![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাঠের ঘোড়া, আমার খেলনা ঘোড়া,
ভেঙেগিয়েছিস সেই কবে……………….
মাঝে মাঝে হঠাৎ করে মনে পড়ে,
ছেলেবেলায় শেখা ছড়া,
আম পাতা জোড়া জোড়া,
মারব চাবুক চরব ঘোড়া……………..
ভেঙেগিয়েছিস সেই কবে,
আমার ছোট্ট বেলার শখের ঘোড়া,
কাঠের ঘোড়া।
©somewhere in net ltd.