নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, \nনিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

‘জার্মান প্রতিষ্ঠানের প্রতিবেদন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র’- তোফায়েল আহমেদ।

২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৫

শত ভাগ খাঁটি কথা। আমি সহমত। আমিও গবেষনাটিতে কোথায় যেন একটু একটু ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। যেখানে পৃথিবীর পঞ্চম সৎ, দ্বিতীয় যোগ্য ইত্যাদি উপাধিতে ভূষিত হচ্ছি। সেখানে মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মত গবেষণার ফলাফল মেনে নিতে কষ্ট হয় বৈকি। সব ষড়যন্ত্র। পৃথিবীতে ভালো কাজের কোন দাম নেই।

এই যে দিনরাত পরিশ্রম করে এত উন্নয়ন ঘটাচ্ছি সেগুলি তাদের চোখে পড়ল না। বলে স্বৈরতন্ত্র। এদেশে কোথায় স্বৈরতন্ত্র! ৫ই জানুয়ারিতে নির্বাচন দিলাম, বিরোধীদলসহ অন্যরা নির্বাচনে আসলোনা সেখানে নির্বাচনের ট্রেন তো আর থেমে থাকতে পারে না। ১৫৪ জন আবার ঠাস করে বিনা ভোটে নির্বাচিত হয়ে গেল। আমরা কি করব বলুন, প্রার্থী না থাকলে আমাদের কি করারই বা আছে! ওটাও ছিল ষড়যন্ত্র, চারিদিকে ষড়যন্ত্র। আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন দিলাম, সংবিধানের অমর্যাদা হউক এমন কিছু করা তো আর যায় না। এতো যেই সেই পাপ না, একেবারে অন্ন পাপ।

শরৎ বাবু কোথায় যেন বলেছিলেন, রুটি নয় সন্দেশ নয় এযে অন্ন! এতো আর সত্যি সত্যি ক্ষমা করা যায় না! শরৎ বাবুর কথায় মনে হল, আইন না, কানুন না, এযে সংবিধান, এতো আর সত্যি সত্যিই সংশোধন করা যায় না! এ যে বাইবেল, বেদ-বাক্য,পবিত্র কোরআন। তো আমাদের ভুলটা হল কোথায়? এতিমের টাকা মেরে খাবেন আর জেলে যাবেন না! বিচারক একটু চটজলদি রায় দিয়ে ফেলেছে (রায় লেখার আগেই), উচ্চ আদালতের নথি পৌঁছতে না হয় একটু দেরি হয়ে গেছে, এ্যাপিলেট ডিভিশন না হয় জামিন স্থগিতই করেছে।

বেয়াদব পুলিশ/rab- না হয় কয়েকশ মানুষ কে বিনা বিচারে হত্যাই করেছে, পুলিশ লীগ ভাইয়েরা পুলিশ কাস্টডিতে হত্যাকাণ্ড ঘটিয়ে ধরলাম একটু বাড়াবাড়িই করেছে। অসংখ্য গুম আর খুন?! হুম। ওটা উন্নত বিশ্বেও হয়, ব্যাপারটা এতো সিরিয়াসলি না নিলেই হতো। বাক স্বাধীনতা? এটা আবার কি! কস্মিনকালেও এটা দিতে নেই। বলতে দিলে এরা নাদান লোকজন কত কথাই বলবে, এতে দেশের উন্নয়নের বিঘ্ন ঘটবে। অভাগা দেশের হইবে কি।

অথচ দেখুন, এত কিছু করার পর জার্মানির মতো একটা স্বনামধন্য প্রতিষ্ঠান কিনা বলে আমরা স্বৈরতান্ত্রিক। আচ্ছা কি করা যায় বলুন তো? এটারতো একটা হাল বিহিত করতে হবে, নাকি? যুদ্ধাপরাধীদের আদালত তো আন্তর্জাতিক আদালত, এখানে একটা মামলা ঠুকে দিলে হয়না। ভাবনার বিষয়, কোথায় গেলে সুবিচার পাওয়া যায়। ভাল কথা মনে করেছেন, পশ্চিমা বিশ্ব থেকে একদল লবিস্ট ভাড়া করা যেতে পারে। তারা পৃথিবী ঘুরে বিভিন্ন গবেষণা সংস্থা দিয়ে এর পাল্টা গবেষণা দেখাবে। মানি ইজ নো প্রবলেম। আমার মতে এটাই সবচেয়ে ভালো, মামলা টামলা দিয়ে আসলে কিছু হবে না। এরা তো আর ভেতো বাঙালী নয়, এরা যে নিল রক্তের জার্মান! 'কাউয়াকে' খবর দাও, তার মতামত নিয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ করা দরকার। ছি ছি যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে মরছি, এত কিছু করছি, আর ওরা বলে কিনা আমরা স্বৈরতান্ত্রিক! এটা হতে দেয়া যায় না, এই কে কোথায় আছো, চটজলদি ব্যবস্থা নাও। ভাষাটা একটু স্বৈরতন্ত্র স্বৈরতন্ত্র শোনালো নাকি আবার! দেখুন তো পাঠকবৃন্দ।

সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, মার্চ, ২০১৮

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৩২

বরুন মালাকার বলেছেন: গরম ভাতে বিলাই বেজার, তোফায়েলরা তোযামোদীতেই ধন্য চিরকাল।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৭

নীল আকাশ বলেছেন: এদের চরিত্র এই রকমই।
ধন্যবাদ, সাথে থাকার জন্য

২| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫০

খাঁজা বাবা বলেছেন: কিচ্ছু কমুনা
কইলে কত ধারা সামনে আইবো কে জানে

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৬

নীল আকাশ বলেছেন: সারা জীবন মুখ সবাই বন্ধ রাখলে তো হবে না, কাউ কে না কাউ কে কথা বলতে হবে!
ধন্যবাদ, সাথে থাকার জন্য।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৬

উদাসী স্বপ্ন বলেছেন: দুই জার্মানীই তো শুনছি নাস্তিকদের ভিসা পাসপোর্ট দিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের মাসলম্যানদের কথামতো তো জার্মানী সত্য ধর্মের শত্রু

সেখানে তোফায়েল ঠিকই তো বলছে

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৪

নীল আকাশ বলেছেন: পাছার কাপড় খুলে ঘুরে বেড়ালে সমাজ তো ল্যাংটা বলবেই! লজ্জা শরম এট বেশী থাকলে পাছায় কাপড় দিক তারপর না হয় বুঝে যাবে তালগাছ টা কার?

অড প্রশ্ন করলাম: উদাসী স্বপ্ন ভাই, আপনি কি এক্স বুয়েট? হোলে ডিপার্টমেন্ট কোনটা ?

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.