নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে তো বলতে পারেন মহামানবই। আমি তো অতি নগণ্য।।।।

অসংজ্ঞায়িত নিঝুম

বিষাদের বহমান করুন স্রোতধারায় গা ভাসাইয়া দেয়া ক্ষুদ্র মানব আমি।

অসংজ্ঞায়িত নিঝুম › বিস্তারিত পোস্টঃ

বৈশাখ নিয়ে কবিতার চেষ্টা..

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৯

সাধের বৈশাখ
......................

বৈশাখেরই প্রথম দিনে
বিত্তবৈভব দেয় হাকিয়ে,
গরম ভাতে জল ঢালিয়ে
পান্তা-ইলিশ দেয় সাজিয়ে।

একমুঠো ভাত সংকটে
পথশিশু অকাতরে
ছিন্ন হয়ে ঘুরে ফেরে,
হায়রে ক্ষুধার যন্ত্রনা!

ধনীর দুলাল বায়না ধরে
মস্ত হাতির পিঠে চড়ে
চোখে-মুখে রং মাখিয়ে
বৈশাখ এবার দেখতে যাবে।

বৈশাখ নাকি ভারী মিষ্টি
বছর ঘুরেই নব সৃষ্টি
বাংলা মাসের নাম ভুলে যে,
বৈশাখ খোকার মনে ধরেছে।

বৈশাখ দেখতে এসে দুলাল
দেখলো শেষে বৈশাখী ঝড়
হন্যে হয়ে বৈশাখ খুজে
ঠোট ফুলিয়ে দেয় সে কেঁদে।

বাবার কাছ বায়না এবার
বৈশাখ খুজে দিতেই হবে
নইলে ঘর আজ লঙ্কা হবে,
বৈশাখ নিয়েই ফিরবে তবে।

হায় কি যন্ত্রনা!

বৈশাখ এবার কোথায় পাবো
খোকাকে গিয়ে কি জানাবো
বৈশাখ নয়তো কোন খাবার,
যা দিয়ে খোকার মন ভোলাবো।

সংস্কৃতি আজ রসাতলে
হাতে মুখে রং লাগিয়ে
গীটার ছেড়ে একতারা ধরে
অবশেষে বাঙ্গালী সাজে।

হাত উচিয়ে ঠোট বাকিয়ে
বখাটেরাও সেলফি তোলে,
ভীড়ের মধ্যে গা ভাসিয়ে,
কেউ কারো নিতম্ব ধরে।

হায়! কি লজ্জা

এ যেন ঐতিহ্যের উপহাস
খোকাও জানেনা বৈশাখ একটি মাস
পান্তা আর ইলিশ ভোজে
সত্যিই কি সবাই বৈশাখ খোজে?

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩২

রাফা বলেছেন: বাহ্ বেশ ভালো হয়েছে'তো।বৈশাখ ও বর্তমান খুব চমৎকার ফুটে উঠেছে।যাই করিনা কেনো মূল ঠিক রেখেই করা উচিৎ।একদিনের বাঙালী নয় প্রতিদিনের বাঙালীত্বই যেনো থাকি আমরা ফেলা বৈশাখেও।

ধন্যবাদ,অ.নিঝুম।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪২

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ... আমি ততটা সুন্দর ভাবে হয়তো উপস্থাপন করতে পারিনি তবে চেষ্টা করেছি বর্তমান প্রেক্ষাপটটা তুলে ধরার।

২| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৬

নীল মনি বলেছেন: কবিতা ভালো হয়েছে :)

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৮

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: ধন্যবাদ। আর ভালোবাসা নেবেন... ♥♥

৩| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: খুব ভালো লাগলো।

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৯

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: ধন্যবাদ রাজিব দাদা।। আপনি আমার অনুপ্রেরনা. ♥♥ ভার্চুয়াল জগতে ভার্চুয়াল ভালোবাসা অবিরাম

৪| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫২

নীল মনি বলেছেন: ভালোবাসা নিলাম কিন্তু

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৫

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: আমি ধন্য আপনাকে ভালোবাসা দিতে পেরে...... ♥♥♥♥♥

৫| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৯

নীল মনি বলেছেন: আমি ও ধন্য মানুষের ভালোবাসা পেয়ে। আলহামদুলিল্লাহ্‌

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৪

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: স্রষ্টার সৃষ্টিকে ভালো না বেসে থাকা যায়?? যাহোক ভালো থাকুন সব সময়। শুভ কামনা আর সাথে এত্তগুলা ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ ভালোবাসা।

৬| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩১

নীল মনি বলেছেন: হিহিহিহিহি আলহামদুলিল্লাহ্‌ :)

২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: অত্ হাসবেন না প্লিজ। কর্তৃপক্ষ আপনাকে অরিজিনিয়াল নিমের দাতের মাজনের ব্রান্ড অ্যাম্বাসিডর বানাবে

৭| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

নীল মনি বলেছেন: হাহাহাহা, তাহলে তো বেশ, দাঁত দেখলে কর্তৃপক্ষ আমাকে অরিজিনিয়াল নিমের দাতের মাজনের ব্রান্ড অ্যাম্বাসিডর আর বানাবে না।:(

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৫

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: হাহাহাহাহা।। ওটা ফোকলা দাত মার্কা নিমের মাজন। মাজিলেই পরিষ্কার নয়তো দাত ছাড়খাড়।।।।।

৮| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫১

নীল মনি বলেছেন: অহহহহ আচ্ছা এবার বুঝলাম :)

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩০

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: হাহাহা। পরিশেষে ধন্যবাদ ♥

৯| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৭

নীল মনি বলেছেন: ভালোবাসার সাথে গৃহীত হল :)

২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: ♥♥♥আমাকেও খানিক ভালোবাসা দিবেন♥♥♥ বড্ড অভাবে আছি :-P :-D :-P :-D :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.