নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে তো বলতে পারেন মহামানবই। আমি তো অতি নগণ্য।।।।

অসংজ্ঞায়িত নিঝুম

বিষাদের বহমান করুন স্রোতধারায় গা ভাসাইয়া দেয়া ক্ষুদ্র মানব আমি।

অসংজ্ঞায়িত নিঝুম › বিস্তারিত পোস্টঃ

RIP ভালোবাসা RIP স্বপ্ন

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮

মাইলের পর মাইল পাড়ি দিয়ে রক্ত মাংসহীন বিবর্ন এই শহরে পরে আছি বহুদিন। এই বিবর্ন শহরে কাজ করেই আমাকে বাঁচতে হয়। কারন মাস শেষে আমার মা আমার ভাই আমার মুখের দিক তাকিয়ে থাকে। খুব বেশী বিলাসিতা কখনোই ছিলোনা আমার জীবনযুদ্ধে। পায়ের জুতা জোড়াও বেশ বৃদ্ধ, জীর্ন। যা ভদ্র সমাজ আমাকে নিচুতলার মানুষ হিসেবে পরিচিত করে। কিন্ত সেই জুতাজোড়াই আমার মাইলের পর মাইল হেটে উপার্জন করার একমাত্র অবলম্বন। তবুও আমি ভেঙ্গে পড়িনি কখনো। আমি সুনীলের মত দুরন্ত ষাড়ের চোখে লাল কাপড় বেঁধেছিলাম। তোমার জন্য সমস্ত বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুজে এনেছিলাম একশো একটা নীল পদ্ম। কিন্ত বেলাশেষে সবই যেন বৃথা। সত্যি তুমিই বুঝিয়ে দিলে প্রেমিকার হাত ধরে ফাষ্টফুড খেয়ে বিলাসিতা করা আমার মত সাধারণ মানুষের মানায় না। মানায় না কোন নতুন স্বপ্নের আহবান। মানায় না ভালোবাসা নিয়ে ভালো থাকার আকুতি...

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬

ফেনা বলেছেন: প্রকৃত ভালবাসায় আকুতি থাকে, থাকে মোহ হীন আবেগের অস্তিত্তের অনুভতির অনুভব।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: RIP

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: "পূণ‍্যবান নিজের কল‍্যাণেই পূণ‍্য করে,মন্দ করিলে নিজের বিরুদ্ধেই।"
সূরা:
হা- মী-ম্ ছাজ্বদাহ্
আয়াত ৪৬

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: যখন সময় আসবে তখন অবশ্যই তোমার প্রতিপালক তাদের সবাইকে তার কর্মফল পুরোপুরিভাবে দেবেন। তারা যা করে, নিশ্চয়ই তিনি সে বিষয়ে সবিশেষ অবহিত। (সুরা : হুদ, আয়াত : ১১১)

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: গভীর সত্যানুভব!

সবকিছু যখন টাকায় মূল্যায়িত হয় তখনই এমন যাতনারা তড়পায়
ভালবাসা চলে যায় রেস্ট ইন পিসে!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৮

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: হ্যা ঠিক তাই।।।।। টাকাই ভালোবাসা আর ভালোবাসাই টাকা।।।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.