নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে তো বলতে পারেন মহামানবই। আমি তো অতি নগণ্য।।।।

অসংজ্ঞায়িত নিঝুম

বিষাদের বহমান করুন স্রোতধারায় গা ভাসাইয়া দেয়া ক্ষুদ্র মানব আমি।

অসংজ্ঞায়িত নিঝুম › বিস্তারিত পোস্টঃ

প্রাক্তন হবেনা

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

প্রাক্তন হবেনা

------------------------------------------
হে প্রিয়, তুমি কখনো প্রাক্তন হবেনা অামার হৃদয়ে
রং বেরং এর বাহারী কাগজে মুড়িয়ে রাখবো যতনে
তোমার লাজুক চাহুনিতে নিজেকে হারাই পলে পলে
খুনসুটি অার ছোট্ট অাবদারে হেরে যাই বারংবার ।

কখনো মন খারাপ করোনা প্রিয়, কষ্ট পেওনা অজান্তে!

তোমার গোমড়া মুখ যেন অাকাশ ভরা মেঘের ঘনঘটা
অার অভিমানে অবলীলায় ঝড়ে অজস্র সেফালিকা
তোমার নিঃশব্দ কান্নায় নেতিয়ে পরে প্রিয় মাধবীলতা
অার লজ্জায় মুখ টিপে হাসে রাতের হাসনাহেনা।

হে প্রিয়, তুমি অামার ভালোবাসার শুদ্ধতম অনুভুতি!

হ্যাঁ! অামি কিম্ভুতকিমাকার কিংকর্তব্যবিমূঢ় প্রেমিক
তোমার বুকে জমাটবাধা ভালোবাসায় রাজবন্দী অামি
বন্দিই রেখো কোটি বছর, প্যারোলেও চাইনা মুক্তি
প্রতিটা মুহুর্তে মুহ্যমান থাকি তোমার শীতল সৌন্দর্য্যে।

কোন এক বৃষ্টিস্নাত বিকেলে রচনা করবো বর্ষামঙ্গল,
অার তোমার অাবদার?
তোমার অাবদারকে কুড়িয়ে নয় অামি ছিনিয়ে অানবো
উষ্ণ মমতার কোল জুড়ে পরম অাদরে থাকবে পূর্নতা
এভাবেই কালের স্রোতে ভাসবো ক্ষনকাল।

এরপর সায়াহ্নক্ষণ,
চুলে পাক ধরবে, বয়সের ভারে ঝুলে যাবে চামড়া
কালো ফ্রেমে বন্দী মোটা কাচের অস্বচ্ছ চশমা,
সোজা হয়ে দাড়ানোর অবলম্বন শক্ত লাঠি।
অাকাশটাও যেন খুব কাছে এসেই ধরা দিতে চাইবে
সেদিনও তুমি প্রাক্তন হবেনা অামার প্রিয়তমা।
তুমি যে চিরসবুজে ঘেরা অামার ভালোবাসার প্রান্তর!!!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: কবিতা হলো আবেগের খেলা। আবেগের অনুভূতির প্রকাশ।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১২

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: ধন্যবাদ দাদা মন্তব্যের জন্য। অার অাবেগই মানুষকে ধ্বংস করে দাদা

২| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭

মাহমুদুর রহমান বলেছেন: কবিতায় একরাশ ভালো লাগা।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১২

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: কৃতজ্ঞ জনাব। ভালোবাসা নেবেন ♥

৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

অব্যক্ত কাব্য বলেছেন: বাহ্

০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: অসংখ্য ধন্যবাদ ♥ ভালোবাসা নেবেন

৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩

শিখা রহমান বলেছেন: বাহ!! সুন্দর প্রকাশ। কবিতার প্রথম স্তবকটা বেশী ভালো লেগেছে।

শুভকামনা কবি।

০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: ধন্যবাদ। অামি অনুপ্রাণিত প্রিয়। ভালোবাসা নেবেন ♥

৫| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১০

মনিরা সুলতানা বলেছেন: বাহ কি চমৎকার সহজ ভালোবাসার স্বীকারোক্তি!
ভালোলাগা।

১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৩

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: ধন্যবাদ অাপু । ♥

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.