নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, \nনিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ মাই ডিয়ার পাগলী!

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭



কি করছ এখন? কথা বলছ না কেন?
জানি তুমি এখন গভীর চিন্তায় ডুবে আছো...!
কি থেকে কি সিন্ধান্ত নিবে এই নিয়ে অনেক কনফিউশনে আছো
তাই কনফিউশনটা একটু দুর করার জন্যই তোমাকে নিয়ে এই লেখা......

যদি আমার সাথে থাকো তাহলে হয়তো
তোমাকে ধনীর দুলালী করে রাখতে পারব না, কিন্তু
প্রেম ভালোবাসায় আগলে রাখতে পারব সারা জীবন!!!

দিনের শুরুটায় হবে তোমার সাথে
শয়তানী করার মধ্য দিয়ে...!

সকালে তুমি আমার জন্য যখন চা
নিয়ে আসবা তখন এক
চুমুক দিয়েই একটু রাগে গিয়ে বলব
-- কি নিয়ে এসেছো এইটা?
-- কি আবার চা...
-- চা নাকি গরম পানি?
-- মানে?
-- বাসায় চিনি নাই?
-- কেন মিষ্টি হয়নি?
-- উহুম, টেষ্ট করে দেখ
-- কই, হইছে তো.....
-- কই দেখি ? উউউমমম.....
-- তুমি চুমুক দিয়েছো তো তাই মিষ্টি হয়ে গেছে....
-- ফাযিল কোথাকার ....
-- হুম.... আমার বউটা সুইট এর ডিব্বা তো তাই...

অফিস যাওয়ার আগে তোমার কাছে থেকে সুন্দর করে
টাই টা বেঁধে নিয়ে তারপর বাসা থেকে বের হব....!!!

বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরে
আবার বাসায় গিয়ে বলব..
-- কি যেন একটা ফেলে গেছি..
-- কি?
-- কি যে...
এরপর তোমার গালে আলতো করে একটা চুমু একে দিয়ে বলব
এটাই ভূলে গিয়েছিলাম।

মাঝ দুপুরে অফিস থেকে তোমাকে ফোন দিয়ে একটু
জলদি করেই বলব
-- এই বাসায় একটা ইম্পরট্যান্ট জিনিস ফেলে এসেছি ....
-- দেখো তো...!!!
-- কোথায় রাখছো..???
-- ড্রেসিংটেবিলের উপরের বক্সে আছে...
--ওয়েট..... দেখি..!!!

তুমি তখন দেখতে যাবে..... খুলে দেখবে বক্সটা খালি..
শুধু একটা লাল রঙিন কাগজ আছে
কাগজে আমার নিজের হাতে লেখা...
পাগলী....তোকে অনেক অনেক ভালোবাসি।

বাসায় ফেরার সময় অন্য কোনো মানুষের মতো হয়তো
সোনার নেকলেস নিয়ে আসতে পারব না
কিন্তু পাগলীর জন্য এক তোড়া লাল গোলাপ নিয়ে আসব...!!!
সাথে থাকবে বেলি ফুলের মালা....
যা তোমার খোপায় আমি নিজে বেঁধে দিব....!!!

রাতে খাওয়ার পরে তোমায় নিয়ে ছাদে বসে
আকাশের সব তারা গুনবো আর দুষ্টু মিষ্টি গল্প করব....!!!

কিরে পাগলী, আর কিছু লাগবে তোমার?
থাকবে আমার সাথে, সারাজীবন পাগলামী করে?

একাকীত্ব কখনো তোমায় স্পর্শ করতে পারবে না,
গভীর ভালোবাসায় আমি জড়িয়ে থাকবো সবসময়।

হয়তো অনেক বেশি সুখে রাখতে পারব না তোমায় ...
কিন্তু শেষ নিশ্বাস পর্যন্ত আগলে রাখব তোমায়!

কি রাজি তো.....?

