নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, \nনিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

ওসমানী হাসপাতালে স্কুলছাত্রী ধর্ষিত, ইন্টার্ন চিকিৎসক আটক

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ৮:২৫


মানবজমিন রিপোর্ট: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মধ্যরাতে রোগীর স্বজন স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় মেডিকেল এলাকায় তোলপাড় চলছে। ধর্ষণের অভিযোগে গতকাল সকালে পুলিশ ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছে।
অসুস্থ নানির সঙ্গে হাসপাতালে ছিল নবম শ্রেণিপড়ুয়া ওই শিক্ষার্থী। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার ৮ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর বেডে ভর্তি ছিলেন ওই স্কুলছাত্রীর নানি। রোববার রাতে ওই স্কুলছাত্রী ছাড়া আর কেউ রোগীর সঙ্গে ছিল না।
রাতে ফাইল দেখার কথা বলে ডাক্তার মাহী ওই মেয়েটিকে একই ফ্লোরে নিজের কক্ষে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। সকালে বাবা-মা হাসপাতালে আসার পর স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা তাদের জানায়।

গতকাল সোমবার সকাল ৮টার দিকে মেয়ের বাবা-মা ওসমানী মেডিকেলের পরিচালকের কাছে চিকিৎসক মাহীর বিরুদ্ধে অভিযোগ করেন। এর পর হাসপাতালের চিকিৎসক, পুলিশ ও স্কুলছাত্রীর স্বজনদের মধ্যে বৈঠক হয়। বেলা দেড়টা পর্যন্ত বৈঠক চলে। পরে হাসপাতাল কর্তৃপক্ষই মাহীকে পুলিশের কাছে সোপর্দ করে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার একেএম মাহবুবুল হক জানিয়েছেন- ‘ধর্ষণের অভিযোগ পাওয়ার পর আমরা ওই স্কুলছাত্রীর স্বজনদের এবং ওই চিকিৎসককে নিয়ে বসি। মেয়ের পক্ষ এবং ওই ইন্টার্নি ডাক্তারদের পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। মেয়ের পরিবারের আনা অভিযোগ মাহী অস্বীকার করেছেন। বিষয়টি আলোচনার মাধ্যমে সুরাহা না হওয়ায় মাহীকে পুলিশে দেয়া হয়েছে। মেয়েটিকে ওসিসিতে পাঠানো হয়েছে। কোতোয়ালি থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার গোলাম কাউসার দস্তগীর জানান- মাক্কাম মাহীকে আটক করা হয়েছে। স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। ওই স্কুলছাত্রীকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেয়া হচ্ছে।
হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।’ অভিযুক্ত চিকিৎসকের নাম মাক্কাম আহমদ মাহী। সে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মোখলেসুর রহমানের পুত্র। সে ওসমানী মেডিকেলের নাক, কান ও গলা বিভাগের ইন্টার্ন চিকিৎসক। স্কুলছাত্রীটি তার পরিবারের সঙ্গে সিলেট মহানগরীতেই থাকে।
সূত্র: Click This Link

বিডিনিউজ২৪বাংলা রির্পোট:

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর কিশোরী স্বজনকে ধর্ষণের অভিযোগে এক ইন্টার্ন চিকিৎসককে পুলিশে দেওয়া হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার এ কে এম মাহবুবুল হক জানান, অভিযোগ পাওয়ার পর ইন্টার্ন চিকিৎসক মাকাম এ মাহমুদ মাহীকে সোমবার দেড়টার দিকে পুলিশে দেওয়া হয়।
মাহী ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মোখলেসুর রহমানের ছেলে। ওসমানীর নাক, কান ও গলা বিভাগের ইন্টার্ন চিকিৎসক তিনি।

হাসপাতাল থেকে আটক করে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছন কোতোয়ালি থানার ওসি মোশাররফ হোসেন।

কিশোরীর বাবা বলেন, অসুস্থ নানির সঙ্গে রোববার রাতে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ছিলেন তার মেয়ে। তাদের সঙ্গে অন্য কেউ ছিল না।

“মধ্যরাতে ফাইল দেখার কথা বলে চিকিৎসক মাহী তাকে একই ফ্লোরে নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। সকালে স্বজনরা হাসপাতালে আসার পর মেয়েটি ঘটনা তাদের জানায়।”

সোমবার সকাল ৮টার দিকে ওসমানীর পরিচালকের কাছে অভিযোগ দেওয়া হয় জানিয়ে তিনি বলেন, এরপর হাসপাতালের চিকিৎসক, পুলিশ ও স্কুলছাত্রীর স্বজনদের মধ্যে বৈঠক হয়। বেলা দেড়টা পর্যন্ত বৈঠক চলে। পরে হাসপাতাল কর্তৃপক্ষই মাহীকে পুলিশে দেয়।

