নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে তো বলতে পারেন মহামানবই। আমি তো অতি নগণ্য।।।।

অসংজ্ঞায়িত নিঝুম

বিষাদের বহমান করুন স্রোতধারায় গা ভাসাইয়া দেয়া ক্ষুদ্র মানব আমি।

অসংজ্ঞায়িত নিঝুম › বিস্তারিত পোস্টঃ

একটি ছন্দ কবিতা ♪♪

২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৪

কবিতাঃ ভালোবাসার সমাহার
♥♪♥♪♥♪♥♪♥♪♥♪♥

বেনুবন ছায়াতলে জোনাকীরা মুক্ত,
লঘু মেঘের ভাঁজে আজি চাঁদটাও সুপ্ত।
সুরভিত মায়া কানন, পবনেরই খেলা
পশ্চিমে ঝোপের ধারে ডাহুকেরই মেলা।

ভুতুরে পেঁচার দল শিকারেতে মত্ত,
উত্তাল ধরনী মম অাঁধারে অভিশপ্ত।
কেহবা জন্মিলো আবার কেহবা মরিলো,
ব্যথিত প্রেমিক হৃদয় ঢুকরাইয়া কাঁদিলো।

দখিনা বাতায়নে বেলীরাজের গন্ধ,
পাপাচারে লিপ্ত মানব, হইয়া দিবাঅন্ধ।
আফিমেরই ঘোরে সুধায় ধর্মেরো বানী,
কেবা শোনে কাহার কথা সবাই যেন স্বামী।

রাতভর নির্ঘুম নিশাচর চিত্ত,
দিবাকর জাগি উঠি প্রাতেঃ করে নৃত্য।
রাশভারি গগন আর ভেদকরা রোদ্দুর,
বসুমতী যেন আজ স্বর্গ সমুদ্দুর।

কামনা-বাসনা ছাড়ি চলো বলি সত্য,
নির্মল হৃদয় গঠন হোক মোদেরই ব্রত।
হানা-হানি রেষা-রেষি করি পরিহার,
সবে মিলে গড়ি চলো ভালোবাসার সমাহার!!♥

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'একটি ছন্দ কবিতা'- এ কথাটার অর্থ কী?

২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৯

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: আসলে ছন্দে ছন্দে কবিতা নির্মানের চেষ্টা করেছিলাম। তাই শিরোনামে সেটাই লিখলাম

২| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৯

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৩

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: ধন্যবাদ রাজীব দাদা♥♥♥ অাসলে আমি ততটা সুন্দর লিখতে পারিনা তবে চেষ্টা করি ব্যস্ততার ভীড়ে। যাহোক অনুপ্রাণিত হলাম। অনেক অনেক ভালোবাসা নেবেন ♥

৩| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব দাদা♥♥♥ অাসলে আমি ততটা সুন্দর লিখতে পারিনা তবে চেষ্টা করি ব্যস্ততার ভীড়ে। যাহোক অনুপ্রাণিত হলাম। অনেক অনেক ভালোবাসা নেবেন ♥

অবশ্যই লিখতে পারেন। চেষ্টা অব্যহত রাখতে হবে। হাল ছেড়ে দিবেন না।

২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৪

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: ধন্যবাদ দাদা♥

৪| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছন্দ বলতে আপনি যা বোঝাতে চেয়েছেন, সেটা ঠিক ছন্দ না, এর নাম অনুপ্রাস (অন্ত্যানুপ্রাস বা অন্ত্যমিল)। ছন্দ ছাড়া কবিতা হয় না, এমনকি গদ্যও ছন্দ ছাড়া হয় না। কথা বলা, হাঁটাচলা সবকিছুতেই ছন্দ আছে।

যাই হোক, ছন্দ সম্পর্কে জানতে চাইলে এটা পড়ে দেখুনঃ বাংলা কবিতার ছন্দ - প্রাথমিক ধারণা

২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৬

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: ধন্যবাদ....আমি জানি হাটাচলা, কথাবলা সবকিছুই ছন্দময়। তবে হয়তো ততটা জানিনা যতটা আপনি/আপনারা জানেন। আমি কৃতজ্ঞ আপনাদের মত প্রবীণদের কাছ থেকে কিছু শিখতে পেরে। আশা করি পরবর্তী সময়েও আপনারা আমার পথ প্রদর্শক হবেন। ♥

৫| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৯

রোকনুজ্জামান খান বলেছেন: এক
কথায়
ধারুন
হইয়াছে,

৬| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৮

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: ধন্যবাদ রোকন ভাই।।।। অণুপ্রাণিত হলাম..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.