নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে তো বলতে পারেন মহামানবই। আমি তো অতি নগণ্য।।।।

অসংজ্ঞায়িত নিঝুম

বিষাদের বহমান করুন স্রোতধারায় গা ভাসাইয়া দেয়া ক্ষুদ্র মানব আমি।

অসংজ্ঞায়িত নিঝুম › বিস্তারিত পোস্টঃ

ছোটবেলার গল্পটাকে কবিতায় প্রকাশের ব্যার্থ প্রয়াস...

২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০০

কবিতাঃ বিশ্বাস ও বৃষ্টিবন্দনা
♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪
গ্রীষ্মের দেবদাহ কোথা নাই জল,
চিৎকার করে কাঁদে চাতকের দল।
জল নাই প্রভু মোরে করো জল দান,
দয়া করো প্রভু মোদের বাচাও প্রাণ।

সোনা ব্যাঙের বিয়ে দিলো মূর্খের দল,
ঢাক, ঢোল সানাই আর শাঁখ করতাল।
তবু নাহি প্রভু শোনে কাহারোই ডাক,
মিটি মিটি হাসে দেখে তীর্থের কাক।

এলো মেলো ক্লান্তিতে মেলে ডানা উড়ে,
কোথাও যদি একফোটা তৃষ্ণার জল মিলে।
অবশেষে খুজে পেলো এক হাড়ি জল,
ভরা নয় হাড়ি, সেতো হায়! গভীর অতল।

আজি নাহি বাচে প্রভু মোর এ প্রান,
ক্ষমা করো প্রভু মোরে ভিক্ষা দাও জান।
অতঃপর পাথররূপে প্রভু এলো মর্তলোকে,
দুফোটা জল কাকের ঠোটে সত্যি যেন অমৃত মেলে।

এবার পাড়ার বুড়া-জোয়ান ছেলে,
জীর্ণ হাতে বয়ে শিরনির থলে,
সবাই এক মনে প্রার্থনা করে
কভু যদি প্রভুর দয়া মেলে।

প্রভু তখন অট্টহেসে!!
দেখো পার্বতী, মানব মূর্খ বেশে,
করে বন্দনা!!
বৃষ্টি চাহে, জল চাহে, চাহে পূর্ণতা,
কারো হাতে ছাতা নাই একি নয় মূর্খতা?

হঠাত যেন দেবদূত হয়ে ছাতা হাতে ছোট্ট ছেলে,
বুক ভরা বিশ্বাস নিয়ে একমনে বৃষ্টি বন্দনা করে...

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৪

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: দাদা ধন্যবাদ

২| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৯

কাওসার চৌধুরী বলেছেন:


আপনার প্রতিটি কবিতাই চমৎকার। পড়ে ভাল লাগলো।

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৩

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: ধন্যবাদ স্যার... দোয়া করবেন আগামীর জন্য... আপনাদের মধ্যে জ্ঞান আহোরন করতে চাই সারাজীবন♥♥

৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৬

ইমরান আল হাদী বলেছেন: বৃষ্টি নামুক তোরে, বৃষ্টি নামুক শুকনো
মাঠে বালু চরে নদী ও পুকুরে।
বৃষ্টি নামুক ভোরে, বৃষ্টি নামুক শুষ্ক চোখে
পাষাণ বুকে মনে ও অন্তরে।
বৃষ্টি নামুক কোলে,বৃষ্টি নামুক সুগন্ধি
আচলে লালাভ গালে কোমল করতলে।

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৭

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: বাহ! অসাধারণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.