =p~ =p~

২৭| ১৯ শে জুন, ২০১১ রাত ৮:৩৯

আহমেদ আরিফ বলেছেন: @চতুষ্কোণ :(( :(( :(( :(( :(( :((

২৮| ১৯ শে জুন, ২০১১ রাত ৮:৪০

চশমখোর বলেছেন: আমি এখন বেনসন টানতেছি।

আপনার বিড়ি আপনে খান। :-P :-P :-P

১৯ শে জুন, ২০১১ রাত ৮:৪৪

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: :P :P :P :P

২৯| ১৯ শে জুন, ২০১১ রাত ৮:৪২

আহমেদ আরিফ বলেছেন: আমি সিগারেটকে আদর করে বিড়ি ডাকি B-))

খান বেনসন।মালব্রো একটা মিস কর্ল্রেন :-*

৩০| ১৯ শে জুন, ২০১১ রাত ৮:৪৫

চতুষ্কোণ বলেছেন: @লেখক ঐসব টেস্ট করতে ইচ্ছা হয় না।:(

@ আহমেদ আরিফ জর্দা দেয়া মিষ্টি পানের সাথে আকিজে টান দিয়েন। স্বর্গীয় সুখ B-)

১৯ শে জুন, ২০১১ রাত ৮:৫০

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: জর্দাদেয়া মিষ্টি পানের সাথে আকিজ টান দিলে আমি নিশ্চিত মাথা ঘুরাইয়া রোডের উপরে শুইয়া পড়বে। :) :) :)

৩১| ১৯ শে জুন, ২০১১ রাত ৮:৪৭

অমাবশ্যার চামচিকা বলেছেন: না টেনে তো ভাই বুঝতে পারবেন না। নকল বেনসনের ফ্ল্যাভারটাই বাজে।

১৯ শে জুন, ২০১১ রাত ৮:৫২

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: আমি তো প্রচুর বেনসন খেয়েছি। কিন্তু ফ্লেভারের স্বাদে ভিন্নতা পাইনি।

ইদানিং গোল্ডলিফে শিফট করেছি।

৩২| ১৯ শে জুন, ২০১১ রাত ৮:৫৩

কাকপাখি ২ বলেছেন: আপনার পোষ্ট স্ক্রল করে নামার সময় গোল্ডলিফের প্যাকেটের গায়ে বড় করে লেখা ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখাটা দেখে প্রথমে একটা ধাক্কা খাইলাম, এর পরে হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে। অনেকদিন পরে পিওর বিনোদন পাইলাম। এইরকম ঘোষনা দিয়ে ক্ষতিকর ব্র্যান্ডে সুইচ করার ব্যাপারটা খুবই আকর্ষনীয় লাগল। ভাল থাকবেন।

১৯ শে জুন, ২০১১ রাত ৯:০১

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: ধন্যবাদ কাকপাখী। :) :) :)

৩৩| ১৯ শে জুন, ২০১১ রাত ৮:৫৮

অমাবশ্যার চামচিকা বলেছেন: তবে বেনসনের দাম যতই বাড়ুক, বেনসনের সাথেই আছি। আর, হায়াত মউত সব উপরওয়ালার হাতে, কী কন ভাইজানরা! B-)
আপনি জানেন সিগারেট আপনার কি ক্ষতি করতে পারে? X(

১৯ শে জুন, ২০১১ রাত ৯:০৫

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: আপনারা হইলেন বেনসনের চিরস্থায়ী গ্রাহক। বেনসনের দাম ৫০ টাকা হইলেও আপনারা খাইবেন।

আমার নিউ ব্র্যান্ড যদি ৪ টাকা থেকে বেড়ে ৫ টাকা হয় তাহলে এই ব্র্যান্ড ও ত্যাগ করবো। X( X(

৩৪| ১৯ শে জুন, ২০১১ রাত ৮:৫৯

জাহুমুজামা বলেছেন: ভাইসব
আমি এখনও বেনসন নিয়ে আছি। তবে খাওয়ার পরিমান কমিয়ে দেওয়ার চেষ্টা করছি। গোল্ড লীফ খেতে পারিনা, বেশি কড়া।

১৯ শে জুন, ২০১১ রাত ৯:০৭

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: আমারো একটু একটু সমস্যা হচ্ছে। তবে গোল্ডলিফে মানিয়ে নিতে পারবো আশা করি।

