নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।
কেউ কোনদিন খোঁজ নেয়নি আমার......
পদ্মা মেঘনা যমুনায় জল বয়ে গেছে অনেক
সাহারার বুক থেকে উড়ে গেছে কোটি কোটি টন বালি,
ধুলিকনার ঝড় গিয়ে পড়েছে ভু-মধ্যসাগরে মাঝখানে
কেউ কোনদিন খোঁজ নেয়নি আমার।
ভালোবাসার জন্য আমি কিনা পারি
এক নিঃশ্বাসে ঘুরে আসতে পারি পাঁচটি মহাদেশ,
এক চুমুকেই শেষ করে দিতে পারি সাত মহাসাগরের পানি
কিন্তু, কেউ কোনদিন খোঁজ নেয়নি আমার।
আমি বেঁচে আছি জলন্ত কয়লার উপর
প্রতিটা মুহূর্ত হাজার টনের হাতুড়ি আঘাত করে বুক
নিঃশব্দে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছি
কিন্তু, কেউ কোনদিন খোঁজ নেয়নি আমার।
আচ্ছা এখন কি সকাল হয়? হয়তো
প্রতিদিনই সূর্য উঠে, সূর্য ডুবে যায়,
কত বসন্ত চলে গেল, স্বপ্নগুলি হারিয়ে ঘোর অমানিশায়
কিন্তু, কেউ কোনদিন খোঁজ নেয়নি আমার।
ভালবাসা গভীরতার গজ ফিতা আজও আবিস্কার হয়নি
ভালোবাসা পাবার প্রচণ্ড দাবদাহে, বুকের ভেতরই
শুকিয়ে গেলো ভালবাসার উচ্ছল নদী
কিন্তু, কেউ কোনদিন খোঁজ নেয়নি আমার।
আমার জীবন নদীর দুই কূল ভেঙ্গে চলে গেছে প্রেম
আমি সারারাত জোৎস্না দেখি, বনে-পাহাড়ে ঘুরে বেড়াই,
আমি প্রকৃতির মাঝেই খুঁজে বেড়াই হারানো ভালোবাসা
কিন্তু, কেউ কোনদিন খোঁজ নেয়নি আমার।
আমার ভালোবাসার সীমানা পেরিয়ে
চলে গেছ তুমি দূরে বহু দুরে,
তোমার ভালোবাসার সীমানায় আজও বাধা পড়ে আছি
কিন্তু, কেউ কোনদিন খোঁজ নেয়নি আমার।
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, সেপ্টেম্বর, ২০১৮
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮
নীল আকাশ বলেছেন: কবি রাই কবিকে চিনতে পারে। বিরহে কিংবা ভালোবাসায়..........।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে.........।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯
বাকপ্রবাস বলেছেন: হাহাকার এবং তার বিশাল ব্যাপ্তি। খুব ভাল লেগেছে +++++++
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪
নীল আকাশ বলেছেন: অবশেষে আমার প্রিয় একজন ব্লগার কে পেলাম। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৩
কাওসার চৌধুরী বলেছেন:
দারুন প্রেমিক মন; চমৎকার আকুতি৷ভাল লাগলো কবিতা পাঠে ৷+++
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪
নীল আকাশ বলেছেন: প্রিয় ব্লগারের মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৭
সনেট কবি বলেছেন: সুন্দর
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮
নীল আকাশ বলেছেন: আহ, লেখা টা মনে হয় সত্যই ভালো হয়েছে। সনেট ভাই যখন বলেছে , মনে বড় তৃপ্তি পেলাম।
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩০
কথার ফুলঝুরি! বলেছেন: কবিতা ভালো হয়েছে ভাইয়া ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬
নীল আকাশ বলেছেন: প্রিয় ব্লগারের মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪
নীল আকাশ বলেছেন: এই গুলি সব আপনাকে আগে বলা ড্রাফটে থাকা লেখা গুলি। আস্তে আস্তে পোষ্ট দিচ্ছি। অনেক জমে গেছে...........
