নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে তো বলতে পারেন মহামানবই। আমি তো অতি নগণ্য।।।।

অসংজ্ঞায়িত নিঝুম

বিষাদের বহমান করুন স্রোতধারায় গা ভাসাইয়া দেয়া ক্ষুদ্র মানব আমি।

অসংজ্ঞায়িত নিঝুম › বিস্তারিত পোস্টঃ

বেনামী পদ্য

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৭



ভালোবাসা তুমি দিবাস্বপ্নে বিভোর পবিত্র প্রার্থনা?
নাকি, বিষাদ সাগরে ডুবে মরা বুকভরা যাতনা।
ভালোবাসা তুমি কবিতার চরনে প্রেমের জয়গান?
নাকি, ক্ষয়ে যাওয়া হৃদয়ে জমানো বুকভরা অভিমান।

ভালোবাসা তুমি আমার আকাশের উন্মাদ ঘুড়িটা?
নাকি, মর্ত্য নরকে আঁকানো আমার উপহাসের ছবিটা।
ভালোবাসা তুমি অনিদ্রা জড়ানো নীরব মরন ব্যাধি?
নাকি, মায়া মাখা সাঁঝ বেলার পবিত্র শাঁখের ধ্বনী।

ভালোবাসা তুমি বেশ্যা বাড়ির নগ্ন নিষিদ্ধ ছোঁয়া?
নাকি, পতীর বুকে মাথা রেখে রঙ্গিন স্বপ্ন বোনা।
ভালোবাসা তুমি স্বার্থের কাছে নতজানু নোংরা চিত্ত?
নাকি, সত্যের কাছে মাথা উচু করা প্রেমই তোমার বিত্ত।

ভালোবাসা তুমি অহংকারে নষ্টা পথভ্রষ্টা?
নাকি, স্বর্গলোকের দ্যুতিতে গড়েছে ঐ মহান স্রস্টা।
ভালোবাসা তুমি সিঁথির সিঁদুরে লালচে ললাট বাঁধা?
নাকি, সিঁদুর মাত্র রং ভেবেছ করেছ শুধু খেলা।

ভালোবাসা তুমি নিষ্ঠুর খেলার নির্মম কপোট হাসি?
নাকি, আমার সংসারে আলোময়ী ছোট্ট "কুট্টুসী"।
ভালোবাসা তুমি বিদ্রোহ নাকি বিশেষ কোন দ্রষ্টব্য?
আজও বুঝিনা এ কোন খেলায় মেতেছে অদৃষ্ট্য।

ফেসবুকে আমি ঃ http://www.facebook.com/mrdhar.২০

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: কঠিন কবিতা। কঠিন ভাষা।

২| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২২

হাবিব বলেছেন: বেনামীও একটা সুন্দর নাম

৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৫

নার্গিস জামান বলেছেন: সুন্দর:)

৪| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৫

কিরমানী লিটন বলেছেন: চমৎকার লিখেছেন, খুব ভালোলাগা....

৫| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: এর চেয়েও কঠিন আমার জীবন

৬| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: ধন্যবাদ! নাম খুজে পাচ্ছলাম না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.