নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, \nনিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

আমাদের বোধদয় কবে হবে ????

১১ ই জুলাই, ২০১৮ সকাল ৮:১৫



রাইফার বাবা (সাংবাদিক) টের পেলেন নিজের সন্তান হারানোর পর। আপনি আমিও টের পাবেন (জান,  মাল, সম্মান সব)  হারানোর পর। তাই বলছি সময় এসেছি আসুন রুখে দাড়াই। সময় এসেছে সব বদলে দেবার.....

১) সিএনজি মিটারে যাবেনা, সরকার ব্যবস্থা নিল। ফলাফল ধর্মঘট। 

২) রাস্তায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, দোষীদের শাস্তি দিলে পরিবহণ ধর্মঘট। 

৩) মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ওষুধে সয়লাব ফার্মেসী দোকান, ব্যবস্থা নিতে গিয়ে নাজেহাল ম্যাজিস্ট্রেট। কেন সাজা দিল, ফলাফল ধর্মঘট। দোকান বন্ধ। 

৪) ভুল চিকিৎসায় রোগী মেরে ফেলছে, জবাবদিহিতা চাইতেই ক্লিনিক ধর্মঘট।

৫) গুলিস্তানে হকারদের অত্যাচারে পথ বন্ধ, ব্যবস্থা নিতে গেলে সুশীলদের সমালোচনা।

৬) যত্রতত্র রিক্সার আধিক্য, চলাচলে চরম বিঘ্নতা, অসাধু সিন্ডিকেটে চলে লাখ লাখ রিক্সা।

৭) পাসপোর্ট আপনার নাগরিক অধিকার। অথচ তা করতে গেলে মনে হবে এই দেশে জন্ম গ্রহন করে ভুল করেছেন।

৮) টাকা ছাড়া যে BRTA তে কাজ করতে পেরেছেন সে অস্কার পাওয়ার যোগ্য।

৯) আপনি বিদেশে থেকে ফিরছেন, বিমান বন্দরে আপনার লাগেজ হাওয়া। যদিও ফেরত পান তাহলে দেখবেন আপনার লাগেজ কেটে সদর দরজা বানিয়ে দিয়েছে।

১০) সামনে রমজান মাস, সুতরাং ৪ দফা দাম বাড়িয়ে সারা বছরের লাভ এই সময়ই করতে হবে। 

১১) বুড়িগঙ্গা দুষিত হলে আমার কি! আমি তো থাকি গুলশানে। আমার কারখানায় ঠিক মত লাভ হলেই হল।

১২) বিদেশে চিংড়ি বাজার হারিয়েছে বিষাক্ত জেলি পুশ করার কারনে। এই সব চিংড়ি এখন মানুষ খেয়ে কিডনি সহ নানা জটিল রোগে ভুগছে। কে শুনবে কার কথা?

১৩) কীটনাশক প্রয়োগে সবজি খেয়ে ক্যান্সার সহ নানা রোগে আক্রান্ত আমরা।

১৪) ব্রয়লার মুরগী কে খাওয়ানো হচ্ছে ট্যানারির থেকে প্রাপ্ত উচ্ছিষ্ট ক্রোমিয়ামযুক্ত খাবার যা সহজেই আপনার শরীরে ক্যান্সার বানিয়ে ফেলবে। কারো মাথাব্যথা নেই।

১৫) ট্রেনের টিকেট ৩দিন আগে থেকে নাই। বাড়তি টাকায় মেলে টিকেট ট্রেন ছাড়ার আগ মুহূর্তেও।

আজ আমরা ভাবছি আমার তো কিছু হয়নি, আমি শুধু বিক্রি করছি, নিজেতো খাচ্ছিনা। অথচ সে অন্যের দ্বারা নীরবে আক্রান্ত হচ্ছে। এভাবে আমরা একে অপরকে নীরবে হত্যা করছি। যেদিন নিজের বুক খালি না হবে তার আগ পর্যন্ত হয়ত আমাদের বোধোদয় হবেনা। আর যেদিন বোধোদয় হবে তখন আর ফিরে আসার পথ থাকবেনা।

যারা দেশকে ভালবাসেন তাদের বলছি আসুন দূর্নীতির বিরুদ্ধে রুখে দাড়াই।

এখন যদি না হয় তবে কখন ?