৩৫| ১৯ শে জুন, ২০১১ রাত ৯:০৩

আহমেদ আরিফ বলেছেন: @চতুষ্কোণ,ভাই আহেন বুকে আহেন।আপনি যে বিড়ি খাওয়ার ভাল পার্টনার কুনু সন্দেহ নাই ।

B-) B-) B-) B-) B-)
ব্রিটিশ আমলে ট্রাই দিছি জর্দা দিয়া মিষ্টি পান + সাথে ঘন দুধ চা । B-) B-) B-) B-) B-)

৩৬| ১৯ শে জুন, ২০১১ রাত ৯:০৩

সরল মানুষ বলেছেন: পোষ্টে কামান দাগাইয়া মাইনাস X( X( X((

তয় ওসতাদ লাইনে আইচেন দেখে ভাল লাগলো,,,.. ;)

১৯ শে জুন, ২০১১ রাত ৯:০৯

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: আরে আরে এ আমি কাকে দেখছি? কি খবর?

তারাতারি লন ঃ

৩৭| ১৯ শে জুন, ২০১১ রাত ৯:০৯

আহমেদ আরিফ বলেছেন: সরল কি ভালো হয়ে গেছো =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩৮| ১৯ শে জুন, ২০১১ রাত ৯:১৮

সবখানে সবাই আছে বলেছেন: গোল্ড লীফ খাওয়া শুরু করসিলাম অনেক আগে তখন তার দাম ছিল ২ টাকা।
আচ্ছা গোল্ড লীফের দাম ৭ টাকা হলে কি খাবেন?

১৯ শে জুন, ২০১১ রাত ৯:২০

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: গোল্ডলিফের দাম যতোদিন না ৭ টাকা হচ্ছে, ততো দিন পর্যন্ত যদি বেচে থাকি তবে ভেবে দেখবো- কোনটা খাওয়া যায়।

৩৯| ১৯ শে জুন, ২০১১ রাত ৯:২০

অনবদ্য অনিন্দ্য বলেছেন: সরকার যেই হারে সিগারেটের দাম বাড়াইতেছে তাতে তো মনে হয় সিগারেটকে বিরোধীদল বানিয়ে ফেলছে ,আর এর পিছে লাগছে !!!!!
আসেন বিরোধীদলকে বলি এর প্রতিবাদে আরেকটা হরতাল দিতে!!!!! =p~ =p~ =p~ =p~ =p~

১৯ শে জুন, ২০১১ রাত ৯:২০

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

৪০| ১৯ শে জুন, ২০১১ রাত ৯:৫০

ক্ষতিগ্রস্থ বলেছেন:

৪১| ১৯ শে জুন, ২০১১ রাত ৯:৫১

শাহেদ৬৯ বলেছেন: আমি সেই ৩ টাকার যুগ থেকেই গোল্ড লিফ ;) ;) ;) .. বেনসনো টানি কিন্তু লিফের যে একটা ধাক্কা B-) এইটা পাই না .. /:) /:) .. নতুন নেভির টেস্টও কিছুটা উন্নত হইছে . :D :D ... পালমালও বেশ স্মুথ লাগে /:) /:) ... তবে সব কিছুর উপরে আমার ভালোবাসা :!> :!> :#> :#> .. আমার লিফ :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#)

১৯ শে জুন, ২০১১ রাত ১১:১৫

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: :D :D :D :D :D

আপনাকে ধন্যবাদ।

৪২| ১৯ শে জুন, ২০১১ রাত ৯:৫৮

রিপেনডিল বলেছেন: ধূমপানের কিছু উপকারী দিক---- আমার বক্তব্য

১৯ শে জুন, ২০১১ রাত ১১:১৮

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: পোষ্ট টা দেখেছি।

ধন্যবাদ।

৪৩| ১৯ শে জুন, ২০১১ রাত ১০:৩৩

সরল মানুষ বলেছেন: @আরিফ ভাই পোষ্টে মাইনাস দিছি আমারে না কইয়া পোষ্ট দিছে,,,.../:)

কপাল ভালা গোল্ড লীফ ইর দাম উঠে নাই,,,... ডাইরেক আকিজ বিড়ি ধরুম

৪৪| ১৯ শে জুন, ২০১১ রাত ১০:৪১

আমরা সোচ্চার বলেছেন: একটা কাজ করলে হয়না ৭ টাকার সিগারেট না কিনে বিষ কিনে খান, তাতে অন্যের বা পরিবেশের কোন ক্ষতি হবে না।

