নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে তো বলতে পারেন মহামানবই। আমি তো অতি নগণ্য।।।।

অসংজ্ঞায়িত নিঝুম

বিষাদের বহমান করুন স্রোতধারায় গা ভাসাইয়া দেয়া ক্ষুদ্র মানব আমি।

অসংজ্ঞায়িত নিঝুম › বিস্তারিত পোস্টঃ

"দুটি কথা"

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৫



মিথ্যার বেশাতিতে ভালোবাসারা আজ ধর্ষিত,
প্রেমের চাষাবাদ হ্রাস পাইয়াছে অনেকাংশে।
সস্তা স্বার্থের অবাক উন্নতিতে জিম্মি সভ্যতা,
দিগবিজয়ী সত্যের দূত আজ থরোথরো।

মিথ্যার রাজত্বে মহারথীদের ব্যস্ত আনাগোনা,
ধাধানো মসনদ দখলে ধরণী এখন রণক্ষেত্র।
বাতাসে লাশ পঁচা গন্ধের অবাধ বিচরণ,
অন্যায় অাবদারের সম্মুখে নতজানু শাসনকর্তা।

বিশ্বাস ভঙ্গের দায়ে অপরাধী অভুক্ত কুকুর,
খাদ্যের সন্ধানে ছোটে ক্ষুধার্থ রক্তচোখা শকুন।
পৃথিবীর বুকে আঙ্গুল উঁচিয়ে দুর্ভিক্ষের অট্টহাসি,
কব্জি ডুবিয়ে আকন্ঠ ভোজনে মত্ত স্বর্গবাসী।

ক্রমেই মাংসাশীতে অামুল রূপান্তর মানুষ,
লালসায় আক্রান্ত রোগী সানন্দে চিবায় মগজ।
পদপৃষ্ট হইয়া নিশ্চিহ্ন ভূঁইচাপার বিচিত্র বন,
বড্ড দুর্দশায় পড়িয়াছে নির্লজ্জ লজ্জাবতী।

প্রেমিকের চোখের রঙ্গীন স্বপ্নে হঠাত বিস্ফোরণ,
ব্যর্থ চোখের বারিধারায় শ্যাওলা জমিয়াছে কিঞ্চিৎ।
লোভাতুর প্রিয়ার বিশ্বাসঘাতকতায় আহত সৈনিক,
জীবন প্রদীপ নিভু নিভু করিতেছে সারাক্ষণ।

এই পৃথিবীতে ভালোবাসার অভাব পরিয়াছে বড্ড,
ভালোবাসারা যেন কোটি বছরের জীবাশ্ম আজ।
হানা-হানি আর বিদ্রোহের দুনিয়ায় বিপ্লব দূর্লভ,
অসাধু আততায়ীদের হাতেই আজ মিথ্যার মসনদ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:


২ বার পড়লাম, বিশ্বের কোন সমস্যা বাদ পড়েনি!

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৮

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: ধন্যবাদ ২ বার পড়ার জন্য :-P :-P

২| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: লিখে লিখে সমস্ত সমস্যা গুলো তুলে ধরতে হবে। সমস্যার কথা সবার জানতে হবে।

০৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: জ্বী দাদা। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য

৩| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৮

পবন সরকার বলেছেন: চমৎকার কবিতা।

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.