নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।
দেখা হলো -
তোমার সাথে অবশেষে
খুঁজেছিলাম আমি তোমায় পথে প্রান্তরে।
সবুজ ঘাসের উপর
হেটে হেটে কেটেছে বহুদিন।
মনে আছে তোমার সাথে
প্রথম দেখা নিচ্ছিদ্র স্বপ্ন মাঝে।
দেখা দিয়ে হাতছানি দিয়ে
হারিয়ে গেলে তুমি লোকালয়ে,
সেদিন থেকে বিবাগি মন টাকে
সযতনে লালন করে
রেখেছি ইচ্ছেটাকে মনের মাঝখানে।
কেটে গেছে সহস্র রজনী
মনে আছে সুতীব্র কামনা
তোমাকে, কাছে পাবার, একান্তে,
মিলিয়ে দেখলাম এই তুমি কি সেই তুমি
যে আছে আমার অস্তিত্বের বিশ্বাষে।
রঙধনু থেকে রং নিয়ে
রঙতুলি হাতে দাড়ালাম
ভালোবাসার অবগুন্ঠিত ডালি হাতে,
তোমার সামনে দাড়িয়ে
জানালাম, ভালোবাসি, তোমাকে।
তুমি পূর্ণ চোখে তাকালে
চোখের ভাষায় বুঝলাম
ভালোবাসা পেলো তার শ্রেষ্ঠ সম্মান,
ভালোবাসা কে বরন করলে তুমি
ভালোবাসা দিয়ে।
বন্ধ হলো এই নিরন্তর পথ চলা
বন্ধ হলো স্বপ্ন কে খোঁজা
আমি খুঁজে পেয়েছি, তোমাকে
স্বপ্ন আর বাস্তবের মাঝখানে দাঁড়িয়ে।
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, সেপ্টেম্বর, ২০১৮
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫
নীল আকাশ বলেছেন: সু স্বাগতম চাঁদগাজী ভাই। আপনাকে প্রথম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
কি বলেন আপনি? শানে নজুলটাই তো আসল কি পরিমান ক্রাস খেলে আমার মতন একটা ছেলে এক বসায় এ রকম একটা কবিতা লিখতে পারে সেটা শুধু আমি জানি।
প্রত্যেক কবি কে জীবনে অনন্ত একবার হলেও ক্রাস খাওয়া উচিৎ। ছ্যাকার কথা তো বল্লামই না । ব্লগে যে পরিমান কবি আছে তাতে গনধোলাই খাবার চান্স আছে!
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪
এ.এস বাশার বলেছেন: সুন্দর কবিতা।
শুভকামনা আপনার জন্য....
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮
নীল আকাশ বলেছেন: সুন্দর একটা মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৬
চাঁদগাজী বলেছেন:
সুন্দর কবিতা মানুষকে কাছে টানে; কবিরা অনেক বড় মানুষ
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩০
নীল আকাশ বলেছেন: অসম্ভব সুন্দর একটা মন্তব্যের জন্য ব্লগের সব কবিদের পক্ষ থেকে আপনাকে প্রানঢালা শুভেচ্ছা।
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৮
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩
নীল আকাশ বলেছেন: সনেট কবি ভাই য়ের মতো একজন সিনিয়র ব্লগার কে আমার ব্লগে পেয়ে আমি যে কি পরিমান খুশি হয়েছি সেটা বলে বোঝাতে পারব না। সুন্দর একটা মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। লেখায় ভূল ত্রুটি থাকলে সংশোধন করে দেবেন। আপনার কাছে থেকে আমাদের অনেক কিছু শেখা আছে।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৭
রাজীব নুর বলেছেন: আগে আমি জীবন কে ইনজয় করতাম ..... এখন জীবন আমাকে ইনজয় করে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪
নীল আকাশ বলেছেন: জীবনের কাছে কখনো হার মানবেন না। হারলেন তো ঠকে গেলেন। দ্বিতীয় কোন সুযোগ কিন্তু নেই।
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪
ওমেরা বলেছেন: আরো বেশী বেশী ক্রাস খান, আর এমন সুন্দর সুন্দর কবিতা লিখেন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৯
নীল আকাশ বলেছেন: ওমেরা আপু নাকি? অনেকদিন পড়ে আমার ব্লগে আসলেন। সু স্বাগতম।
আপু, এটা কি বল্লেন? একটা ক্রাস হজম করতে আমার খবর হয়ে গেছে আপনি বলছেন বেশী বেশী ক্রাস খান! পুরো ইউনিভার্সিটি লাইফ শেষ এক ক্রাস খেয়ে। মাপ চাই, একটাই যথেষ্ট। কবিতা চান ঠিক আছে, সেটা দেয়া যাবে না হয় গুতাগুতি করে কিন্তু আর ক্রাস এর কথা বলবেন না। ন্যাড়া একবারই বেল তলায় যায়।
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪
চিটাগং এক্সপ্রেস বলেছেন: সেই দেখা কি শেষ ছিল
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৩
নীল আকাশ বলেছেন: সামুতে স্বাগতম। নতুন ব্লগার দের দেখলে আমার ভালো লাগে। একদিন আমিও আপনাদের মতো ছিলাম।
নারে ভাই, পুরো ইউনিভার্সিটি লাইফ হেল। সামনে পড়লে দিনের বেলা আকাশের তারা গুনতে গুনতে যেতাম।
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬
কাওসার চৌধুরী বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে; ক্রাশ খাওয়া কবিতাগুলো খুব আবেগী হয়৷ভাল থাকবেন৷
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০০
নীল আকাশ বলেছেন: কবিতা সুন্দর হয়েছে বলার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
ক্রাস, ছ্যাকা, ফিদা ইত্যাদি হলো কবিদের জন্য ক্যাটালিষ্ট। প্রমান চান? বিরহের গান সবসময় দেখবেন প্রেমের গানের চেয়ে সুন্দর হয়। এমনকি সুরও মধুময় হয়।
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৭
চাঁদগাজী বলেছেন:
শানে নজুলটা না থাকলে সবই সুন্দর ছিলো