৪৫| ১৯ শে জুন, ২০১১ রাত ১০:৪৯

আহমেদ আরিফ বলেছেন: আমরা সোচ্চার ,বিষে ভেজাল আছে সেটা কি জানেন?বিড়ির বিষে কোনো ভেজাল নাই :)

৪৬| ১৯ শে জুন, ২০১১ রাত ১১:০০

অচেনা রাজ্যের রাজা বলেছেন: আরে ভাই যেমতে দাম বাড়তাসে টেকার খনি না থাকলে বেন্সন খাওয়া অনেক কষ্টের হইয়া যাইব....

২০ শে জুন, ২০১১ রাত ১২:১০

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: হুম।

গোল্ডলিফে চলে আসেন। খরচ কমে যাবে।

৪৭| ১৯ শে জুন, ২০১১ রাত ১১:২৫

আয়রন ম্যান বলেছেন: এইটা তো ভাই সিগারেট কোম্পানীর বিজ্ঞাপন হয়ে গেলো।

আমি আগে ধুমপান করতাম। এখন ছেড়ে দিয়েছি। অবশ্য এর জন্য আমাকে আমার মনের সাথে অনেক যুদ্ধ করতে হয়েছে। এখন মনে হয় ছেড়ে দিয়ে ভালই করেছি।

আপনি কি জানেন প্রকাশ্যে ধুমপান শাস্তিযোগ্য অপরাধ!

চেষ্টা করুন ধুমপান ছেড়ে দিতে। ধুমপান ছাড়ার জন্য আপনার ইচ্ছাই যথেষ্ঠ।
ধন্যবাদ।

২০ শে জুন, ২০১১ রাত ১২:১৬

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: ছেড়ে দেয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।

৪৮| ১৯ শে জুন, ২০১১ রাত ১১:৩৪

সপ্তডিঙা বলেছেন:


২০ শে জুন, ২০১১ রাত ১২:১৯

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন:

৪৯| ২০ শে জুন, ২০১১ রাত ১২:১০

শোভন এক্স বলেছেন: ভাই আপনাকেতো সব সময় ইসলাম নিয়ে পোস্ট দিতে দেখি, প্রচুর ইসলামের কথা বলেন। কিন্তু ধূমপান না হারাম? এরকম একটা পোস্ট দেয়া কি ঠিক হলো?

২০ শে জুন, ২০১১ রাত ১২:১৪

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: ধুমপান হারাম নয়।

এটা মকরুহ। হালাল-হারামের সুস্পষ্ট বিধান ইসলামে আছে।

তবে আমি কাউকে ধুমপানে উৎসাহ দেয়ার পক্ষে নেই। এটা যদি কেউ স্বেচ্ছায় ছেড়ে দেয় তাহলে আমি ওয়েল কাম জানাবো।

ধন্যবাদ।

৫০| ২০ শে জুন, ২০১১ রাত ১২:২৯

শোভন এক্স বলেছেন: "ধুমপান হারাম নয়।" - এটা এই প্রথম শুনলাম। মদ্যপানের কি অবস্থা? ওটা হারাম না মকরুহ?

২০ শে জুন, ২০১১ রাত ১২:৪২

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: মদ্যপান অবশ্যই হারাম।

৫১| ২০ শে জুন, ২০১১ রাত ১২:৩১

মিজভী বাপ্পা বলেছেন: সিগারেট খাইয়া কিএমন শান্তি পান ভ্রাতা :||

৫২| ২০ শে জুন, ২০১১ রাত ১২:৪৬

ফারহান আহমেদ বলেছেন: ভাই কিছু মনে করবেন না ১ টা কথা বলি
সো* আর সিগারেট দুইটাই তো টানে। একটা রি --ইউস করা যায় আর একটা পুরা শেষ হয়ে যায় ।
যদি কোন ভাবে এটা ব্যাক্তিগত আক্রমন মনে করেন তাহলে দূঃখিত

লেখাটা মুছে ফেলতে পারেন

২০ শে জুন, ২০১১ রাত ১২:৫১

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: বুঝলামনা । কি বললেন?