ব্যাক গ্রাউন্ড: ইন্টারনেটে মাঝে মাঝে বাংলায় অদ্ভুত সব কবিতা দেখি :`> । এসব দেখে আজকে মাথায় ভূত চেপে বসল। আমার মাথায় একবার ভূত চাপলে সেটা আবার সহজে বের হয়না। প্রসব করে বড়ই শান্তি পেলাম। গ্র্যামাটিক্যাল কবিরা আমার কবিতা থেকে শত হস্ত দূরে থাকবেন। এদের দেখলে আমি বড় ভয় পাই ;)। ফুল টা আমার নিজের গাছের আর ছবিটাও নিজে তুলেছি।

সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, সেপ্টেম্বর, ২০১৮

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

অপ্‌সরা বলেছেন: হা হা মজার পাগলী স্বপ্ন!!! :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৬

নীল আকাশ বলেছেন: অপ্সরা আপু নাকি! যাক চাদগাজি ভাই য়ের কথামত অদ্ভুত কবিতার জন্য আপনাকে আমার ব্লগে পাওয়া গেল। কবিতার নাম পালটে পাগলির সপ্ন সাযেস্ট করলেন নাকি?

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:


ইন্টারনেটে যেসব অদ্ভুত কবিতা দেখেন, সেগুলো কোনদিন কবিতা হিসেবে টিকবে না, 'অদ্ভুত' হিসেবে টিকে থাকবে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২০

নীল আকাশ বলেছেন: চাদগাজি ভাই তাহলে কবিতাও বুঝেন। আমার এই কবিতা লেখা টা সারথক হয়েছে। এই অদ্ভুত কবিতা নিয়ে আপনার ট্রেডমাক ডায়ালগ দিলেন না? বড় মিস করলাম আপনার ম্যাওপ্যাও ডায়ালগ টা!

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

অপ্‌সরা বলেছেন: না না তোমার দেয় নামখানাই যথার্থ! :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫২

নীল আকাশ বলেছেন: তা হলে আর চেন্জ করলাম না.... ;)
এক্সপেরিমেন্ট টা কিরকম হলো সেটা জানতে চাই?
মনে হচ্ছে সামুর এটা ডাইজেষ্ট করতে কষ্ট হচ্ছে............ :(

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: প্রয়োজন ফুরোলে প্রাধান্য পাল্টায়; বুঝে উঠার আগেই পাল্টায়।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

নীল আকাশ বলেছেন: রাজীব ভাই, গরীবের দু:খ কেউ বোঝে না ;) অভাব আসলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। মাঝে মাঝে মাথায় ভূত চাপে এক্সপেরিমেন্ট করার। অন্য কিছু না।
আপনার এক লেখার স্টাইল তো পুরাই সুপার ডুপার হিট।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯

কথার ফুলঝুরি! বলেছেন: ওরে প্রেমরে :P এক্সপেরিমেন্ট ভালো লেগেছে ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৪

নীল আকাশ বলেছেন: গঁতবাধা লেখা লিখতে ভালো লাগে না। তাই মাঝে মাঝে কিছু এক্সপেরিমেন্ট করি। আমার এই এক্সপেরিমেন্ট এখনো আমার ইয়ে কে দেখানোর সাহস পাইনি। =p~ নতুন একটা এক্সপেরিমেন্ট তৈরী করছি । এটা আরো ভয়ানক। ;)

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৬

চাঙ্কু বলেছেন: হাগল আবার মাই ডিয়ার হয় কেমনে? এডি কিতা কন?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

নীল আকাশ বলেছেন: ইডা কিতা কন? অ্যাইন্নের মাই ডিয়ার আমার হইবো ক্যামতে? তয় অ্যাইন্নের টা যদি ফ্রি ফ্রি দিবার চান......... ;)
তয় একশ কথার এক হক কথা আমার টা কিন্তু দিমু না। :P হ্যারে আমি বহুত ভাল পাই! অ্যাইন্নে মুখ ঢ্যাইক্কা যতই ফিঁসফাঁস করেন
মুই কিন্তু কিছু শুনি নাই। :(

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফান হিসাবে না নিয়া চক্ষুযোগ দিয়ে পড়ুন, লেখাটা খুব ভালো হয়েছে। একটা প্রগাঢ় ভালোবাসার সম্ভাব্য ছবি ভেসে উঠেছে। মনে হলো এটা আমারই স্বপ্ন যেন।