পরিচালক মাহবুবুল হক বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা ওই কিশোরীর স্বজন ও চিকিৎসক মাহীকে নিয়ে বসি। উভয় পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। মাহী অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি আলোচনায় সুরাহা না হওয়ায় মাহীকে পুলিশে দেওয়া হয়।

“কিশোরীকে ওসিসিতে পাঠানো হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে। এছাড়া ওয়ার্ডের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে।”

কোতোয়ালি থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার সাদেক কাউসার দস্তগীর হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন।

তিনি বলেন, “আর মাকাম এ মাহমুদ মাহীকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীর পরিবার থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে |

সূত্র: Click This Link

আমার কথা : সমাজে কষাই বলে পরিচিত ডাক্তারদের চরিত্রের এক নতুন দিক উন্মোচিত হলো! সাবাস বাংলাদেশ, মরার আগে নিজের চোখে আর কি কি দেখতে হবে সেটাই ভাবছি !!!!!!!!!!!!!!!!!!!

সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, জুলাই, ২০১৮

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩২

রাকু হাসান বলেছেন: X(( X(( X(( সকাল সকাল সংবাদ শুনে মনটাই ভারি হয়ে গেল । :-<

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩৮

নীল আকাশ বলেছেন: আমাদের এই সুন্দর দেশ টা একি হাল হলো আস্তে আস্তে .....কোন চরম অধ:পতনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি...........

২| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪২

রাকু হাসান বলেছেন: হুম..........খুবই খারাপ লাগে । কোথায় আমরা নিরাপদ ! একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি কি ! :-<

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৬

নীল আকাশ বলেছেন: এই দেশে মনে হয় স্বপ্ন দেখার দিন শেষ হয়ে গেছে.....।

৩| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন:

ধর্ষকের নামটা জব্বর! মাক্কাম মাহী।

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৯

নীল আকাশ বলেছেন: ধর্ষকের কোন নাম থাকতে পারে না । তার একটাই নাম ধর্ষক। আমার মতে এর পেনিছ কেটে ছেড়ে দেয়া উচিৎ যাতে সারা জীবন অনুভব করতে পারে কি অপরাধ করেছে........।

৪| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৬

কাইকর বলেছেন: এদের পুরুষাঙ্গ কেটে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হোক

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৮

নীল আকাশ বলেছেন: আমি এটাই বলেছি, সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে না দিয়ে ছেড়ে দেয়া উচিৎ যাতে সারা জীবন অনুভব করতে পারে কি অপরাধ করেছে........।

৫| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৯

এ.এস বাশার বলেছেন: ধর্ষকের কোন ক্ষমা নেই। পিটিয়ে তুলে দিতে হবে গায়ের চামড়া।

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪০

নীল আকাশ বলেছেন: এদের পুরুষাঙ্গ কেটে ছেড়ে দেয়া উচিৎ যাতে সারা জীবন অনুভব করতে পারে কি অপরাধ করেছে........।

৬| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৩

মোগল সম্রাট বলেছেন: অথচ কুত্তার বাচ্চার বন্ধুরা অর্থাৎ “হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা দাবি করছেন মেয়েটি নিজের ইচ্ছাতেই ধর্ষকের বিশ্রাম কক্ষে যায় এবং দির্ঘসময় পর বেরিয়ে আসেন’’ (দৈনিক যুগান্তর)

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৫

নীল আকাশ বলেছেন: এটাই বাংলাদেশ। এই কুত্তার বাচ্চা কে শাস্তি দিলে কষাই গুলি দেখবেন ধর্মঘট শুরু করে দিবে............

৭| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: উফ আল্লাহ !!!

১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪০

নীল আকাশ বলেছেন: আল্লাহ ডেকে লাভ নেই। আকাম করে বান্দায় আর আপনি ডাকেন আল্লাহ কে??? সেন্চুরী মানিকের দেশে এই সব কোনো ব্যাপার হলো !!!!!!!!!!!!

৮| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫০

আঁধার রাত বলেছেন: আগে আগেই বিচার করে থুতু ফেইলেন না, আবার নিজের ফেলা থুতু গিলতেও হতে পারে। কত দেখলাম!!! খুঁজতে খুঁজতে হয়ত পাওয়া যাবে অন্য কিছু।
অভিযোগ শুনেই রায় দেওয়া বাদ দিয়েছি।

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৬

নীল আকাশ বলেছেন: আপনার মন্তব্যের উত্তর দিবো আসল ঘটনা বের হবার পরে........

৯| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২০

সনেট কবি বলেছেন: জঘণ্য

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৬

নীল আকাশ বলেছেন: একটা সনেট লিখে ফেলুন না এই মাক্কাম মাহী কে নিয়ে । আমরা সবাই পড়ি.......