মাইন্ড করবো না। পুরাপুরি খোলাসা করেই বলেন।

৫৩| ২০ শে জুন, ২০১১ রাত ১২:৫৪

দূর্ভাষী বলেছেন: গত ১৯ বছর ধরে বেনসন খাচ্ছি, প্রথমে চার টাকা ছিল, পরে তিন টাকা হইল, সেখান থেকে আবার চার, পাঁচ, ছয় এখন সাত টাকা (এক-দুইটা কিনলে, পুরা প্যাকেট ১২৫/১৩০), তাও খাচ্ছি প্রতিদিনি এক প্যাকেট, ১৫ টাকা হলে ও বোধ হয় খেতে হবে।

২০ শে জুন, ২০১১ রাত ১২:৫৯

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: ধুমপানের জন্য আমরা প্রচুর টাকা নষ্ট করি।

আমাদের আরো সংযমী হওয়া প্রয়োজন।

৫৪| ২০ শে জুন, ২০১১ রাত ১২:৫৭

রাকা ও আমি বলেছেন: বিড়ি খাইয়া জীবন নষ্ট করলাম। সব কিছু ছাউতে পাড়লাম কিন্তু গোল্ডলীপ পাড়লাম না।

৫৫| ২০ শে জুন, ২০১১ রাত ১:০৪

ফারহান আহমেদ বলেছেন: সোনা আর সিগারেট দুইটাই তো টানে।

২০ শে জুন, ২০১১ রাত ১:১০

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: সিগারেট তো মুখ দিয়েই টানে।

কিন্তু সোনা কি ভাবে টানে সেটা জানা নাই। আসলেই ভাবনার বিষয়।

৫৬| ২০ শে জুন, ২০১১ রাত ১:০৮

ফারহান আহমেদ বলেছেন: যদি এ ভাবে চিন্তা করেন তাইলে মনে হয় খাওয়া ছাড়তে পারবেন

২০ শে জুন, ২০১১ রাত ১:১১

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: দেখি চিন্তা করে। ;) ;)

৫৭| ২০ শে জুন, ২০১১ রাত ১:৪২

পাওয়ার ফ্যালকন বলেছেন: কিরে, এত ইমানী জোশ, আর বইসা বইসা সিগাড়েট বিড়ী, তাও আবার ইহুদি নাসারদের বানানো, এইগুলান নিয়া পুস্টাস, লজ্জা লাগে না ??? আবাল গেলমান !! এই না হইলে ইমানী বান্দা

৫৮| ২০ শে জুন, ২০১১ রাত ১:৪৬

মহান পংকজ বলেছেন: আর ভাই বিড়ির কথা কইয়েন না। সরকার তো এমনিতেই ফকির বানাইয়া দিসে এখন তারা ভাতে মারবো আবার বিড়িতে ও মারবো।
একটা বেনসন ৭ টাকা, একটা কিন্তে গিয়ে ১০ টাকার নোট দিলে ২ টাকা ফিরিয়ে দিয়ে বলে ১ টাকা নাই হয় চকলেট নেন নাইলে ফটেন। তাইলে দাম পড়লো ৮ টাকা, দিনে মিনিমাম ৪ টা লাগলে দাম পরে ৩০ টাকার উপরে। আবার গোল্ডলিফেও একই অবস্থা। ৪+১=৫ টাকাই। কোনভাবেই পোষায় না। তবু টাকার কথা ভেবে এখন গোল্ডলীফ ই খাই আর কেউ যদি দয়া দাখিন্য করে বেনসন খাওয়ায় তবে তারে দোয়া দেই :(( :((
তবে একটা ব্যাপার দেখি যে যারা লিফ খায় তাদের একটা বেনসনে কিছুই হবেনা। একদম হাল্কা লাগে। অনেক পদের বিড়িই খাইছি, বিশেষ করে আগে নিউমার্কেট বা ফার্মগেট গেলে নতুন একটা বিড়ি খাইতেই হবে। তবে সবচেয়ে সেরা ৫৫৫। এর মত আর স্বাদ এখন পাইনা। মার্লব্রো ফালতু লাগে, আর উপরে সবাইরে যেটা দিসেন মনে হয় ক্যাপ্টেন ব্ল্যাক, ওরে বাবা এটার হার্ড টা খেয়ে দম নেয়াই কষ্ট। তবে যারা আমার মত টাকার দুখে আছেন তারা একটা জিনিস টেরাই করতে পারেন সেটা হচ্ছে শেক বাবা। দাম কম এটার একটা ডিফিনেশন দিসি, এটার স্বাদ নাই, গন্ধ নাই, বর্ণ নাই শুধু খুধা নষ্ট করে। একসময় বিশেষ এক কারণে কয়দিন খাইছি। তবে এখন বেনসন আর গোল্ডলীফ এর মাইনকাচিপাতেই আছি।