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫০
ইয়াকুব আহসান বলেছেন: বাহ! কি সুন্দর লেখা ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫২
নীল আকাশ বলেছেন: বাহ!কি সুন্দর মন্তব্য। আমার ব্লগে প্রথম আসার জন্য ধন্যবাদ।
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩০
রাকু হাসান বলেছেন: রুপকের ব্যবহারে মুগ্ধ আমি । চমৎকার একটি কবিতা পড়লাম ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯
নীল আকাশ বলেছেন: কি সুন্দর মন্তব্য! আহ মনটা ভরে গেল। কি দিব ভাই আপনাকে?
নিন, আমার নিজের হাতে ফুটান গোলাপ নিন।
আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ।
৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩
মাকার মাহিতা বলেছেন: ব্যপক বিরহ মনে হচ্ছে।
তাঁকে খোঁজ নিতে বলবানে...
চমৎকার কবিতার কথামালা।
কবিতায় +++
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১২
নীল আকাশ বলেছেন: বিরহ হচ্ছে কবিদের জন্য ক্যাটালিস্ট ।
আমার ব্লগে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।
১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮
আতোয়ার রহমান বাংলা বলেছেন: আমি বেঁচে আছি জলন্ত কয়লার উপর
.............................
ভালো লাগলো
আপনাকে অনেক ধন্যবাদ
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১২
নীল আকাশ বলেছেন: বিরহ হচ্ছে কবিদের জন্য ক্যাটালিস্ট।
আমার ব্লগে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।
১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০
রাজীব নুর বলেছেন: নিজেকে যোগ্য করে তুলুন। তখন দেখবেন সবাই খোঁজ নিবে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯
নীল আকাশ বলেছেন: যোগ্যতা এক রুপক মাপকাঠি। এ্যাড দেখেন না, রোজ সকালে যে স্বামী একটা করে মেডেল পায় সে কি ডাক্তার, ইনজিনিয়ার নাকি পাইলট? কার কাছে কোনটা যোগ্যতা এটা একমাত্র সৃষ্টি কর্তাই জানেন! মেয়েদের মন কখন কি চায় সেটা তারা নিজেরও জানেনা।
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
সাইন বোর্ড বলেছেন: খুব কষ্টের কথা !
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩২
নীল আকাশ বলেছেন: বিরহ সব সময় কষ্টেরই হয়। ভালো থাকবেন, সব সময়। আমার ব্লগে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! চমৎকার কবিতা হয়েছে।
তবে প্রথম দুটি স্তবকের হয়ে,
" কেউ কথা রাখেনি, তেত্রিশবছর কাটলো , কেউ কথা রাখেনি।
ছেলেবেলায় কোনও এক বোষ্টমী তার আগমনী গান থামিয়ে বলেছিল,
শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে।
তারপর কত চন্দ্রভুক অমাবস্যা এসে চলে গেল, সেই বোষ্টমী
আর এলো না
পঁচিশ বছর প্রতীক্ষায় আছি।
- সুনীল গাঙ্গুলী।
শুভকামনা জানবেন ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৯
