নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঃঃঃ এপোলো ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ

নীল ফিউজিটিভ

কবিতা পড়তে আর লিখতে ভালোবাসি।

নীল ফিউজিটিভ › বিস্তারিত পোস্টঃ

ঃঃঃ এসো, বিলিয়ে দেই এই আনন্দ সবার মাঝে....ঃঃঃ

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৩

আর মাত্র কয়েকটি মুহূর্ত। চলে আসবে সেই মহানন্দ ক্ষণ। এক মাস সিয়াম, সংযম সাধনের পর এই দিন মহানন্দে মেতে উঠবে সারা দেশ। কেও বা দীর্ঘ ছুটিতে ছুটছে আপনালয়ে নাড়ীর টানে। পরিবারের সবাইকে নিয়ে ঈদ উৎযাপনের আনন্দটাই আলাদা। এই একটি দিন আমরা ভুলে যাই সব দুঃখ-কষ্ট, মনমালিন্য কিংবা হিংসা-বিদ্বেষ। পরম মমত্বে দুহাত প্রসারিত করে বুকে জড়িয়ে নেই একে-অপরকে। ভুলে যাই ছোট-বড় ব্যবধান। সবাই যেন একই ভাবে একই কাতারে ভাগাভাগি করে নিয়েছে আনন্দটাকে।



এসো, এই আনন্দ আমরা ভাগাভাগি করে নেই শিশুদের সাথেও। যারা শুধুই অসহায়। ফুটপাথ থেকে ৫০-১৫০ টাকায় একটি জামা কিনে তাদের গায়ে জড়িয়ে দেই। নুতন জামা পেয়ে সেই ছোট্ট শিশুটির বিষণ্ণ মুখে যে খুশির ঝিলিক তুমি দেখতে পাবে, বোধ করি হাজার হাজার টাকার জামা দিয়েও অন্য কোথাও তুমি খুঁজে পাবে না। অনেক ভাবেই অনেক টাকা পকেট থেকে খসে যায়। মাত্র ৫০-১৫০ টাকা খরচে সেই খুশির ঝিলিক তোমার মনেও দোলা দিয়ে যাবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল

:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.