নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে তো বলতে পারেন মহামানবই। আমি তো অতি নগণ্য।।।।

অসংজ্ঞায়িত নিঝুম

বিষাদের বহমান করুন স্রোতধারায় গা ভাসাইয়া দেয়া ক্ষুদ্র মানব আমি।

অসংজ্ঞায়িত নিঝুম › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসাঘোর

২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

পশ্চিমের কোল ঘেষে গোধুলির রক্তিম রবি,
কালের স্রোতে বোধয় এখনি ঘনাবে মলিন সন্ধ্যা।
উত্তপ্ত ধরণী যেন ক্রমে স্তব্ধ দমকা হাওয়ায়,
শিথীল থেকে শীতলতর সমস্ত অভিশাপ।
আকাশের কোনে জমে থাকা ল্যাপ্টানো মেঘ,
আর নদীর বুকে কলঙ্কিত কালো জলচ্ছবি।
ব্যস্ততার আগ্রাসন থেকে যেন মুক্ত ধরণী
নীরবতার বাধ ভেঙ্গে নীড়ে ফেরে মুক্ত পাখী।
হঠাতই মনের কোনে ভেসে ওঠে প্রিয়তার ছবি,
ভূবন ভুলানো সেই চিরচেনা অমলিন হাসি,
আর অগ্নিচোখে রুষ্ট চাহুনির তব রূক্ষমূর্তিখানি,
অধিকারের ছলে ভালোবাসার মিষ্টি বকুনি।
ঠোটের কোনে লেগে থাকা এলোমেলো লিপস্টিক,
আর ঠোট মোছা টিস্যু কুড়িয়ে স্মৃতিতে জমানো প্রেমিক
স্বপ্নভেলায় ভেসে গ্রহ থেকে গ্রহমন্ডল পাড়ি।
হঠাৎ সন্ধ্যা গড়িয়ে ঘনিয়ে এলো অাঁধার ঘেরা নিশী,
ঝোঁপের ধারে জোনাক পোকার অালোর মিছিল,
গগনগ্রাসে কোলাব্যাঙ আর লক্ষ্মীপেঁচার ডাক।
আরাম কেদারায় বসে খুব সন্তপর্ণে ভাবছিলাম,
এই জোনাক পোকার মিটিমিটি আলো,
কোলাব্যাঙ, লক্ষ্মীপেঁচা আর ভালোবাসামূখর
এই নিশী ডাকের মোহঘোর সত্যিই কি পার্থিব?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

কাইকর বলেছেন: কিছুক্ষণের জন্য ভালোবাসার ঘোড়ে ডুবে ছিলাম।অনেক সুন্দর লেখা।আমি ব্লগার হিসেবে নতুন।সময় লেলে আমার ব্লগে ঘুরে আসবেন।ধন্যবাদ ও ভালবাসা রইলো

২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য... ♥ অবিরাম ভালোবাসা। ব্লগে স্বাগতম আপনাকে... ♥♥♥

২| ২০ শে মে, ২০১৮ রাত ৮:৩৬

রাজীব নুর বলেছেন: কবিতায় অপ্রয়োজনে কঠিন শব্দ পরিহার করুন।
এডিট করে কিছু বানান ঠিক করে নিন।

২০ শে মে, ২০১৮ রাত ১০:১৪

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা ♥

৩| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা ♥

ভালো থাকুন।

২১ শে মে, ২০১৮ সকাল ১১:২৫

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: ♥

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.