নীল আকাশ বলেছেন: শুভ সকাল। পদাতিক চৌধুরি ভাই কে নিয়ে আজকে কিছু কথা বলতে চাই। উনার প্রতি আমার ভালোবাসাই আমাকে এই অধিকার দিয়েছে। আমার অসম্ভব প্রিয় একজন সিনিয়র ব্লগার যার মন্তব্যের জন্য আমি চাতক পাখির মতো আমার প্রতিটা লেখায় অপেক্ষা করে থাকি। আমার প্রায় প্রতিটা লেখায়, গল্প হোক কিংবা কবিতা, যাই হোক না কেন উনি এত সুন্দর করে আমাকে মুল্যায়ন করে লিখেন কিংবা সহ ব্লগার হিসেবে উপদেশ দিয়ে যান যে আমি সেটার কিভাবে কৃতগ্গতা প্রকাশ করবো তার ভাষা খুঁজে পাই না। প্রথম যেদিন একটা গল্প দিয়েছিলাম, ভয়ে ভয়ে দুরু দুরু মনে আছি কে কি বলে? উনি হটাৎ এসে আমাকে সাহস দিলেন। ভয় কেটে গেল। উনার প্রতি আমার কৃতগ্গতার কোন সীমা পরিসীমা নেই । সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি উনি যেন সব সময় খুব ভালো থাকেন আর আমাদের পাশে থাকেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১১
নীল আকাশ বলেছেন: পদাতিক চৌধুরি ভাই, সুনীল গাঙ্গুলীর কবিতা আমার টার সাথে দিলেন নাকি ? এত লজ্জায় মাথা লুকাবো কোথায়? আজকে মনে হয় সারাদিন সামু তে আসা যাবে না
১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১
চাঁদগাজী বলেছেন:
চরমপত্রের মতো উত্তপ্ত ভালোবাসার বাণী
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২২
নীল আকাশ বলেছেন: শুভ সকাল। সকাল বেলা ব্লগে এসে আপনার মন্তব্য পড়ে মনটা খুশিতে ভরে গেল। গতকাল সারাদিন আপনার জন্য অপেক্ষা করেছি। আমি এত সুন্দর করে একটা কবিতা লেখা দিব আর তাতে আপনার কোন মন্তব্য থাকবে না সেটা কিভাবে হয়? ব্লগে যখন প্রথম লেখালেখি শুরু করি তখন প্রথম দিকে আপনার এই সব রুপক মন্তব্য গুলি বুঝতাম না। না বুঝে আগে অকারনে আপনাকে অনেক কথা বলেছি। সময়ের সাথে সাথে সব কিছু কত বদলে গেছে! কিন্তু আপনার লেখার আর মন্তব্যের ধরন বদলায় নি। আপনার পেঁচা কে আমার ব্যাপক পছন্দ। আপনাকে আর আপনার পেঁচাকে একটা অনুরোধ অনন্ত: ছোট করে হলেও একটা মন্তব্যে করে যাবেন, আমি যাই লিখি তাতে। আমি সব সময় নিজের লেখা নিয়ে এক্সপেরিমেন্ট করি। আপনার মন্তব্য এই সব এক্সপেরিমেন্ট গুলিকে আমাকে মুল্যায়ন করতে সাহায্য করে। পরিশেষে, সব সময় আপনাকে আমার সব লেখায় পাশে পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫১
রাকু হাসান বলেছেন:
কি সুন্দর মন্তব্য! আহ মনটা ভরে গেল। কি দিব ভাই আপনাকে?
নিন, আমার নিজের হাতে ফুটান গোলাপ নিন।
[/sb----আপনার চমৎকার প্রতি উত্তরে আমি আপ্লুত । নিজের বাগানের গোলাপ ! বাহ । খুব ভালো লাগলো । অবশ্যই আসা হবে ,কথা হবে । ভালো থাকবেন । অনেক বেশি শুভকামনা ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯
নীল আকাশ বলেছেন: সকাল বেলা একজন প্রিয় ব্লগারের শুভকামনার চেয়ে আর কি ভালো হতে পারে?
ধন্যবাদ আপনাকে!
১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০১
আহমেদ জী এস বলেছেন: নীলআকা৩৯ ,
ভালোবাসা এক সোনার হরিন । তুমুল জোছনা ছিটানো অধরা চাঁদ , জ্বলন্ত কাঠ-কয়লার না-দেখা পোড়াহৃদয় , ভুমধ্যসাগরের অতল গহীন ।
এমন অধরা-অছোঁয়া-অন্তহীন কিছুর পেছনে ঘুরে ঘুরে মরা-ই সার !
ভালো লাগলো কবিতা ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৭
নীল আকাশ বলেছেন: প্রেমিকার একটা মিষ্টি হাসির জন্য কত রাজা বাহাদুররা সিংহাসন ছেড়ে চলে গেছেন!
প্রেম ছাড়া আছে কি এই নস্বর ভংগুর জীবনে?
