নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে তো বলতে পারেন মহামানবই। আমি তো অতি নগণ্য।।।।

অসংজ্ঞায়িত নিঝুম

বিষাদের বহমান করুন স্রোতধারায় গা ভাসাইয়া দেয়া ক্ষুদ্র মানব আমি।

অসংজ্ঞায়িত নিঝুম › বিস্তারিত পোস্টঃ

অামাদের ছোট জীবন (প্যারোডি)

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:১২

অামাদের ছোট জীবন চলে বাঁকে বাঁকে,
সুসময়ে প্রিয়তমা বাবু বাবু ডাকে।
পাড় হয়ে যায় সময়, পর হয় নারী,
এক বুক জ্বালাতন দেয় হাতছানি।

ঢিপঢিপ করে হৃদয়, কোথা নাই প্রিয়া,
রাতভর যন্ত্রনায় কাঁদে অাপণ হিয়া।
কিচিমিচি করে সেথা স্মৃতির ডাক,
পায়চারী; বিড়ি টেনে কেটে যায় রাত।

অার-পারে শিউলি অার কাশফুল ফোটে,
স্বপ্নের মুখে অাগুন দিয়ে নিদ্রায় রাত কাটে।
দিন যায় রাত অাসে কেটে যায় বছর,
কৃপন প্রেমিকার নাহি তাতে সুখ জোটে।

সকালে বিকালে কভু সুখ তুমি খুজে,
ভেবে দেখো কত সুখী, তুমি বেলাশেষে।
বলি দিয়ে ভালোবাসা, খুন করে মোরে,
প্রিয়তমা অবশেষে কি এমন পেলে?

জীবনে বাদল নামে, দুঃখে ভর ভর,
মাতিয়া ছুটিয়া চলে কস্টের দল।
মহাবেগে কলকল বিষাদের সুর,
বিশ্বাসের এ খেলা নিয়ে তুমিই মহিষাসুর।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: বেশ।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৬

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: hahah

২| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:৩০

শায়মা বলেছেন: মজার প্যারোডি কাব্য!

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৭

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: হাহা ধন্যবাদ

৩| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নারীর' সাথে হাতছানি যায় কি?

০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৪

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: সবই সম্ভব... :-D :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.