নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে তো বলতে পারেন মহামানবই। আমি তো অতি নগণ্য।।।।

অসংজ্ঞায়িত নিঝুম

বিষাদের বহমান করুন স্রোতধারায় গা ভাসাইয়া দেয়া ক্ষুদ্র মানব আমি।

অসংজ্ঞায়িত নিঝুম › বিস্তারিত পোস্টঃ

ভীষণভাবে তোমায় অনুভব করছি "বাবা"

১১ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৭

জানিনা দূর আকাশের কোন তারাটা হয়ে মিটিমিটি জ্বলছো। তবে জীবনের এ প্রান্তে এসে তোমার প্রয়োজনটা খুব বেশী অনুভব করছি। ভালোভাবে কিছু বুঝে ওঠার আগেই চলে গেলে তুমি না ফেরার দেশে। জানি আমার ছোট ছোট ভুলগুলো তোমাকে অনেক বেশী কস্ট দিয়েছে। জানিনা কখনো ক্ষমা করবে কিনা আর ক্ষমা চাইবার সুযোগটাও দিলেনা তার আগেই পাড়ি জমালে ওপাড়ে। হয়তো তুমি আজ থাকলে আমার জীবনকে দুটো স্বার্থপর, নিষ্ঠুর, অকৃতজ্ঞ অভিশাপ কখনোই স্পর্শ করতে পারতোনা। তুমি সত্যি আমার একজন ভালো বন্ধুও ছিলে। নিজের অজান্তে হয়তো তোমায় বড্ড বেশী কস্ট দিয়ে ফেলেছি। তবে কি জানো বাবা? তোমায় আমি অনেক বেশী ভালোবাসতাম কিন্ত কখনো তোমায় ছুয়ে বলা হয়নি "বাবা তোমায় ভীষণ ভালোবাসি"। সেই যে বৃহস্পতিবার যেদিন তুমি হাসপাতাল থেকে বাড়ী ফিরলে তোমার চোখের দিক সেদিন তাকাতে পারিনি কেন যেন সেেদিন খুব কান্না পেয়েছিল। তুমিতো জানো আমি কাদতে পারিনা তবুও বুক ফেটে কান্না আসছিলো। তারপর দাদা বড়মা আর মা তোমায় ধরে বাড়ীর মধ্যে আনলো তখন কেন যেন বারংবার তুমি আমার দিক তাকাচ্ছিলে আজও সে রহস্য খুজে পাইনি। তারপর বাড়ী এলে আমি সারাদিন বাইরে থাকলেও সেদিন ঘরের চারপাশেই ঘুরঘুর করছিলাম। সন্ধ্যা ঘনিয়ে এল সবাই তোমার শিউরে বসেছিল আমিও কতক্ষন পর পর তোমায় দেখছিলাম। আস্তে আস্তে রাত গভীর হলো। মা তোমার মাথার পাশে বসে রইলো। আমি সামনের ঘরে শুতে গেলাম। কিছুতেই ঘুম আসছিলোনা। তবে সেই কালরাত্রিতে একটা অদ্ভুত অনুভুতি হয়েছিল শুনবে? তবে শোন; আমি ওপাশের ঘরে শুইলেও কানদুটো যেন তোমার নিশ্বাস স্পর্শ করতে চাচ্ছিলো। তুমি যখন কোকাচ্ছিলে তখন আমি স্বস্তির নিশ্বাস ফেলতাম যখন তোমার কোকানি বন্ধ হয়ে যেত তখন অস্থির হয়ে যেতাম ভাবতাম ওপাশের ঘরে কি হচ্ছে কেন কোন শব্দ নাই চারদিক কেন এত থমথমে হয়ে গেছে, হঠাত টিনের চালের উপর শিশিরের টুপ টাপ শব্দে জ্ঞান ফিরে পেতাম। আমার জীবনের সবচেয়ে কস্টে কাটানো সেই বৃহস্পতিবার রাত। সারা রাত ঘুম হলোনা। বিছানায় এপাশ ওপাশ করে রাতটা কাটলো। সকাল হলো। সেদিন শুক্রবার। ঘুম থেকে উঠেই তোমার রুমের সামনে দাড়াতেই তুমি আমায় ডাক দিয়ে বললে তোমার পা টিপে দিতে। আমি