নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে তো বলতে পারেন মহামানবই। আমি তো অতি নগণ্য।।।।

অসংজ্ঞায়িত নিঝুম

বিষাদের বহমান করুন স্রোতধারায় গা ভাসাইয়া দেয়া ক্ষুদ্র মানব আমি।

অসংজ্ঞায়িত নিঝুম › বিস্তারিত পোস্টঃ

অতঃপর আরেকটি কবিতা...

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩১

কবিতাঃ ক্রীতদাস সুখ
♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪

বিমর্ষ বদন আর কালো মেঘের গর্জন
প্রবল ধারায় বহিছে শুধু দরদর বরিষন।
মরা নদী যেন আজি খরস্রোতা তান্ডব,
অভিসাপিনী ঢেউ আর দু"ধারের ভাঙ্গন।

দিক জোড়া মেঘ ভেলা ইলশেগুড়ি,
কদমো বনের শোভন কদম্ব কেতকী।
ফুটিছে টগর আর কলমী, কামিনী,
জেলে বধূর হাত রাঙ্গা কাঁচেরো চুড়ি।

বিষাদ কাননে একা আমি মধুলেহী,
অাধডোবা ভাঙ্গাতরী দাড় বাইয়া চলি।
গোধূলী গগন পটে সাত রংঙ্গা কালি,
সবে মিলে চলো মোরা রামধনু আঁকি।

দিনভর মেঘ আর পলে পলে গর্জন,
রিম-ঝিম ধারা তবু করেনাকো বর্জন।
পুলকিত ক্ষণপ্রভা, প্রবাহিত ধারা,
মায়া পাখি যেন আজি বাধন হারা।

অালোহীন বেলা শেষে বিভাবরী জন্ম,
নীড়হারা পাখী নীড় খোজে হয়ে হন্য।
অতঃপর একা আমি বিমর্ষ চিত্ত,
সুখ বুঝি আসিবেনা, সেতো খুব ধ্যুর্ত।

তবু আমি হইবো সামনে আগোয়ান,
মানিবোনা বাধা আর প্রবল বরিষন।
সুখপাখি ধরিয়া করিবো ক্রীতদাস,
সুখের সাথে অনন্তকাল করিবো বসবাস!!!

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪২

নীল মনি বলেছেন: দারুণ চিত্রপট একেঁছেন।দু'ধারের -" ঊদ্ধকমা দুটো কিন্তু হবে না, মানিবো না, আসিবে না এভাবে লিখতে হবে। করে নাকো,ধূর্ত।
কবিতা ভালো হয়েছে।শুভ কামনা।

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৪

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: হ্যা! ধন্যবাদ। ভুলগুলো ধরিয়ে দেয়ার জন্য। আসলে মোবাইলে টাইপ করি তো তাই একটু অসুবিধে হয় তবুও আমার সতর্ক থাকা উচিৎ ছিলো। ভবিষ্যতে সতর্ক থাকবো। আর এভাবেই আপনাদের কাছ থেকে শিখবো... ♥♥♥

২| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫২

ইমরান আল হাদী বলেছেন: দাড় বাইয়া চলি, না হয়ে দাড় বেয়ে চলি লিখলে ভালো হতো মনে হয়,কবিতা সুন্দর হয়েছে।

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৫

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। আসলে সাধু-চলিত মিশ্রন ঘটিয়ে গুরুচন্ডালী দোষ এড়ানোর চেষ্টা করেছি। জানিনা কতটুকু শুদ্ধ হয়েছে। আশা করি সব সময় মাথার উপর ছায়া হয়ে পথ দেখাবেন। ♥♥♥

৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৪

নীল মনি বলেছেন: আমাকেও ভুল ধরিয়ে দিবেন কিন্তু।আমি জানি আপনি কিছু মনে করবেন না তাই ভুল গুলো ধরিয়ে দিলাম।ভুল থেকে শুধরে নিলে পরে আর ভুল হয় না।

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৯

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: আপনাদের কাছ থেকে আশা করি অারও শিখবো।।। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪০

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: মাত্র ২৫ এ পা দিলাম তো তাই মস্তিস্ক এখনো অনুর্বর :-P :-P :-P

৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৫

কাওসার চৌধুরী বলেছেন:


কবি ও কবিতার জন্য শুভ কামনা।

২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: ধন্যবাদ স্যার.... দোয়া করবেন... ♥♥♥

৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: শরীর থেকে মনের রোগ
অধিক পীড়াদায়ক।

২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: যথার্থ বলেছেন রাজীব দাদা। দোয়া করবেন কখনো যেন মনরোগে আক্রান্ত না হই.. আপনার জন্য শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.