নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, \nনিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

চলুন ICC কেই আমরা অবৈধ ঘোষনা করি!

২১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৬

তথাকথিত অবৈধ বোলিং অ্যাকশন ও কিছু পুরানো কথা মনে করিয়ে দিতে চাই!
- দুর্দান্ত ফর্মে ছিলো সোহাগ গাজী। সদ্যই বিশ্ব রেকর্ড গড়লো এই বোলার, কিন্তু তারপরই হঠাৎ গাজীর বোলিংকে অবৈধ ঘোষনা করলো আইসিসি।
- ফর্মে থাকা আল আমীনকে শেষ করার অনেক চেষ্টা করেও সফল হয়নি তারা।
- পাকিস্তানের সাঈদ আজমল যখন বোলিং রাজ্যে রাজত্ব করছিল, তার বল অবৈধ ঘোষনা করে তার ক্যারিয়ার নষ্ট করলো
আইসিসি।
- বিশ্বক্রিকেটে দীর্ঘদিন অলরাউন্ডার হিসাবে খেলা হাফিজের বোলিং ক্যারিয়ার বরবাদ করে দিলো আইসিসি।
- ওয়েষ্ট ইন্ডিজের সুনীল নারাইনের বিষাক্ত স্পিন এক নিমিষে শেষ করে দিলো আইসিসি।
- তাদের কালো হাতে পরে ক্যারিয়ার নষ্ট হয়েছে সেনানায়েক, হোল্ডার,উতসিয়াদের।

কিন্তু আজ পর্যন্ত কোনো ভারতীয়, অষ্ট্রেলিয়ান বা ইংলিশ তারকাকে নিষিদ্ধ হতে দেখলাম না !!!

ICC প্রত্যেক কর্মকর্তাকে পাওয়ারওয়ালা চশমা পড়াতে হবে.যাতে তারা চোখে ভুল না দেখে সঠিক আপত্তিককর বোলারদের, যেমন আশ্বীণ,বোমরা এদেরকে চিহ্নিত করে তাদেরকে নিষিদ্ধ করতে পারে। কিন্তু আসল কাহিনী হলো এদেরকে কোনদিনও করবে না।

অথচ আইসিসি অন্যদেশের সেই খেলোয়ারকেই নিষিদ্ধ করে যারা থাকে সেরা ফর্মে। যেই তালিকায় সর্বশেষ যুক্ত হলো তাসকিন ও আরাফাত সানির নাম। তারা চোখে দেখে না বোমরা কিংবা আশ্বিনদের।

আমি ক্রিকেট বিশ্বের প্রত্যেককে বলবো এখন যদি সবাই গর্জে না উঠে, তবে শীঘ্রই ক্রিকেট হারাতে যাচ্ছে তার নিজস্ব রং।
এই তিন মোড়লের আইসিসি নষ্ট করছে ক্রিকেটকে।
সবাই গর্জে উঠুন।
চলুন আইসিসিকেই আমরা অবৈধ ঘোষনা করি |


সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, মার্চ, ২০১৬

মন্তব্য ১৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৯

বন্দি কন্ঠস্বর বলেছেন: সানি-তাসকিন নিষিদ্ধ হওয়ার প্রতিবাদ করতে যেয়ে, যে প্রতিবাদগুলো অবশ্যই করবেন না!!!

২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২০

নীল আকাশ বলেছেন: কন্ঠস্বর বন্ধ করে রাখলে কি পাবো আমরা!

২| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৭

নিজাম বলেছেন: শুধু তাই নয়, বিশ্ববিখ্যাত শ্রীলংকান স্পিনার মুরালিধরনের বিষে নীল হয়ে যাওয়া অস্ট্রোলিয়া এবং আরো কয়েকটি দেশ তাঁর মতো একজন মহান বোলারকেও নিষিদ্ধ করে প্রায় এক বছর বসিয়ে রেখেছিল। শেষ পর্যন্ত পারে নি।

ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার ফার্স্ট বোলাররা হরহামেশা বাউন্সার বল ছুড়ে ব্যাটসম্যানদের দিশেহারা করে ফেলত। যেই পাকিস্তানের টু ডাব্লিউ ওয়াকার ইউনুস ও ওয়াসিম আকমার বাউন্সার বল করা শুরু করল তখনই আইসিসি ঘোষণা করল, এক ওভারে একটির বেশি বাউন্সার করা যাবে না। হায় আইসিসি !!!!

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৭

নীল আকাশ বলেছেন: সত্য কখনই গোপন রাখা যায় না।

৩| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৮

ইচ্ছে পাখি বলেছেন: বিসিসি এর যথাযথ ব্যবস্থা নিয়ে নিজেদের প্রমাণ করুক। আরে কিছু না পারেন , প্রতিবাদতো করতে পারবেন। মনে রাখবেন: দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভাল

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৮

নীল আকাশ বলেছেন: এরা কিছু পারলে তো আসল কাজই হতো!!!

৪| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫২

ছাসা ডোনার বলেছেন: ক্রিকেট শুধু ইংল্যন্ড, ইন্ডিয়া,আর অস্ট্রেলিয়া ই খেলুক। তাদেরকে বাদ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড গঠন করলে সারা বিশ্বে এর জনপ্রয়তা বাড়বে। তাতে পৃথিবীর সব দেশেই ক্রিকেট খেলা শুরু হবে। আসুন এই ঘোষনা দেই তাতে লাভ ছাড়া ক্ষতি হবে না।

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৮

নীল আকাশ বলেছেন: দারুণ বলেছেন। ধন্যবাদ।

৫| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১০

আনু মোল্লাহ বলেছেন: প্রতিবাদে গর্জে উঠো বাংলাদেশ

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৮

নীল আকাশ বলেছেন: কোন লাভ নেই।

৬| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১০

হাসান নাঈম বলেছেন: তিন মোড়লের আইসিসি নষ্ট করছে ক্রিকেটকে। সবাই গর্জে উঠুন। আইসিসিকেই আমরা অবৈধ ঘোষনা করি |

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৭

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ। আমার সাথে একমত হবার জন্য।

৭| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৪

কোলড বলেছেন: Law is good as long as it doesn't bite you...right? When big three was formed, Pakistan and south Africa were dead against it but Bangladesh supported India and now you are venting against big three in general and India in specific.

২২ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২২

নীল আকাশ বলেছেন: Of course Bangladesh made a big mistake in supporting India. We should have support Pakistan & South Africa at that time. That was a great mistake. Political pressure from India to Bangladesh puppet Govt. plays a major role in this decision making. But I am trying to show people that this conspiracy starts very earlier. It is a systematic approach to destroy cricket from other nations using the name of ICC. And we must protest against this conspiracy.

৮| ০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:০৬

kalyl বলেছেন: https://basketballstars2.io - To jump into the action, simply download Basketball Stars from your mobile device’s app store. Once installed, you can create your player, customize your look, and start competing in matches.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.