তোমার পা টিপে দিচ্ছি ব্যাথা পাবে ভেবে জোরে পা টিপিনি তুমি বিরক্ত হয়ে বললে আমি নাকি পা টিপতে জানিনা। বাবা সেদিনই কিন্ত জীবনে প্রথমবার আদেশ করেছিলে। আর আমার ভাগ্যটা দেখ তুমি আমায় প্রথম কোন আদেশ করলে সেটাতেও তোমাকে সন্তষ্ট করতে পারিনি। খুব কান্না পাচ্ছে বাবা! জীবনে প্রথমবার তোমার সেবা করার সুযোগ পেয়েছিলাম আর সেটাই আমার জীবনে তোমায় দেয়া অন্তিম সেবা হলো। ভেবেছিলাম খুব তাড়াতাড়ি সেড়ে উঠবে আর আমার সব আবদারগুলো আগের মত পূরন করবে কিন্ত তা আর হলোনা। সময় বড়ই বেরহম হয়। এবার সময় হলো তোমার ওষুধ খাওয়ার। দাদা আসলো ওষুধ খাওয়াতে আর আমি গেলাম এ্যম্বুলেন্সে ফোন করতে কারন, তোমায় আবার হাসপাতাল নিয়ে যাবো। দাদা ওষুধ খাওয়ানোর জন্য তোমার মুখের কাছে প্রথমে জলের গ্লাসটা ধরলো এক চুমুকে খানিকটা পান করলে। শুনেছি সেটাই নাকি ছিলো তোমার জীবনের শেষ খাবার। জলপানের পরমুহুর্তেই নাকি পৃথিবীর সাথে সমস্ত মায়ার বাধন ছিন্ন করেছিলে। বাড়ীর সামনে আসতেই শুনি ঘর থেকে মায়ের চিৎকার দৌড়ে ঘরে এলাম যদিও দৌরানোর শক্তি ততক্ষনে হারিয়ে ফেলেছিলাম। তোমার মাথার কাছে এসেই দেখি তোমার অন্তিম ঘুমে মঘ্ন নিথর দেহটা। আমার চারপাশটা স্তব্ধ হয়ে গেলো বুকের মধ্যে বেজে উঠলো বিষাদের বিষময় বাশী। আহ! চোখ বেয়ে জল পরছে। জানো বাবা? তুমি যেদিন চলে গেলে সেদিন থেকেই আমার জীবনটা হয়ে উঠলো মাঝিবিহীন এক ভাঙ্গা তরী। এখন যে যার মত করে তাদের প্রয়োজনে ব্যবহার করে। বাবা তোমার কাছে আরও একটা নালিশ আছে সবকিছু ভুলে আমি একটা সুন্দরের হাতে হাত রেখেছিলাম শেষ পর্যন্ত সেও আমাকে ছেড়ে চলে গেছে। জীবনের সর্বস্য দিয়ে পাগলের মত ভালোবেসেছিলাম কিন্ত চলে গেল হয়তো ওর প্রয়োজন ফুরিয়ে গেছে। এখন আমি একা! বড্ড একা!!!পরাজয়ের গ্লানি আর তীব্র হতাশা আমাকে গ্রাস করেছে। বাবা তোমায় এখন বড্ড জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। বাবা আমি যখন এ জীবন যুদ্ধে ক্লান্ত হয়ে পরবো ঠিক তোমার কাছে চলে আসবো সেদিন তোমায় জড়িয়ে ধরে চিতকার করে কাদবো আর বলবো " বাবা সত্যিই তোমায় বড্ড বেশী ভালোবাসি"।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাবার জন্য শ্রদ্ধা -- আসলে বাবা মায়ের বিকল্প কেউ হতে পারে না --- আমি বাবাকে হারিয়ে হারে হারে টের পেয়েছি --

১৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৭

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: সত্যিই অমূল্য কিছু হারিয়ে ফেলেছি জীবন থেকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.