আমরা কি সবাই নিরোর মতো বাশীওয়ালা হবো ?????

[ফেসবুক বন্ধু এম এ ইউ তুহিন লেখা থেকে & তারই অনুরোধে জনস্বার্থে আবার দেয়া হলো.............। ]

সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, জুলাই, ২০১৮

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:


আপনার নিজের কি অবস্হা, শোধবোধ কি বাড়ছে?

১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৩

নীল আকাশ বলেছেন: চাঁদগাজী ভাই, অনেক দিন পরে আমার ব্লগে আসলেন। নিজের কথা আর কি বলবো! শোধ বলেন আর বোধ বলেন মনে হয় আস্তে আস্তে সবই হারিয়ে যাচ্ছে জীবন থেকে এ দেশে থেকে থেকে.....। লেখা পড়া শেষ করার পর সব বন্ধুরা যখন একে একে দেশ ছেড়ে চলে যাচ্ছিল তখন মনে হয়েছিল এরা জাতীয় বেইমান, বুয়েট থেকে আমাদের মতো একজন প্রকৌশলীদের লেখাপড়া করাতে দেশের অন্তত যে টাকা টা খরচ হয়েছে সেটুক সেবা দেশের জন্য করে যাওয়া উচিৎ। ওরা হাসতো , বলত বেকুব। আসলেই আজকাল মনে হয় ঠিকই বলেছে....দেশে থেকে এই জীবন টা শেষ করে দিলাম অথচ জীবনে কত কিছু করার সুযোগ ছিল পাশ করার পরে.......নিজের ২ ছেলেকে দেখলে আজকাল বড় লজ্জা, লাগে শরম লাগে । কোন দেশে কোন অনিশ্চিত ভবিষ্যৎ দিকে এদের রেখে চলে যাবো.......শোধবোধ গনা আজকাল ছেড়ে দিয়েছি....এমন একটা দেশ কি আসলেই আমরা চেয়েছিলাম !!!!!!!!!!!!!!!!!!

২| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৭

স্রাঞ্জি সে বলেছেন: আপনার অবস্থা বর্ণনা করুন।

১২ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৩

নীল আকাশ বলেছেন: কোন অব্যস্থাতেই আপনার চেয়ে ভালো না । এদেশে ভালো থাকা সম্ভব না ।

৩| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: সরকারি উকিল : ওরা বাদির পকেট কাটে, আর আসামির পকেটে ডাকাতি করে!

১২ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৬

নীল আকাশ বলেছেন: আর আমরা সবাই শুধু চেয়ে চেয়ে থাকি !!!!!!!!!!!!!! আর ভাবি আমার সাথে তো হয়নি!

৪| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আহা! বেশ, বেশ, বেশ। এই না হলে দেশ? :-B

১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫০

নীল আকাশ বলেছেন: চলুন সবাই মিলে বলি, জয় বাংলা - দেশ সামলা!

৫| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪০

টারজান০০০০৭ বলেছেন: নেগেটিভ তো সবাই বলিতে পারে ! কিছু পজেটিভ বলুনতো দেখি !

সোহরাওয়ার্দী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন একবার দুর্ভিক্ষ হইল ! শেরে বাংলা তাহাকে ধুইয়া দিলেন ! সোহরাওয়ার্দী মঞ্চে উঠিয়া মঞ্চে বার বার পদাঘাত করিয়া জনগণকে জিজ্ঞাসা করিলেন, আওয়াজতো হইল , কোন কাম কি হইল ? জনগণ বলিল, না !!
তাহার পর আওয়াজ না করিয়া শুরু করিলেন তিনি কি কি পদক্ষেপ লইয়াছেন তাহার বর্ণনা !

চারিদিকে শুধু আওয়াজ শুনিতেছি , কোন পদক্ষেপ তো দেখিতেছি না ! কিছু পদক্ষেপের কথা বলুন। এসব সমস্যার সমাধানে কি কি পদক্ষেপ নেওয়া যায় ব্লগারদের কাছে তাহার আবেদন রাখুন ! আমরা শুনি , আমরা শিখি !

১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৯

নীল আকাশ বলেছেন: চলুন আপনার আমার মানষিকতা আগে বদলাই। সত্য কে চিনতে, জানতে আর বলতে শিখুন। প্রতিবাদ করুন, যত ছোট বিষয় ই হোক না । ছোট থেকেই আবার সব শুরু হোক!

৬| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: এখনকার ডাক্তারেরা রোগী পেলে প'রে
কুশল বিনিময়ে জেনে নেয় রোগী কি করে
কত টেস্ট দিলে পরে তা' সহিতে পারে
কমিশনে পেয়েও পেট টা না ভর।

ডিগ্রির সাথে তাঁর বয়সটা বেমানান
ভিজিটিং কার্ডে শুধু ডিগ্রি-ই চলমান;

টেস্ট আর মেডিসিন দুটোই সমান
উপকার ভোগী কই আছে যার প্রমাণ!

হাত পাকাবে বলে নানা রকম ছুতো খুঁজে-
পেটেতে ব্যান্ডেজ, কাঁচি রয়ে যায় ভুলে;

পেশাজীবি নামে হলেও পেশাদারি আছে কি?
মৃত্যুতে ঠেলে দিতে দ্বিধায় মন কাঁপে কি!

সু-সময়, অ-সময়; কোন সময় আছে কি-
অর্থের মোহে বিকৃত রুচি যার
তাঁদের নিয়ে আজ কেন এত সমাচার;

সরকারি হাসপাতাল চিকিৎসার আধার
রোগি প্রতি ব্যয় নাকি ২২ হাজার !!

অসন্তুষ আর তুষ্টিতে নেই কারও মতি
পার্শ্ব দেশে যার হয় শুধু গতি

চিকিৎসা ও সুফল নাগরিক অধিকার
আন্দোলনে পন্ড হল একি নতুন সমাচার

১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৯

নীল আকাশ বলেছেন: বর্তমান চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসক দের নিয়ে কথা বলতে আজকাল রূচিতে বাধে । সন্দেহ হয় এরা মানুষ নাকি কষাই!

৭| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৩

আরাফআহনাফ বলেছেন: এই যে চিঠিটা দিলেন - একটা বেসরকারী সংগঠনের চিঠি যাতে আহ্বান করা হয়েছে সকল স্তরের প্রাইভেট প্রাকটিস সহ ডায়াগনস্টিক সেন্টার, বেসরকারী হাসপাতাল-ক্লিনিক বন্ধ রাখতে - এই চিঠিটা সবার কাছে পাঠানো হয়েছিল সরকারী মেডিকেলের ই-মেইল এড্রেস ব্যবহার করে ! ! ! ! !

এসব ডা: আবুল কাসেম গংদের হাত কত লম্বা, ক্ষমতা কতটুকু, খুঁটির জোর কেমন - সরকার আর প্রশাসনের চেয়েও কী বেশী নয়?
কী বিবেকহীনতা, কী চরম নির্লজ্জতা, কী ঔদ্বত্যপূর্ণ আচরন - জনগন, জাতি, দেশের সাথে !! !! !

এদের কেন বিচার হবে না????বাঁধা কোথায়??

১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৫

নীল আকাশ বলেছেন: বাধা হচ্ছে আপনার আমার মানষিকতা।
কখনো কি প্রতিবাদ করেছেন ?
যে দেশে মানুষ কে মানুষ হিসেবে গন্য করা হয় না। এমন কি ভোটের ও যোগ্য মনে করা হয় না, ৯৫ ভাগ জনগনের ধোকা দিয়ে ৫ ভাগ ভোটের নামে সন্ত্রাস করে জোর করে ক্ষমতা দখল করে গনতন্ত্র কে কবর দেয়া হয়, সেটার কি কোনো প্রতিবাদ করেছেন ?
আমাদের কাপুরষতা আজকের পরিমান হলো এই চরম বাস্তবতা!