১০| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২২

সাবিনা ভূঁঞা বলেছেন: খুবই দুঃখজনক।সরকারও ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির পদক্ষেপ নিচ্ছে না।

১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৪

নীল আকাশ বলেছেন: আপু মনে হয় নতুন বাংলাদেশে এসেছেন? এই সরকারে আমলে এটা নতুন কিছু ? ক্যান্টমেন্ট কেস কি ভুলে গেলেন ? টিএসসি কেস ? মগবাজারে ? কোটা আন্দোলনের মেয়েদের ? সেন্চুরী মানিকের দেশে এই সব কোনো ব্যাপার হলো !!!!!!!!!! সেন্চুরী মানিক শুনেছি এখন সরকারী কর্মকর্তা । সাবাস বাংলাদেশ!

১১| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৭

লিযেন বলেছেন: আর কত? X( X((

১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৮

নীল আকাশ বলেছেন: যতদিন আপনারা আমরা নিরবে সহ্য করে যেতে পারবো!

১২| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৩

কাওসার চৌধুরী বলেছেন: গত রাতে নিউজটি পড়েছি; বিশ্বাস হচ্ছিল না একজন ডাক্তার এমনটা করতে পারে। গত পরশুদিন আমাদের এলাকায় অল্পবয়সী মসজিদের ইমাম ১০ বছরের একটি শিশুকে এভাবে নির্যাতন করেছে; পরে জনতার হাতে গনদোলাই খেয়ে এখন জেল হাজতে আছে। নিউজ লিঙ্ক !

১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৭

নীল আকাশ বলেছেন: বাংলাদেশ টা এখন কোনও মানুষের দেশ না, অমানুষের দেশ। আমরা সবাই অমানুষ আর জানোয়ার হয়ে গেছি।

১৩| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৬

চোরাবালি- বলেছেন: ঘোষণা দিয়ে নববধূকে অপহরণের পর গণধর্ষণ

আমাদের সমাজের অবস্থা আজ

১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৫

নীল আকাশ বলেছেন: আমরা সবাই নির্জীব পাথর কিংবা দেয়াল হয়ে গেছি । কোনো কিছুই গায়ে লাগে না এখন ।

১৪| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৫

উদাসী স্বপ্ন বলেছেন: ধর্ষক দেখি হুজুর। বুঝি না হুজুরদের মধ্যে এত শিশুকাম প্রবৃত্তি কেন?

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৭

নীল আকাশ বলেছেন: হুজুরদের মধ্যে এত শিশুকাম প্রবৃত্তি কেন এটা সবার মধ্যেই আছে। ক্যান্টনমেন্ট কেস কি ভুলে গেলেন ? টিএসসি কেস ? মগবাজারের কেস? কোটা আন্দোলনের মেয়েদের কে হ্যারাস করেছে? সেন্চুরী মানিক কি হুজুর ছিল ? আপনার কথা শুনে মনে হচ্ছে ছাত্রলীগ এখন তো হলো হুজুর দের সংগঠন!!!!!!!!!!!!

১৫| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪০

হাঙ্গামা বলেছেন: অভিযোগ প্রমান হবে না, এই বিষয়ে নিশ্চিত থাকেন।
কারন, ক্লাস নাইনে পড়া ঐ মেয়ে নিজেই গেছে ডাঃ সাবের সাথে প্রেম করতে।
এমন অভিযোগ ও উঠছে যে, ডাঃ সাহেবরে পটাইতে না পারায় মেয়ের পরিবার ডাঃ সাহেবকে ফাঁসাইয়া দিছে।
কোন পক্ষের কথাই বিশ্বাসযোগ্য না। তদন্ত আর ডাক্তারি পরিক্ষার পরে সব বের হয়ে আসবে আশা করি।

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৪

নীল আকাশ বলেছেন: কারা পরীক্ষা করবে ? ডাক্তার রা ???????????? হা হা । যারা দিনে দুপুরে জলজ্যান্ত সুস্থ্য মানুষ কে মেরে ফেলে বলে সব চিকিৎসা পদ্ধতি ঠিক ছিল তারা আবার কি প্রমান পাবে??????????

১৬| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৩:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন: ইন্টার্ন চিকিৎসক মাক্কাম মাহী নামটা শুনেই মনে হচ্ছে একটা দুঃচরিত্র লম্টটের নাম শুনলাম, তার ছোট্ট একটা বিচার হোক বেশী কিছু না - ছোট্ট একটা অপারেশন করে তাকে পুরুষত্বহীন করা হোক যাকে মেডিক্যাল ভাষায় বলা হয় “লাইগেশন” - সরকারের এই একটি আইনে ধর্ষণ অনুপাত কমে আসবে আশা করি ।

ধর্ষকদের লাইগেশন করে দেয়া হোক এটাই সময়ের বিচার ।

২৪ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৫৬

নীল আকাশ বলেছেন: আমি তো প্রথম থেকেই এটাই বলে আসছি। সহমতে জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.