কিছু ইংরেজি শব্দের ব্যবহার, শিরোনাম এবং টেক্সটে, লেখাটাকে রম্যধর্মী করে ফেলেছে। ওটাকে পরিমার্জন করা সমীচীন মনে করি।

কোনটা অদ্ভুত আর কোনটা চাঁদ্ভুত, তা জনে জনে আলাদা হয়। সময়ের শ্রেষ্ঠ কবি হিসাবে প্রতিষ্ঠিত জীবনানন্দের কবিতা আমার কাছে ম্যাড়ম্যাড়ে মনে হয়, তাতে জীবনানন্দ বা তাঁর পাঠকের কতটুকু বয়ে গেছে। অথচ, জগৎবিখ্যাত মহান দার্শনিক ও চিত্রকর দমুহ্‌মা ললিখ আমার কাছে একজন সাক্ষাৎ পীর। এই হলো ভালো ও মন্দ লাগা।

আপনাকে শুভ জন্মদিন জানাচ্ছি (অগ্রিম)।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৩

নীল আকাশ বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফান হিসাবে না নিয়া চক্ষুযোগ দিয়ে পড়ুন, লেখাটা খুব ভালো হয়েছে। একটা প্রগাঢ় ভালোবাসার সম্ভাব্য ছবি ভেসে উঠেছে। মনে হলো এটা আমারই স্বপ্ন যেন।
- আপনার মতো সেই মাপের একজন কবি আমার কবিতা লেখা নিয়ে যা বলেছেন তাতে আমি সত্যই মুগ্ধ। আপনার মতো ছন্দের জাদুকরের এত সুন্দর একটা মন্তব্যের জন্য আপনার প্রতি রইল আমার অসম্ভব ভালোবাসা।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিছু ইংরেজি শব্দের ব্যবহার, শিরোনাম এবং টেক্সটে, লেখাটাকে রম্যধর্মী করে ফেলেছে। ওটাকে পরিমার্জন করা সমীচীন মনে করি।
- পরবর্তি লেখার সময় আপনার কথা ভালো ভাবে মনে রাখবো। উপযুক্ত বাংলা শব্দ সময় মতো মনে না আসাই এটার জন্য আসল দায়ী। যখন মনে হবে তখনই এসে সংশোধন করে দিয়ে যাবেন। গতকালকে আপনার ভাবী কে আপনার নতুন কবিতাটা "মরার আগে যা যা খাব" আবৃত্তি করে শোনাচ্ছিলাম। কি যে ভালো লেগেছে কবিতাটা!

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে শুভ জন্মদিন জানাচ্ছি (অগ্রিম)।
- নতুন বছরের সেরা জন্মদিন টা আপনিই দিলেন। ধন্যবাদ আপনাকে।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৪

এ.এস বাশার বলেছেন: গভীর ভালোবাসার বহি:প্রকাশ........
কবিতায় ভাল লাগা জানবেন....

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২০

নীল আকাশ বলেছেন: গঁতবাধা লেখা লিখতে ভালো লাগে না। তাই মাঝে মাঝে কিছু এক্সপেরিমেন্ট করি। এক্সপেরিমেন্ট টা ভালো লেগেছে খুব ভালো লাগলো।

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২২

স্রাঞ্জি সে বলেছেন: আপনার ব্লগে এই কবিতাটাই কি প্রথম।____

২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫২

নীল আকাশ বলেছেন: ধরতে পারেন। তখন আমি ব্লগে প্রায় লিখতামই না। এটা ১০০ ভাগ আমার কবিতা এটা দাবী করাটা অন্যায় হবে। কোথা থেকে যেন কিছুটা পেয়েছিলাম। বাকিটা লিখে পোষ্ট দিয়েছিলাম। তখন লেখা নিয়ে এক্সপেরিন্ট কেবল শুরু করেছিলা যেটা এখনও চলছে।
তবে এটাকে আমার নিজের কবিতা বলে দাবী করিনা আমি। স্বত্বও দাবী করিনি লেখার কোথাও!
কেন মজা পেয়েছেন পড়ে? প্রচন্ড দুস্টামি করে লিখেছিলাম তখন ...........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.