| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিখিলেস প্যারিসে
নির্জন সমুদ্রপাড়ে... একা এক নিশিতে... চোখ ভরে জোসনা দেখব বলে... বসে থাকি অনন্ত রাত...
![]()
একটা লাশের ওপর হেটে যেতে ইচ্ছে করে আজ
দ্রিম দ্রিম গুলি... কালো পিচ ঢেকে ফেলা রক্তে... তারপর লাশের ওপর
হেটে হেটে পার হওয়া গলির পর গলি...
আমার কি থাকতে নেই এমন ইচ্ছে... কেন থাকবে না
রাষ্ট্রপ্রধানের রক্ত-মাংসেই তো আমার শরীর
ওদের মতো আমারও হাত আছে, নাক আছে...
বিশ্বাস হয় না, এই দেখো কিবোর্ডের ওপর হাত রেখে আমি আমার
অনুভূতিগুলো প্রকাশ করছি...
নাহ.. তবুও বিশ্বাস করছো না.. এটা ভুল করছো
আমি মানুষ এই দেখো... এই দেখো...
আমি কেবল সামান্য একটা ইচ্ছাই প্রকাশ করছি..
একটা লাশের ওপর দিয়ে হেটে যাওয়ার..
এই অধিকার কি মানুষ হিসেবে থাকতে নেই আমার?
আমাকে একটা লাশের ওপর হেটে যাওয়ার অধিকার দাও..
আর কিছু চাইনা... আমি ওটা করে ইহকাল ত্যাগ করবো..
আমি তো প্রমাণ করেছি আমি মানুষ...
রক্ত মাংসের মানুষ...
২|
১০ ই মে, ২০১৩ রাত ১০:৫৬
সায়েম মুন বলেছেন: হুম। কষ্ট। বড় কষ্ট।
৩|
১১ ই মে, ২০১৩ দুপুর ১২:৩১
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমরা তো কেবলই লাশের উপর দিয়ে হাটছি।
যারা শ্রম দিয়ে দেশ এগোচ্ছে, তাদের লাশ গুনে ক্লান্ত হচ্ছি।
৪|
২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
৫|
১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫০
রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য কবিতা
৬|
১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৮
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ ভালোলাগা রেখে গেলাম- অভিবাদন জানবেন সতত ...
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৩ বিকাল ৩:১৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমরা তো কেবলই লাশের উপর দিয়ে হাটছি।
যারা শ্রম দিয়ে দেশ এগোচ্ছে, তাদের লাশ গুনে ক্লান্ত হচ্ছি।