নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে তো বলতে পারেন মহামানবই। আমি তো অতি নগণ্য।।।।

অসংজ্ঞায়িত নিঝুম

বিষাদের বহমান করুন স্রোতধারায় গা ভাসাইয়া দেয়া ক্ষুদ্র মানব আমি।

অসংজ্ঞায়িত নিঝুম › বিস্তারিত পোস্টঃ

আমি তাকে দেখিনি

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২১


আমি তাকে দেখিনি, কেমন তাহার বরন
আমি তাকে শুনিনি, কেমন তাহার বলন।
বছর দুয়েক আগের তুমি, এখনও কি তেমন?
নিস্পাপ তোমার হৃদয় করেছে আমায় হরণ।
জানিনা কখন তুমি সুধাবে তোমার বাণী।
হতাস নই, শুনবো একদিন এটুকুতো জানি।
পটল চেরা চোখদুটোতে পড়ো কি এখনো কাজল?
সত্যিই আমি তোমার জন্য প্রতিদিন হই পাগল।
সকাল বেলার পুবের রবি অালো ঝলমল
চোখের কোনে জমে থাকা শিশির বিন্দুর জল।
সংঙ্কা এখনো কাটেনি ঘোর
যদি কখনো করে দাও পর!
সত্যি বলছি বাচবোনা এবার
আমাকে করেছি শুধুই যে তোমার।
তোমার ঠোটের কোনের হাসি
হৃদমাঝারে বাজায় বাশী।
সুরের মুর্ছনায় জগৎ শশী
ছড়ায় তাহার কিরন।
তোমার জন্য রোজ বিকেলে ঘরের চালার রন্ধ্র থেকে
দিবাকর হুড়মুড়িয়ে লুটিয়ে পড়ে আমার ঘরে।
তোমার আশায় দিবস-রজনী
পাগল পাগল অনুভব করি
কবে তুমি আসবে ফিরে আমার ছোট্ট ঘরে।
পুবের কোনার ডালিম গাছে
রোজ সন্ধ্যায় জোনাক নামে।
সবই আছে আজি আমার, তবু হৃদয় হাহাকারে
আচ্ছা! সত্যি করে বলোতো
কবে আসবে আমার ঘরে!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে+

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৩

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: গভীরতা নেই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। ভবিষ্যতে ভালো করার চেষ্টা করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.