২২ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩০

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: একসময় বিশেষ এক কারণে কয়দিন খাইছি। তবে এখন বেনসন আর গোল্ডলীফ এর মাইনকাচিপাতেই আছি।[/si

তার মানে আপনি বেনসন আর গোল্ডলিফ দুইটাই খান।

৫৯| ২০ শে জুন, ২০১১ রাত ১:৫৭

রিপেনডিল বলেছেন: কমদামী সিগারেটের দাম না বাড়িয়ে সরকার মনে হয় আরো বেশী ক্ষতি করল মানুষের। মানুষ এখন পরিশোধিত দামী সিগারেট থেকে কমদামী সিগারেটের দিকে ঝুকছে কেউ কেউ হয়ত বিড়িতেও চলে গেছে। তাতে ধুমপায়ী নিজের ক্ষতি আরো বেশী করে তো করছেই সেই সাথে আশে পাশের মানুষের আরো বেশী ক্ষতি করছে। আপনারা যদি সিগারেট একেবারেই ছাড়তে না পারেন, নিকোটিন না নিলে যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে নিকোটিন গাম, নিকোটিন প্যাচ বা ইলেক্ট্রনিক সিগারেট ব্যাবহার করেন। এগুলো শরীরের জন্য সিগারেটের তুলনায় হাজারগুন কম ক্ষতিকর। ইলেক্ট্রনিক সিগারেটে নিকোটিন সহ শুরু করে ক্রমান্বয়ে জিরো নিকোটিন স্মোক এ চলে আসতে পারেন। আর জিরো নিকোটিনে এই ধোয়া যত পারেন খান তখন সমস্যা নাই।

২২ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩২

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: আপনার সুন্দর উপদেশের জন্য ধন্যবাদ।

৬০| ২০ শে জুন, ২০১১ রাত ৩:০০

স্বাধীকার বলেছেন:
বিএনএইচ থেকে সুইচ করার চাইতে দাম বৃদ্ধির কারণে শতকরা অংকের মতো ব্যবহারটা কমিয়ে দিন। এতে খাওয়া কম হবে-এটা একটা লাভ শারীরিক ভাবে, আর টাকাতো আছেই। উপদেশ দেওয়া সহজ, আমি নিজে প্রতিদিন মাত্র ১ প্যাকেট কিনি ১২২ টাকা দিয়ে, এই বাজেটের আগে কিনতাম ১০৫ টাকা দিয়ে। বহু পীর, হুজুর, মাজারের পানি পড়া, তাবিজ ধারণ করিয়েও আমার পরিবেশ ও স্বাস্থ্য সচেতন বউ এই পথ থেকে সরাতে পারেনি। এখন হতাশ হয়ে স্ট্রে এগিয়ে দেয় আর বিলাপ করে অভিসম্পাত দেয় বিএটি কে। আমি বলি গীবত গাইলে গুনাহ হবে, অফিসে গিয়ে গালাগালি করো, আমার মতো বাসায় পরিবেশ দুষণ করিও না। =p~ =p~ =p~ =p~

২২ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩৩

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: =p~ =p~ =p~ =p~

৬১| ২০ শে জুন, ২০১১ সকাল ৯:২৪

তানভীরসজিব বলেছেন: ধুমপান...সুখপান.....টানে টানে সুখ.....ধুমপানে বিষপান
বলে কোন উজবুগ ?

এখনো বেনসনেই আছি ভাই, তবে বেশিদিন এফোর্ট করা যাবেনা । নাইলে সেলারির বিরাট অংশ সিগারেটে খাইব । :(( :((

২২ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩৩

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: তারাতারি গোল্ডলিফে চলে আসেন। :) :) :)

৬২| ২৪ শে জুন, ২০১১ ভোর ৪:৪২

িবিডেপম বলেছেন: আমি এখনও বেনসনেই আছি।দিনে ১.৫ প্যাকেট যায়।১৩০ টাকা প্যাকেট।খাই একমাত্র সিগেরেটই।তাই শালা সব সরকার দাম বাড়ায়।বাজেটের সিগেরেটের দাম বাড়াতেই আমি সরাসরি ক্ষতিগস্ত।যোথ পরিবার হওয়াতে অন্যগুলাতে সমস্যা নেই।শুরুর সময় বেনসনের দাম ছিল ২.৫ টাকা!

