নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে তো বলতে পারেন মহামানবই। আমি তো অতি নগণ্য।।।।

অসংজ্ঞায়িত নিঝুম

বিষাদের বহমান করুন স্রোতধারায় গা ভাসাইয়া দেয়া ক্ষুদ্র মানব আমি।

অসংজ্ঞায়িত নিঝুম › বিস্তারিত পোস্টঃ

বর্ষবরণের শুভেচ্ছা জানালাম না....

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৯

আজ বছরের শেষ দিন। নতুন সকাল, নতুন সূর্য, নতুন একটা দিন সাথে নতুন একটা বছর ২০১৭ যার নাম। হয়তো অনেকেই আগামী ৪/৫ দিন আমার মত বার বার ভুল করে ২০১৬ লিখে ফেলবে। তবে আমার মত অনুর্বর স্মৃতিভ্রষ্ট মস্তিস্ক খুব কম মানুষেরই আছে। ইতিমধ্যে আমাদের মহল্লায় বর্ষবরণের সরাগম। কান ফাটিয়ে গান চালানো হয়েছে যাকে ডিজে বলেই বর্তমান সভ্যতা জানে। পুরো মহল্লা লাল-নীল বাতিতে ছেয়ে গেছে। ঐদিকে আবার আতশবাজী ফাটানো হচ্ছে। খানিক সামনে এগিয়ে দেখলাম ভুড়িভোজেরও আয়োজন হয়েছে। প্রথমে ভেবেছিলাম কাঙ্গালীভোজ হবে পরক্ষনেই সে ধারনা আমার পৌষের কুয়াসায় ঢাকা পড়ে গেল। ওখানে কাঙ্গালীভোজ নয় বিত্তবানদের আসর জমেছে। না! সমালোচনা করছিনা। সমালোচনা করার সাহস আমার নেই। শুধু তাদের সাথে আমার দুরত্বটা বোঝার চেষ্টা করছি। ও হ্যা ঐ দিকে মানে রেলওয়ে প্লাটফর্মে দেখলাম বেশ কয়েক দম্পতি তাদের সন্তানকে পরম মমতায় কোলের মধ্যে রেখে জড়োসড়ো হয়ে শুয়ে আছে। সামনেই এক বৃদ্ধা শীত নিবারনের জন্য আগুন জালানোর ব্যবস্থা করছে। পাশে শুয়ে থাকা ছোট বাচ্চাটি তড়িঘড়ি করে উঠে আসেপাশে কাগজ কুড়োতে নেমে পড়লো। তার মানে হ্যা বুঝতে পেরেছি বাচ্চাটির শীত লাগছে। কথায় আছে মন আছে ধন নাই হাহাহাহা!!!! আমি সে দলেরই ইচ্ছে থাকলেও ওদের হাতে একটা গরম কাপড় তুলে দিতে পারিনি। আমিও যে ওদের মতই সাধারন মানুষ। আর বছরের প্রত্যেকটা দিনই খুব সাধারণভাবেই কাটে তাই আর কাউকে নববর্ষের শুভেচ্ছা জানালাম না। ভালো থাকুন সবাই আগামী প্রত্যেকটা দিনই আপনার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ।।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.