নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঃঃঃ এপোলো ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ

নীল ফিউজিটিভ

কবিতা পড়তে আর লিখতে ভালোবাসি।

নীল ফিউজিটিভ › বিস্তারিত পোস্টঃ

শাহবাগে ইসলামবিদ্বেষী ব্লগাররা !!! আমার দেশের দৃষ্টতা সত্যি ব্যাথিত করে

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

শাহবাগে ইসলামবিদ্বেষী ব্লগাররা !!! আমারদেশ পত্রিকা কি জাতিকে এক সঙ্ঘাতের মুখে ঠেলে দিচ্ছে? -



আজকে প্রকাশিত আমার দেশ পত্রিকা প্রকাশ করেছে যে শাহবাগে ইসলামবিদ্বেষী ব্লগাররা আবার জড়ো হয়েছে। ঢাকাসহ সারাদেশে ধর্মপ্রাণ মুসল্লিদের বিক্ষোভ দেখে তারা তাত্ক্ষণিকভাবে এ সমাবেশের আয়োজন করে। তবে মুসল্লিদের বিক্ষোভ সম্পর্কে বক্তব্য দিতে সাহস না করে তারা দৈনিক আমার দেশ ও পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে তাদের সব ক্ষোভ প্রকাশ করে। Click This Link



শাহবাগের আন্দোলন কোন রাজনৈতিক আন্দোলন নয় এটা যেন মানতেই নারাজ একটি গোষ্ঠী। এক রাজাকারের বিরেদ্ধে আন্দোলন ছাড়া আর কোন মটিভ নেই, নেই কোন কা্যক্রম। তবে কেন এত বিদ্বেষ তাদের? কেন এত গাত্রদাহ তাদের? তাঁরা জামায়াতি হলে না হয় মনকে সান্তনা দেয়া যেতো।



কাল বিএনপির ফ ই আলমগির সাহেব চট্টগ্রামে দিগন্ত টিভি, নয়া দিগন্ত, আমারদেশ কার্যালয়ে হামলার নিন্দা জানিন্য়েছে, কই, দেশ জুড়ে মুসল্লির লেবাশ ধরে জামায়াত-শিবির বাহান্নর অহঙ্কাকারের বুকে (শহীদ মিনার) আঘাত হানলো, ভাষার্ প্রতীক (বর্ণমালা) পদদলিত করলো, সর্বোপরি ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধিনতার প্রতিক বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলা হল, তা নিয়ে তো একটি বাক্যও বললেন না! বরং চেয়ার (ক্ষমতা) লোভী মউদুদ শাহবাগের আন্দোলন সার্বজনীন নয় বলে মন্তব্য করলেন। তাঁরা কি জানেন না, দেশময় ৩ মাসের শিশু থেকে ৯০ বছরের বৃদ্ধ পর্যন্ত এ আন্দোলনে শরিক হয়েছেন? তাঁরা কোন রাজনৈতিক দলের ভাড়া করা কর্মী নয়। আর কোন রাজনৈতিক ব্যানারে এ আন্দোলন নয়। নয় কোন স্বার্থান্বেষী মহলের সশস্ত্র মহড়া। এরা সম্পূর্ণ স্বাধীন দেশের সাধারণ মানুষ, যারা ৭১'এর যুদ্ধাপরাধীদের বিচার চায়।



আজ সময় এসেছে, রাজনীতির জননেতা মুখশধারি এই সব নেতাদের চেনার। এক বিএনপির আশকারা পেয়ে জামায়াত আজ এত্ত বি্বংসী। বিএনপি তাদের লক্ষ্য পূরণের জন্য জামায়াতকে ব্যবহার করছে। আজ নিজেকে শত ধিক দিচ্ছি প্রতিনিয়ত। অজ্ঞানেই সেই দলকে ভোট দিয়েছি নিরপেক্ষ ভাবে তিন তিন বার। (শেষ সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে দেই যুদ্ধাপরাধীর বিচার এজেন্ডায়)।



এই দেশ লাখো শহিদের রক্ত আর লাঞ্ছিত মা-বোনের বিনিময়ে এসেছে। মাত্র ৯ মাসের যুদ্ধ এত্ত প্রাণহানী ঘটেছে শুধুমাত্র দালাল লেবাশি এই জামায়াত সংগঠনের কারণে। তাই আজ দাবী একটাই - সকল যুদ্ধাপরাধীর বিচার কর- জামায়াত শিবির নিষিদ্ধ কর।



জামায়াত শিবির নিষিদ্ধ করণের জন্য যদি গণভোটের প্রয়োজন হয়, সরকারকে তা ই করতে হবে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

স্বপ্নের মানুষ বলেছেন: এদেরকে অইখানে থেকে বের করে দাওয়া উচিৎ




আশা করি এইখানে লিখবেন ব্লগ চ্যাট ফোরাম

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

ওমেগা পয়েন্ট বলেছেন: যারা ইসলামী রাজনীতি বন্ধের কথা বলে তাদেরকি ইসলামবিদ্বেষী বলা যাবেনা?

যুদ্ধাপরাধী জামাতের বিচার চান ভাল কথা কিন্তু ইসলামী রাজনীতি বন্ধের কথা বলার অধিকার তাদরে কে দিয়েছে? ইসলাম বৌদ্ধ ধর্মের মত রাজনীতি বিমুখ বৈরাগী ধর্মনা। এর একটা পরিপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো আছে। ইসলাম সমাজতন্ত্র, পুঁজিবাদের মত একটা পরিপূর্ণ জীবনব্যবস্থা। এটা নিষিদ্ধের দাবি করা অযৌক্তিক। এদেশে "বাতিলমাল" সমাজতন্ত্রের আদর্শে রাজনীতি করা গেলে ইসলামী রাজনীতিতে সমস্যা কি?

শাহবাগে যুদ্ধাপরাধের বিচারের সাথে সাথে ইসলামী রাজনীতি বন্ধের দাবী করেই আন্দোলনকারীরা ভুলটা করেছে। তারা দুইটাকে এক না করে যদি শুধু যুদ্ধাপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকত তাইলে দেশের সাধারণ মুসলমানরা ক্ষেপত না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

নীল ফিউজিটিভ বলেছেন: সহমত...তবে যুদ্ধাপরাধী জামায়াতকে রাজনীতি করার অধিকার মেনে নেয়া যায় না...

আর ইসলাম জঙ্গিবাদে সমরথন দেয় না...জঙ্গিবাদ রাজনীতি বাংলাদেশে নষিদ্ধ আছে...কিন্তু ইসলাম এর নাম ভাঙ্গিয়ে জামায়াত জঙ্গিবাদি দল তৈরির কারখানা... জেএমবি তার উৎকৃষ্ট উদহারণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.