নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, \nনিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

ভল্ট থেকে ৫ লাখ টাকা চুরি, ধরা খেলেন ভারতীয় কর্মকর্তা

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩২

বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে পাঁচ লাখ টাকা চুরি করে শেষ পর্যন্ত ধরা খেলেন ভারতের কেন্দ্রীয় ব্যাংক-স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ঢাকা অফিসের এক কর্মকর্তা। প্রথমে তিনি চুরির বিষয়টি অস্বীকার করলেও পরে সিসিটিভি ফুটেজে বিষয়টি খোলাসা হয়। তাকে পুলিশে না দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

তবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি ভারতের কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করা হয়েছে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া দায়ী কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে তাকে ছেড়ে দেয়া হয়। তার নাম দীপক চন্দ্র দাশ।

গত রবিবার এ ঘটনা ঘটলেও আজ বিষয়টি জানাজানি হয়।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ম মাহফুজুর রহমান বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেছেন, ভারতের কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়ার পর তাকে ছেড়ে দেয়া হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, ডাচ বাংলা ব্যাংকের ভল্ট থেকে হাজার টাকা নোটের পাঁচটি বান্ডেল কৌঁশলে সরিয়ে ফেলেন ওই কর্মকর্তা। পরে গণনা করার পর বিষয়টি ধরা পড়ে। এক পর্যায়ে তাকে চ্যালেঞ্জ করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন।

লেখাটা নেয়া হয়েছে এখান থেকে http://www.dhakatimes24.com/2015/09/22/8433

সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, সেপ্টেম্বর ২০১৫

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৩

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: চোরা না শোনে ধর্মের কাহিনী।

কিন্তু আমাদের সরকার ছেড়ে দিল কেন? আমাদের দেশে অপরাধ করেছে, তাই আমাদের দেশের প্রচলিত আইনেই বিচার করা হোক। এটা সরকারের একটি নতমুখিতা।

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৮

নীল আকাশ বলেছেন: এখানেই ত কবি নিরব!!! আপনি বরং জাতিয় ভন্ড জাফর ইকবাল কাছে জানতে চাইতে পারেন?

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোষ্টটির জন্য অনেকে আপনাকে পাকি দালাল/রাজাকার বল্লে অবাক হবোনা
সাবধানে থাকবেন
গিলোটিনের মধ্যে আছেন গো দাদা :)

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪০

নীল আকাশ বলেছেন: ভাই,
এটা আওয়ামী লীগের অনেক পুরাতন ভন্ডামী।
মতের মিল না হলেই রাজাকার। উনার বেয়ান সাহেব যে বড় রাজাকার সেটা কেউ কিন্তু বলবে না।
এখন এই দেশে সবাই গিলোটীনের মাঝেই আছে, শুধু একা আপনি নন।
ধন্যবাদ।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭

মোঃ ইয়াসির রহমান বলেছেন: নবনতমুখিতা হবে #বর্ণভাই

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৯

নীল আকাশ বলেছেন: পড়ার এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১২

প্রামানিক বলেছেন: দাদাকে ছেড়ে দেয়া হলো কেন মাথায় ঢুকছে না।

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪১

নীল আকাশ বলেছেন: হায় হায় কি বলেন গো দাদা, স্বামীর বাড়ির লোকজনকে নিয়ে কিছু বলা যায় নাকি? পাপ হবে না?

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি লজ্জ্বা কি লজ্বা!!!!

ব্যাংকের ভেতরে ঢুকে চুরি!

মোকা পাইলেই মওকা কামে লাগানোর প্রকৃষ্ট প্রমাণ - স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ঢাকা অফিসের এই কর্মকর্তা।



০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ৮:২৮

নীল আকাশ বলেছেন: মওকা কামে লাগানোর প্রকৃষ্ট এবং শ্রেষ্ঠ প্রমান তো সেমিফাইনাল খেলা। ভুলে গেলেন নাকি দাদা?
এভাবেই তো আমাদের দেশটাকে লুটেপুটে খাচ্ছে এরা!!!!

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৯

জাহাজ ব্যাপারী বলেছেন: ইন্ডিয়া আর ইন্ডিয়ানরা বাংলাদেশে পুকুরচুরি শুরু করেছে অনেক আগে থেকেই। ৫ লাখ তো কিছুই না!

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৪

নীল আকাশ বলেছেন: সহমত। একদম ঠিক বলেছেন। এত সামান্য পরিমান তো কিছুই না।
পড়ার এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.