ভালো থাকবেন, সব সময়। আমার ব্লগে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।
১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: আমি আপনার সর্বশেষ পোস্টে একটি বিষয় দেখে এখন এলাম। আপনারা কবি মানুষ , আর আমরা পাঠক। আপনাদের লেখায় আমরা মনের খোরাক পাই। আপনার এই কবিতাটিতে আমি সুনীল গাঙ্গুলীর ফ্লেবার পেলাম। তারই দুটি স্তবেকের একটি তুলে ধরলাম।
আমার ব্যক্তিগত অভিমত প্রত্যেক লেখক বা কবির হৃদয়ে একজন আইকন থাকে। যাকে অনুসরন করে কবি বা লেখকরা নিজেদের সৃজনশীলতার বিকাশ ঘটায়। এর পাশাপাশি পাটকও তাঁদের নিজেদের মত করে প্রক্তনীদের লেখার সাদৃশ্য খুঁজে পায়। আমি নিজেও একজন আধুনিক লেককেকে আইকন মনে করি। সময় পেলে ওনার লেখা বই পড়া হলেও আবার পড়ি। বোঝার চেষ্টা করি ওনার লেখার বৈশিষ্ট বা কৌশলকে। আপনাকে আমি সেটাই তুলে ধরতে চেয়েছি। উল্লেখ্য কবি সনীল গাঙ্গুলী আমার অন্যতম একজন প্রিয় কবি।
শুভেচ্ছা অফুরান।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
নীল আকাশ বলেছেন: আপনার একজন প্রিয় কবির সাথে আমার সাদৃশ্য পেয়েছেন দেখে আমি অনেক খুশি হয়েছি। পরিশেষে, সব সময় আপনাকে আমার সব লেখায় পাশে পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৮
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা আপনার হৃদয়ে মায়ার পিদিম জ্বেলেছে। আপনি ভালবাসার আলোতে উদ্ভাসিত হচ্ছেন!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৭
নীল আকাশ বলেছেন: কবিতা আপনার হৃদয়ে মায়ার পিদিম জ্বেলেছে। আপনি ভালবাসার আলোতে উদ্ভাসিত হচ্ছেন!
এই লেখার সেরা মন্তব্যের জন্য রইল আমার প্রানঢালা শুভেচ্ছা। সকাল বেলা আমার মন টা ভরে দিলেন রে ভাই! কি দিব আপনাকে?
প্রত্যেক লেখায় সেরা মন্তব্য যিনি দেন তার জন্য আমার পক্ষ থেকে দেয়া হয় ব্যক্তিগত উপহার। নিন আমার নিজের হাতে ফুটানো ভালোবাসার গোলাপ ফুল।
ভালো থাকবেন, সব সময়। আমার ব্লগে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।
১৯| ০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২১
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !
হাতুড়ি হবে...
অমানিশা হবে....
হায়রে কারোরই চোখে পড়লো না
যাই হোক সবাইরে এরকম চশমা দিতে হবে
০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৪
নীল আকাশ বলেছেন: শুভ অপরাহ্ন,
বানান নিয়ে আগে অনেক সমস্যা ছিল। বহু কষ্ট করে অনেক ঠিক করে এনেছে।
হায়রে কারোরই চোখে পড়লো না ( যাই হোক সবাইরে এরকম চশমা দিতে হবে - সবার কি আপনার মতো চোখ আছে নাকি? আপনি বাংলা বানানের ব্যাপারে বস!
ভুল গুলি ঠিক করে দেয়ার জন্য আবারও ধন্যবাদ।
ধন্যবাদ আর শুভ কামনা রইল!
২০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:১০
ল বলেছেন: কেউ কোনদিন খুঁজ নেয় নি আমার - কেউ কথা রাখে নি
ঝাউপাতা ঝরে পড়ার মতো অসময়ে নুয়ে পাড়লাম --
এভাবে কত হৃদয়ে গোপন ব্যথায় কাতরায় কেউ জানে না কেউ হেয়ালি করেও খুঁজ নেয় না।
কিংবদন্তী কবিতার মোড়কে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো একটি কবিতায় মুগ্ধতা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৫
নীল আকাশ বলেছেন: শুভ সকাল প্রিয় ভাই,
মাঝে মাঝে মাথায় কি যেন ঢুকে যায়! তখন শুধুই কবিতা লিখতে ইচ্ছে করে...........
একটা ঘোরের মধ্য এই কবিতাটা লিখেছিলাম। আমার খুব পছন্দের কবিতা এটা।
পড়ার এবং মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন, সব সময়। আমার ব্লগে আসার জন্য শুভ কামনা রইল!
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫
স্রাঞ্জি সে বলেছেন:
আহা বিরহ মন....
কবিতায়+++