নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, নিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

ব্লগের লেখক, মন্তব্য, প্রতিমন্তব্য, উত্তর ও প্রাসন্গিক আলোচনা

১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫১

আজকাল সামু তে অনেক লেখক কেই দেখি একটা লেখা প্রসব করার পরে তাকে আর খুঁজে পাওয়া যায় না। আমরা যারা নিয়মিত ব্লগে লেখা পড়ি তারা লেখা পড়ার পর মন্তব্য গুলিও পড়ি। কিন্তু আজকাল অনেক লেখক কেই দেখা যায় যে একবার লেখা দেবার পরে আর ব্লগ খুলে দেখেন না । কেউ কোনো মন্তব্য করলে তার উত্তর দেন না। এটা তো নিউজ পেপার না ! যে আপনার লেখা পড়ার পরই শেষ।
আমরা আপনার আপনার লেখার মন্তব্য, প্রতিমন্তব্য জানতে চাই। আবার অনেকই লেখার মন্তব্যের প্রতিমন্তব্য ঠিক জায়গায় করেন না।

তাই সবার জন্য অনুরোধ সামু ব্লগ টা সুন্দর, সাবলীল, প্রানব্ন্ত করে তোলার জন্য চেস্টা করবেন।

অনেক নতুন লেখক লেখার মন্তব্যের প্রতিমন্তব্য ঠিক জায়গার করতে পারেন না। তাদের কে অনুরোধ নিচের ব্লগ টি
পড়ে আসুন। আমি নিজেও অনেক কিছু জেনেছি এখান থেকে।

শ্রদ্ধেয় ব্লগার গেম চেঞ্জার ভাই -এর এই লেখাটা পড়ুন!! অনেক শেখার আছে এখানে Click This Link

সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, মার্চ, ২০১৮

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২০

জুনায়েদ বি রাহমান বলেছেন: সামু তো নোটিফিকেশন সমস্যায় ভুগছে। কারো পোস্টে মন্তব্য করার পর নোটিফিকেশন না পেলে ভালো লাগেনা।

নোটিফিকেশন সমস্যা সমাধান করলে সামুর লেখক পাঠক আরো বাড়বে।

১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৯

নীল আকাশ বলেছেন: আপনার সাথে আমিও একমত। নোটিফিকেশন না পেলে কখন কে কি বলছে সেটা জানা মুসকিল।

২| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৯

আকিব হাসান জাভেদ বলেছেন: মন্তব্য করাটা ও একটা শৈল্পিক কাজ । এক শিল্পকে প্রতি উওর দিয়ে সম্মান করা সকলের উচিৎ। সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। লেখককে ধন্যবাদ আমার নিজের অন্তরালের কথাটা উপস্থাপন করার জন্য।

১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৩

নীল আকাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আমরা সবাই যদি চেস্টা না করি তাহলে একার পক্ষে এটা বোঝানো সম্ভব না। আমি চাই সবাই সবার লেখা কে সম্মান করুক। একটা ছোট হলেও মন্তব্য লিখুন, তাকে উৎসাহিত করুন পরবর্তি লেখার জন্য। "সম্মান দিলেই সম্মান পাওয়া যায়।" - পূর্ণ স হ ম ত।

৩| ১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: আমি সবার পোষ্ট পড়ি। মন থেকে মন্তব্য করি।
কেউ আমার পোষ্টে মন্তব্য করলে, আমি মন্তব্যের উত্তর দেই।

০৭ ই মে, ২০১৮ সকাল ১১:৫৮

নীল আকাশ বলেছেন: আপনি ঠিক কাজ টা করেন রাজিব ভাই।

৪| ০৭ ই মে, ২০১৮ দুপুর ১২:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সহমত। আর নোটিফিকেশন সমস্যাটা আমারও খারাপ লাগে। এটা ঠিক করা উচিৎ।

০৮ ই মে, ২০১৮ সকাল ৯:৪৮

নীল আকাশ বলেছেন: আপনি নোটিফিকেশন সমস্যাটা আসলেও সমাধান করা উচিৎ। আপনি ঠিকই বলেছেন।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন। মন্তব্য করাটা বাধ্যতামূলক নয়, তবে নিজের লেখায় মন্তব্য পেলে একটা প্রতিমন্তব্য করা আমার মনে হয় নিছক সৌজন্যের চেয়েও কিছুটা বেশী, এটা প্রায় একটা আবশ্যিক কর্তব্য হয়ে পড়ে। তাই কিছুটা সময়ও নিয়ে হলেও, প্রতিমন্তব্য করা অবশ্যই উচিত।
আর নোটিফিকেশন বিভ্রান্তিটা দীর্ঘ্দিনের সমস্যা। এটার আশু সমাধান প্রয়োজন। এটা কি সমাধানের ঊর্ধ্বে?

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৫

নীল আকাশ বলেছেন: আপনি ঠিকই বলেছেন। আপনার সাথে আমি পূর্ন সহমত।
আমি সেজন্যই সবাই কে প্রতিমন্তব্য করার জন্য অনুরোধ করি।
এটাই ব্লগের আসল মজা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.