২৪ শে জুন, ২০১১ সকাল ৮:৪৭

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: ১.৫ প্যাকেট সিগারেট ডেইলি খান।

বস ! ধুমপান টা আরো একটু কমান। ৮ থেকে ১০ টায় নামিয়ে আনুন।

৬৩| ২৪ শে জুন, ২০১১ ভোর ৫:০০

টিনটিন` বলেছেন: আগে খেতাম (৪ মাস আগেও) ৩০-৪০ টা অর্থাৎ দেড় থেকে দুই প্যাকেট। এখন খাই ২-৩ টা। সো, এখনও বেনসনেই আছি। গড়ে ৩ টাকা বেড়ে গেল দৈনিক। তবে ফার্স্ট চয়েস মার্লবোরো।

২৪ শে জুন, ২০১১ সকাল ৮:৪৮

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: অনেক ধন্যবাদ।

৩০-৪০ টা থেকে কমিয়ে মাত্র ২-৩টা সত্যই প্রশংসার যোগ্য।

৬৪| ২৪ শে জুন, ২০১১ সকাল ৯:০৮

ইভা লুসি সেন বলেছেন: এমনিতেই টেনশনে থাকি
তার উপর বেনসনের মূল্য বৃদ্ধি
টেনশনে আরও বেশী টানতে হচ্ছে ।
গোর্ডলীফ টানতে পারি না ।
তাই বেনসনই ভরষা ।

২৪ শে জুন, ২০১১ সকাল ১০:৩৬

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: সিগারেট ছেড়ে দিলেই মনে হয় আরো ভালো হতো। :) :)

৬৫| ২৪ শে জুন, ২০১১ সকাল ১০:০৪

চিলেকোঠার_সেপাই বলেছেন: ক'বছর আগের কথা। কোরবানীর ঈদের সময় এক কসাই এক হাতে সিগারেট নিয়ে মাংস ধরে আরেক হাতে চাপাতি নিয়ে মাংস কাটছিল। কোরবানীর ভাগে অনান্যদের প্রায় সবাই ছিল হ%E

৬৬| ২৪ শে জুন, ২০১১ সকাল ১০:০৭

চিলেকোঠার_সেপাই বলেছেন: ক'বছর আগের কথা। কোরবানীর ঈদের সময় এক কসাই এক হাতে সিগারেট নিয়ে মাংস ধরে আরেক হাতে চাপাতি নিয়ে মাংস কাটছিল। কোরবানীর ভাগে অনান্যদের প্রায় সবাই ছিল হুজুর টাইপ লোক। অবাক হয়ে গেলাম তাই দেখে হুজুরগুলাও বাধা দেবার বদলে পকেট থেকে সিগারেটে বের করে সুখ টান মারা শুরু করছে।

এইসব অবশ্য অত্যন্ত স্বাভাবিক। আপনার মত ইমানী জোসে বলীয়ান আরো অনেকেরই দেখছি এরকম ফতোয়াও দিতে যে, নির্দিষ্ট পরিমান মদ খাওয়া হারাম না। কিংবা নেশা না হওয়া পর্যন্ত মদ খাওয়া যেতে পারে......


হা হা হা

আসলে সমাজে সব থেকে রেস্পেকটেবল হবার তরিকা এটাই। সমস্ত আকাম কুকাম করতে হবে। প্রচুর দুই নম্বারি টাকা কামায় একটা অংশ মসজিদ-মাদ্রাসায় নিয়মিত দান করতে হবে। আর মুখে খালি বলতে হবে সমাজটা নস্ট হয়ে গেল। সব ধর্মহীন হয়ে গেল।

৬৭| ২৪ শে জুন, ২০১১ সকাল ১০:১৬

মশিউর মামা বলেছেন: এইসব খাইয়া কুনু লাভ আছে ? খাইতে হবে গঞ্জিকা | দামে সস্তা , শারীরিক ক্ষতি অনেক কম |

২৪ শে জুন, ২০১১ সকাল ১০:৩৭

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: গাজা ? বলেন কি? এটা তো পুরাই মাদক :-* :-*

এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.