নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, নিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

ভাত চাওয়ায় শতবর্ষী \'মা\'কে ছেলের লাঠিপেটা - আমরা কি অমানুষ হয়ে যাচ্ছি দিন দিন

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:১৯

ক্ষুধা সহ্য করতে না পেরে ছেলের বৌয়ের কাছে ভাত চাওয়ায় ছেলের হাতে গুরুতর জখমের শিকার হয়েছেন প্রায় ৯৯ বছর বয়সী বৃদ্ধা তসলিমা খাতুন।

এ নির্দয় ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায়।

গ্রামবাসীরা জানায়, মঙ্গলবার দুপুরে ছেলের বৌয়ের কাছে ভাত চাইতে গিয়ে ওই বৃদ্ধা নির্যাতনের শিকার হয়েছেন ছেলে বদির উদ্দিনের হাতে। বদির উদ্দিন লাঠি দিয়ে তার মায়ের বাম চোখে আঘাত করে। লাঠির আঘাতে চোখের নিচের অংশের চামড়া ওঠে যায়।

এতে ক্ষ্যান্ত থাকেনি বদিরউদ্দিন। বাড়ি থেকে বের করে দেয় বৃদ্ধা মাকে। পরে তাকে স্থানীয়রা হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয় চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের তসলিমার স্বামী সফিরউদ্দিন ২৫-৩০ বছর আগে মারা যান। ওই বৃদ্ধার স্বামীর রেখে যাওয়া জমিজমা রয়েছে। ছেলেরা জমি ভোগদখল করলেও মাকে দেখভাল করে না।

বয়সের ভারে নূজ্য ওই বৃদ্ধা কানে কম শোনেন, চোখেও ভাল দেখেন না। ঘটনা জানতে পেরে বুধবার জেলা প্রশাসক আবদুল আওয়াল ওই বৃদ্ধার চিকিৎসার ব্যবস্থা করেন।

হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস জানান, অভিযোগ পেলে তিনি ব্যবস্থা নেবেন।

সুত্র: দৈনিক যুগান্তর পত্রিকা, আজকেই প্রকাশিত

সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, অগাষ্ট, ২০১৭

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:২৫

খায়রুল আহসান বলেছেন: অমানুষ, কুলাঙ্গার!

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০১

নীল আকাশ বলেছেন: বিশ্বাস করুন এই দেশে এইসব অমানুষ, কুলাঙ্গার! এর সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে।

২| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৫০

জোহা ৭১ বলেছেন: এই সব আজ অহরহ ঘটছে। কিন্তু মাত্র একভাগ প্রকাশ পায়।
এইসব জানোয়ারকে ফাঁসিতে ঝুলানো উচিত

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪০

নীল আকাশ বলেছেন: শতকরা ২ ভাগ ঘটনা প্রকাশ পায় আর বেশির ভাগই আড়ালে হারিয়ে যায়। কিন্তু আমরা প্রতিবাদ করি কয়জন ? সমাজ কি এই ভাবে নস্ট হয়ে যাবে দিন দিন ?

৩| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৭

বিষাদ সময় বলেছেন: কথায় কথায় আমরা ইসলাম গেল, ইসলাম গেল রব তুলি। যে মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশ্ত, সেই সন্তান যখন ভাত চা্ওয়ায় মাকে লাঠি পেটা করে তখন ইসলাম ধর্মের অবমাননা হয় না? এর প্রতিবাদে কেন আমাদের হুজুররা সোচ্চার হন না। আমাদের দেশে উত্তারাধিকার, বিবাহ ইত্যাদি বিষয় গুলো ধর্মীয় আইন দ্বারা পরিচালিত হয়। আাজ মুসলিম পুরুষদের একাধিক বিবাহ রোধে আইন করুন বা পুরুষ, নারী উত্তারাধিকারের ক্ষেত্রে সমান সম্পত্তি পাবে এ রকম আইন করুন সারা দেশে ধর্ম গেল, ধর্ম গেল রব উঠবে। অথচ ইসলাম ধর্ম অনুযায়ী প্রত্যেক পিতা, মাতার ভরণ পোষণের দায়িত্ব সামর্থবান পুত্রের উপর ন্যস্ত কিন্তু অসহায় পিতামাতা প্রায় ক্ষেত্রেই সন্তান এর কাছে ভরণ পোষণ পাওয়া তো দুরের কথা, উল্টো তারা সন্তান কর্তৃক নির্যাতনের শিকার হন। কিন্তু দুঃখের বিষয় কখনও কোন হুজুর কে এ দাবী তুলতে শুনিনা যে পিতা মাতার ভরণ পোষণের দায়িত্ব আইন করে পুত্র সন্তানের উপর ন্যস্ত করা হোক।

আজ আমি সরকারের কাছে দাবী জানাবো আইন করে প্রতিটি অসহায় পিতা মাতার ভরণ পোষণের দায়িত্ব সামর্থবান পুত্র/সন্তানের উপর ন্যস্ত করা হোক। কোন সামর্থবান পুত্র/সন্তান এ দায়িত্ব পালনে আস্বীকার করলে পিতা মাতা প্রয়োজনে পারিবারিক আদলতের মাধ্যমে তার এ অধিকার আদায় করতে পারবেন।

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০২

নীল আকাশ বলেছেন: অসাধারণ একটা মন্তব্য করার জন্য আপনাকে আমার পক্ষ থেকে অভিনন্দন রইল।
ভালো থাকুন সব সময়।

৪| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৭

একজন রোদঁশী বলেছেন: এইসব সন্তানের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবে ইন-শা-আল্লাহ

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৮

নীল আকাশ বলেছেন: অবশ্যই। ইনসাল্লাহ এদের এই দুনিয়াতেই শাস্তি হবে।

৫| ২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কুলাঙ্গারকে ধিক্!

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০২

নীল আকাশ বলেছেন: এরা আসলেই অমানুষ, কুলাঙ্গার!

৬| ২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: এমন সন্তান যেন বাংলার মাটিতে আর না জন্মায়।

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৩

নীল আকাশ বলেছেন: মাইদুল ভাই,
এই দেশে এইসব অমানুষ, কুলাঙ্গার! এর সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে।
ধন্যবাদ।

৭| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: কিভাবে সম্ভব।

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৪

নীল আকাশ বলেছেন: রাজীব ভাই,
এইসব অমানুষ, কুলাঙ্গাদের পক্ষে সবই সম্ভব।

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭

ফাহমিদা বারী বলেছেন: ইস! সেই কুলাঙ্গার ছেলে ছেলেবউকে থানা হাজতে নিয়ে যাওয়ার জন্য এখন কি আইনী বাধা সামনে? এমন ছেলে যেন কারো না হয়!

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১০

নীল আকাশ বলেছেন: আপু,
বিশ্বাস করুন এই দেশে এইসব অমানুষ, কুলাঙ্গার! এর সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে।
পড়ার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.