![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারা দিনের ব্যস্ততার পর বাড়ি ফিরছি...দূরের নিয়ন আলো আরো স্পষ্ট হতে থাকে।ফুটপাত ধরে হাঁটছি।এই পথ এত দীর্ঘ মনে হয়।সামনে পর আর যেন পথ নেই...পাওয়া না পাওয়া আর ব্যর্থতার গল্প ফুটে উঠছে....সামনে দীর্ঘ শূন্যতা...প্রতিদিন একই রকম নিজের ভেতর প্রতিদিন যুদ্ধ..প্রতিদিন ভালো থাকার অভিনয়। রাতের জানালায় হাস্নাহেনার সুবাস...এই সুগন্ধ এখন তীব্র যন্ত্রণা।চারিদিকে কেবল জীবিত থাকা মৃত শবদের সুবাস...।এই সময়টায় আমরা স্বপ্ন বুনছিলাম ঠিক এই সময়টাই....কথা ছিল একটা সময়ের যে সময় আমরা নিজের হাতে বানাব সেই সময় আজ আমাদের বন্দী করে ফেলেছে সুনিপুন জালে।অপমান আর অবহেলা একই সাথে লেখা হচ্ছে সময়ের গায়ে আর আমি হাঁটছি....ভালোবাসা নামে চারটা শব্দের ভেতর আমি হাঁটছি তো হাঁটছি.....এই পথের গন্তব্য কোন কালই আর আসেনা......
"অনুচ্চ সময়ের ঘোরে এক আশ্চর্য ভাস্বর নিয়মে শ্রান্ত দুপুরের মৌনতায়,
ক্লান্তিতে আর হতাশায় যেদিন একঝাঁক হরিয়াল উড়ে গেছে,
বলে গেছে তারা- নেই নেই নেই ...
স্থিততায়, কোথাও নেই আমি, তবু জেনো-
একটি ঝরাপাতায় আছি,
অশ্বত্থের রুখু গায়ে বনলতায়- জড়িয়ে আছি অযাচিত ব্যাপ্তিতে তোমার-
আমি তোমাতেই আছি।"
২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭
শারমিন নাহার নিপা বলেছেন: +++++
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২১
বেঈমান আমি. বলেছেন: