নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, \nনিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

ছড়াঃ মাদার অফ হিপোক্রেসি!

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৬



মাদার অফ হিপোক্রেসি
- রাহাত শান্তনু

রডের বদলে বাঁশ !
সিমেন্টের বদলে মাটি !
মেধার বদলে কোটা !
বলতে গিলে হাতুড়ী পেটা !

গুগল, ফোরজি সবই দিলাম,
দিলাম স্মার্ট ফোন।
এত পেয়েও হয়না খুশী
তোদের লোভী মন।

রাস্তা দিলাম,পানি দিলাম
দিলাম পদ্মা সেতু,
এত পেয়েও মন ভরেনা?
বুঝিনা তার হেতু!

র‍্যাব,আর্মি,পুলিশ দিলাম
দিলাম "র" এর বড় কত্তা,
এত পেয়েও চাইতে আসিস
বেডরুমের নিরাপত্তা?

রেল দিলাম,সড়ক দিলাম
দিলাম যোগ্য লিডার,
তবুও কেন কাঁদিস তোরা
মুখে নিয়ে ফিডার?

চেতনা দিলাম,ফাঁসি দিলাম
দিলাম থাবা-পিয়াল,
বীরযোদ্ধা খেতাব দিলাম
আর কি চাস লোভী শিয়াল?

নাহিদ দিলাম,নকল দিলাম
দিলাম জিপিএ, প্রশ্ন ফাঁস, 
এত পেয়েও পেট ভরেনা
উফ! আর কত্ত খেতে চাস?

বিদ্যাসাগর ভিসি দিলাম
দিলাম বিবেকানন্দ প্রক্টর, 
ভাবিস এত ট্যালেন্ট কোথায় পাই
আরে আমার হীরক মানিক সেক্টর!

ইনু দিলাম,হাসান দিলাম
দিলাম জব্বর,কাদের,
ওরা অনেক ক্যাপেবল
জানে মজা দিয়েছে যাদের।

বিচার দিলাম,বিভাগ দিলাম
দিলাম দশ টাকা সের জামিন,
সব পেয়েও নেই শুকুর-সবুর
কেন বলিস না সুম্মা আমীন?

ডিবি দিলাম,এসবি দিলাম
দিলাম আনলিমিটেড রিমান্ড,
এতকিছু পেয়েও শেষ হয়না,
তোদের ছোটলোকদের ডিমান্ড!

এই ছোটলোকের দল বড্ড লোভী
ডিমান্ড ওদের ভিষণ, 
আমার দেশসেবা পন্ড করাই
তাদের অনলি মিশন।

আরে এই বয়সে শাহবাগে 
করবি কেবল ডেটিং, 
তা না করে ফকিন্নিরা 
করে মিছিল-মিটিং।

পোর্টেবল হাগার সু ব্যবস্থা, 
দিয়েছিলাম পাছা ধোয়ার লোটাও,
এখন তারা চাইতে আসছে
ছাপ্পান্ন পার্সেন্ট কোটাও!

১৫+৩৮ টাকায় সব পেয়েও,
বুঝলিনা আমার মমতা!
তোদের এবার "হাইকোর্ট" দেখিয়ে
বোঝাবো আমার ক্ষমতা।

এত পেয়েও বদলায়না স্বভাব
জানিস কত দুর্মূল্যের বাজার,
কত হিসেব করে খরচ করতে হয়?
মাসে লাগে সাড়ে তিন কোটি হাজার।

সারাজীবন শুধু দিয়েই গেলাম
আমি নবাব সিরাজের মাসী,
আদর করে ডাকে আমায় 
"মাদার অফ হিপোক্রেসি"!

আমার কথা: লেখাটা ফেসবুকে পড়ে লোভ সামলাতে পারলাম না । লেখকের নাম ও সম্মতি ক্রমে সবার জন্য উন্মুক্ত করে দিলাম। ছবি গুগল থেকে। ক্রেডিট যা সব লেখক রাহাত শান্তনুর। সব প্রশংসাও তারই প্রাপ্য!!

সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, জুলাই, ২০১৮

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আফনের কি ৫৭ থুক্কু ৩২ এর ভয় নাই ;)

সত্য কথা তিতা অনেক
সত্য বলায় মানা
বিড়াল বেজার গরম ভাতে
তাইরে নাইরে না না! :P

১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪০

নীল আকাশ বলেছেন: ভয় আগে পাইনি তয় আফনের কতা শুউনা এখন ভয় পাইছি!!!!

২| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৯

সূচরিতা সেন বলেছেন: কবিতা ভালো লাগলো ।

১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪১

নীল আকাশ বলেছেন: রাহাত শান্তনু কে আপনার ভালো লাগার কথা যথাযথ ভাবে পৌছে দেয়া হবে। সেই এটার যোগ্য প্রাপক।

৩| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: কবিতা ''জটিল'' হইছে।

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩১

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই । পড়ে ওনেকেরই গায়ে জ্বালাপড়া হচ্ছে.........।

৪| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৬

ভ্রমরের ডানা বলেছেন:
রাহাত শান্তুনু একটা গর্ধব।

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩৩

নীল আকাশ বলেছেন: আপনার মতো লোকজনের জন্যই অপেক্ষায় ছিলাম। অবশেষে দেখা মিললো। এই কবিতা আপনাদের মতো বা'লের লোকজনের জন্যই দেয়া হয়েছে।

৫| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩৪

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ প্লাসের জন্য।

৬| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৭

ঢাবিয়ান বলেছেন: তোরা যে যা বলিস ভাই
মাদার অব হিপোক্রেসির
ক্ষমতা চাইই চাই।

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩৪

নীল আকাশ বলেছেন: এটাই আসল কথা !

৭| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৫

ক্স বলেছেন: বাংলাদেশকে হাসিনা ও তার সরকার যা দিয়েছে, ইতোপূর্বে আর সব সরকার মিলেও তা দিতে পারেনি।

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩৫

নীল আকাশ বলেছেন: "বাংলাদেশকে হাসিনা ও তার সরকার যা দিয়েছে, ইতোপূর্বে আর সব সরকার মিলেও তা দিতে পারেনি ।"
রোজ কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না । গ্যারান্টিড।

৮| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৩

রক বেনন বলেছেন: জনাব, পালিয়ে যান এখনই!!

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩৭

নীল আকাশ বলেছেন: কোন জায়গায় যাবো ? সবই বাকশালীদের দখলে.......বাপ দাদাদের সম্পত্তি ........।

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৬

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: চুপ! হিসসস

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৫

নীল আকাশ বলেছেন: ভয় আগে পাইনি তয় আফনের কতা শুউনা এখন ভয় পাইছি !!!!
ক্রস ফায়ারে ফেলবে নাকি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.