৮| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৯

রোকনুজ্জামান খান বলেছেন: সময় থাকতে আমাদের রুখে দাড়াতে হবে।
আমরা এই দেশের নাগরিক।
ভূল চিকিৎসায় রোগী মারা যাচ্ছে ,,,, বেসরকারি হাসপাতাল গুলো তে চলছে রোগীদের নিয়ে রমরমা সিন্ডিকেট ব্যাবসা।
অসহায় গরীব মানুষের সেখানে কোনো মূল্য নেই। সরকার বেসরকারি হাসপাল গুলো ঠিক থাক চিকিৎসা দিচ্ছে কিনা
সে ব্যাপার এ দেখার জন্য দায়িত্ব দিয়ে থাকেন সিভিল সার্জন দের । কিন্তু কে শুনে কার কথা ।
আমারে ব্লগে একবার ঘুরে আসার অনুরোধ রইলো।

১২ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪২

নীল আকাশ বলেছেন: রোকনুজ্জামান খান ভাই কে ধন্যবাদ । আমার মেসেজ টা যে আপনি এত সহজে বুঝতে পড়েছেন সেজন্য। ঠিক এই কারনেই এই জনসচেনতার পোষ্টটা দিয়েছি। ব্যথর্তা থাকতেই পারে তাহলে কি কখনো সফলতা আসবে না? নিশ্চই আপনার ব্লগে ঘুরে আসবো । আমন্ত্রনের জন্য আবারো ধন্যবাদ ।

৯| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৪

আরাফআহনাফ বলেছেন: "বাধা হচ্ছে আপনার আমার মানষিকতা।
কখনো কি প্রতিবাদ করেছেন ? "


মানসিকতাতো ২০০বছরের গোলামীর সাথে সাথেই নস্ট হয়ে গেছে আর এখন যা চলছে তা বিকৃত মানসিকতার মহোৎসব।
একদম আমূলে না হলে ২/১ জন করে করে এসব প্রতিবাদের কোন ফায়দা নেই -
আমাদের প্রজন্ম পারেনি, ব্যর্থতার দায় আমার, কিন্তু ৩০/৪০ বৎসর পর যেন এমন মহামারি না থাকে - এটা নিয়েই কাজ করতে হবে।

১২ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪০

নীল আকাশ বলেছেন: "আমাদের প্রজন্ম পারেনি, ব্যর্থতার দায় আমার, কিন্তু ৩০/৪০ বৎসর পর যেন এমন মহামারি না থাকে - এটা নিয়েই কাজ করতে হবে। "
আমার মেসেজ টা যে আপনি এত সহজে বুঝতে পড়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। ঠিক এই কারনেই এই জনসচেনতার পোষ্টটা দিয়েছি। ব্যথর্তা থাকতেই পারে তাহলে কি কখনো সফলতা আসবে না?

১০| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৫

ক্স বলেছেন: রুখে যে দাঁড়াবেন, ছাত্রলীগ হাতুড়ি/চাপাতি নিয়ে এলে অন্যদের বিপদে ফেলে কোন রাস্তা দিয়ে পালাবেন ঠিক করেছেন কি?
রুখে যে দাঁড়াবেন, পুলিশ বাসায় এলে কত টাকা ঘুষ দিয়ে মীমাংসা করবেন, ঠিক করেছেন কি?
রুখে যে দাঁড়াবেন, মানুষ আপনাকে নিয়ে ঠাট্টা করবে, সহ্য করতে পারবেন তো?

১২ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩৭

নীল আকাশ বলেছেন: এই বাধাই হচ্ছে আপনার আমার মানষিকতা। কখনো কি প্রতিবাদ করেছেন এ জন্য? কত দিন এভাবে সহ্য করবেন ? আমৃত্যু ?
গনপ্রতিরোধে এই সব অন্যায় কতদিন টিকবে ?

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা কি সবাই নিরোর মতো বাশীওয়ালা হবো ?????
মানি না মানব না, প্রতিবাদ চলতেই থাকবে
তবে এসব অনিয়ম বন্ধ করতে হলে ,
মাহাথির এর মতো একজন শক্ত শাসক লাগবে ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
না হলে এমন গোলক ধাঁধাঁয় ঘুরতে থাকব
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

নীল আকাশ বলেছেন: চলুন আপনার আমার মানষিকতা আগে বদলাই। সত্য কে চিনতে, জানতে আর বলতে শিখুন। প্রতিবাদ করুন, যত ছোট বিষয় ই হোক না। ছোট থেকেই আবার সব শুরু হোক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.